"ওর উপর ইটবৃষ্টি হবে..." টাইম আউট কান্ডের পর শাকিবকে সাবধান করলেন মাথিউস, করলেন এই মন্তব্য !! 1

বেশ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আর এই বিশ্বকাপে রিতিমতন চর্চায় রয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। শাকিব মানেই বিতর্ক, শাকিবকে নিয়ে এই বিশ্বকাপে শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ দলের অধিনায়ক শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে খবরের শিরোনামে উঠে এসেছেন। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচে রিতিমতন প্রশ্নের সম্মুখীন হয়েছেন শাকিব। শ্রীলঙ্কার ব্যাটসম্যান এঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews) কে টাইম আউট করার দাবি জানান বাংলাদেশি অধিনায়ক, তার নেওয়া এই সিদ্ধান্ত সমাজ সমাজমাধ্যমে তৈরি করেছে নানা প্রশ্ন।

Read More: Shakib Al Hasan: “শাকিব দেখে শেখ কিছু…” নেদারল্যান্ডের বিরুদ্ধে হেলমেট বিতর্কে জড়িয়েও রেহাই পেলেন ক্রিস ওকস, সমাজ মাধ্যমে ট্রোলের মুখে শাকিব আল হাসান !!

শাকিবকে নিয়ে চলছে সমালোচনা

Shakib al hasan, world cup 2023
Shakib Al Hasan | Image: Getty Images

শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচে দেখা গিয়েছে এই পরিস্থিতি। আসলে শ্রীলঙ্কান দলের প্রাক্তন অধিনায়ক মাথিউজ ক্রিজে আসতে দেরি করেন। ম্যাথুজের হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে গিয়েছিল। তিনি সেই কারণেই দেরিতে ক্রিজে আসেন। নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার তিন মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে বলের মোকাবিলা করতে প্রস্তুত হতে হয়। কিন্তু হেলমেট নিয়ে নাড়াচাড়া দিতেই সমস্যায় পড়েছিলেন ম্যাথিউজ। তিন মিনিটের মধ্যে হেলমেটের সমস্যা না মেটানোর জন্য মাথিউজকে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) টাইম আউটের অপরাধে আম্পায়ারের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগ নিয়ে মাথিউজ আম্পায়ার ও শাকিবকে অনুরোধও করেছিলেন। তাতেও কাজ হয়নি। শাকিব নিজের সিদ্ধান্তে ছিলেন অনড় এবং সাকিবের নেওয়া এই বিতর্কিত সিদ্ধান্ত সমাজমাধ্যমে বেশ চর্চায় রয়েছে।

মাথিউজ দিলো হুমকি

এই ঘটনায় বিশ্ব ক্রিকেটে সাড়া পড়ে গিয়েছে। এরকম আউটের ঘটনা এর আগে ঘটেনি। আর শাকিবের এই আচরণ ভালো চোখে দেখছে না ক্রিকেট বিশ্ব। এই ঘটনা নিয়ে শাকিবকে রীতিমতো হুমকি দিয়েছেন ম্যাথুজের ভাই ট্রিভিন ম্যাথুজ। শাকিবকে (Shakib Al Hasan) হুমকি দিয়ে ম্যাথুজের ভাই বলেছেন, “আমরা খুবই হতাশ। বাংলাদেশ অধিনায়কের ক্রিকেটীয় কোনো চেতনা নেই। ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেখানে শাকিব কোনো মানবতা দেখাননি। শাকিবের খেলা শ্রীলঙ্কার কোনো মানুষ দেখতে চায় না। কোনওদিন যদি শাকিব শ্রীলঙ্কায় আন্তর্জাতিক বা LPL-এর ম্যাচ খেলতে আসে, তা হলে ওকে ইট মারা হবে।”

Read More: World Cup 2023: বিশ্বকাপ চলাকলীন খারাপ খবর, অবসর নিচ্ছেন এই অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *