বৃষ্টির কারণে শুধু GT নয়, এই দলের ও পুড়লো কপাল, খালি হাতেই ফিরবে টুর্নামেন্ট থেকে !! 1

গতকাল বৃষ্টিতে ভেস্তে গিয়েছে গুজরাট টাইটান্স (GT) দলের আইপিএল ২০২৪’এর (IPL 2024) প্লে-অফে যাওয়ার স্বপ্ন। শুধুমাত্র গুজরাটে নয় চলতি আইপিএলে আরও একটি দলের কপাল পুড়তে চলেছে। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ব্যতীত এখনো পর্যন্ত বাকি কোন দল প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে পারেনি। তবে খুব শীঘ্রই জানা যাবে বাকি তিনটি দলের নাম, পয়েন্ট তালিকার বিচারে উনিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং তারা প্রথম কোয়ালিফায়ারের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়েলসের কাছে বাকি রয়েছে দুটি ম্যাচ, একটি ম্যাচ জিতলেই তারা কোয়ালিফাই করে যাবে।

সমস্যায় পড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

ipl 2024 points-table-in-bengali
RCB | Image: Getty Images

তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), ১৩ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। তাদের সঙ্গে মহা ম্যাচ হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) এবং চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ১২ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করেছে, হায়দ্রাবাদের কাছেও একটি ম্যাচ জিতলেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করার সুবিধা থাকবে। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি হতে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে সমস্যার সৃষ্টি করেছে বৃষ্টি।

Read More: “ও বড় টুর্নামেন্টে…” বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে নিয়ে বয়ান দিয়ে শিরোনামে সৌরভ গাঙ্গুলি !!

আবহাওয়ার কথা বলতে গেলে, ব্যাঙ্গালুরুতে শনিবার সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। ওইদিন বাতাসে ৭৯% আপেক্ষিক আদ্রতা দেখা যাবে এবং ১৩ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। পাশপাশি, ব্যাঙ্গালুরুতে ৯০% বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।

বৃষ্টির কারণে ভেস্তে যাবে RCB দলের প্লে-অফ খেলার স্বপ্ন

ipl-loss-vs-gt-means-game-over-for-rcb
RCB | Image: Getty Images

শনিবার বৃষ্টির জন্য খেলো ভেস্তে গেলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু উভয় দলকে ১ টি করে পয়েন্ট তুলে দেওয়া হবে। ১টি পয়েন্ট সংগ্রহ করলে চেন্নাইয়ের কাছে থাকবে ১৫ পয়েন্ট এবং ব্যাঙ্গালুরুর কাছে ১৩ পয়েন্ট থাকবে আর এই পয়েন্ট নিয়ে প্লে-অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না।

চলতি আইপিএলে বেশ দারুন কামব্যাক করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ব্যাট হাতে কোহলি এবছর অসাধারণ ছন্দে রয়েছেন। ১৩ ম্যাচে ৬৬.১ গড়ে ও ১৫৫.১৬ স্ট্রাইক রেটে কোহলির ব্যাট থেকে এসেছে ৬৬১ রান। প্রথম ৮ ম্যাচে ১ম্যাচে জিতেছে RCB এবং বাঁকি ৫ ম্যাচেই ৫ ম্যাচ জয় করে বর্তমানে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে RCB।

Read Also: IPL 2024: DC-র বিরুদ্ধে নামার আগে সমস্যায় LSG, অধিনায়কত্ব ছাড়লেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *