“ধোনির চেয়ে এগিয়ে অশ্বিন…” ম্যাচ জেতানো পারফর্ম্যান্সের পর চর্চা ক্রিকেটমহলের !! 1

চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দেখা গেলো রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) শো। নিজের ঘরের মাঠে ব্যাটে-বলে রীতিমত ঝড় তুললেন তারকা অলরাউন্ডার। ম্যাচের প্রথম দিনে একটা সময় বেশ চাপে ছিলো ‘মেন ইন ব্লু।’ পরপর উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। ১৪৪ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসেছিলো স্বাগতিক দেশ। আদৌ ২০০ উঠবে স্কোরবোর্ডে? উঠতে শুরু করেছিলো প্রশ্ন। কঠিন পরিস্থিতিতে ঢাল হয়ে ওঠেন অশ্বিন’ই। ‘পার্টনার ইন ক্রাইম’ রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) সাথে নিয়ে ১৯৯ রানের বিশাল জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করান তিনি।

কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরানটিও আসে অশ্বিনের (Ravichandran Ashwin) ব্যাট থেকে। এর আগে চেপকের মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে শতকের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে হোম গ্রাউন্ডে করলেন দ্বিতীয় সেঞ্চুরি। ব্যাট হাতে ১১৩ রান করলেও বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কোনো উইকেট পান নি বাংলাদেশের প্রথম ইনিংসে। ৪টি সাফল্য গিয়েছিলো জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ঝুলিতে। ২টি করে উইকেট পেয়েছিলেন আকাশ দীপ (Akash Deep), সিরাজ (Mohammed Siraj) ও রবীন্দ্র জাদেজা। উইকেটশূন্যতার আক্ষেপ অবশ্য দ্বিতীয় ইনিংসে ভুলিয়ে দিলেন অশ্বিন। ঘূর্ণির জালে প্রতিপক্ষকে আটকে ফেলেন তিনি।

Read More: “ময়লা সাফ হলো…” চেপকে বাংলাদেশকে ২৮০ রানে পরাস্ত করে ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!

ধোনি’র আগেই অশ্বিনকে রাখছে নেটদুনিয়া-

Ravichandran Ashwin | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

তৃতীয় দিনেই ফিরিয়ে অশ্বিন (Ravichandran Ashwin) দিয়েছিলেন সাদমান ইসলাম, মোমিনুল হক ও মুশফিকুর রহিম’কে। চতুর্থ দিনেও প্রথম সাফল্য তিনিই এনে দেন।  যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) হাতে ধরা পড়েন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এরপর মেহদী হাসান মিরাজ ও তাস্কিন আহমেদকেও দ্রুত আউট করে ভারতের জয়ের পথ সুগম করে দেন অশ্বিন। ৮৮ রানের বিনিময়ে তাঁর সংগ্রহে ৬টি উইকেট। ইনিংসে ৩৭তম বার পাঁচ বা তার বেশী উইকেট পেলেন তিনি। এই মুহূর্তে আইসিসি টেস্ট বিশ্ব র‍্যাঙ্কিং-এ অলরাউন্ডারদের তালিকায় অশ্বিনের স্থান ২ নম্বরে। আগামী সপ্তাহের র‍্যাঙ্কিং-এ টিম মেট জাদেজাকে (Ravindra Jadeja) টপকে যেতে পারেন টিম ইন্ডিয়ার ‘অ্যাশ।’

চেন্নাইতে ব্যাটে-বলে যে পারফর্ম্যান্স উপহার দিয়েছেন অশ্বিন, তাকে কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া। একইসাথে চলে আসছে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাথে তুলনা। ৯০টি টেস্টে ৬টি শতরান সহ ৪৮৭৬ রান করেছেন ধোনি। শতকের সংখ্যার নিরিখে অশ্বিন চেন্নাইতে ছুঁয়ে ফেলেছেন ধোনি’কে। তাঁর বর্তমান টেস্ট রান ৩৪২২। রানের নিরিখে খানিক পিছিয়ে থাকলেও অশ্বিনের সংগ্রহে থাকা ৫২২টি উইকেট তাঁকে ধোনি’র থেকে একধাপ উঁচুতে রাখছে বলে মত নেটিজেনদের। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী তিনি। লাল বলের ফর্ম্যাটে গত দশকের সেরা ম্যাচ উইনার’ও বলা হয় অশ্বিন’কে। সব দিক বিচার করেই নেটজনতাদের দাবী টেস্টে অন্তত ধোনির চেয়ে কার্যকরী ক্রিকেটার অশ্বিন।

দেখুন কি বলছেন জনসাধারণ-

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশের দর্পচূর্ণ, ২৮০ রানের ব্যবধানে বিশাল জয় ছিনিয়ে নিলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *