আইপিএল (IPL 2025) ট্রফির সংখ্যা মাত্র একটা হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) জনপ্রিয়তা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে রীতিমতো পিছনে ফেলেছে। বিরাট কোহলির (Virat Kohli) জন্য এই দলকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা যায়। তিনি দীর্ঘদিন এই দলের নেতৃত্বের দায়িত্ব পর্যন্ত সামলে ছিলেন। বিরাট ছাড়াও এবি ডিভিলিয়ার্স (AB de Villiers), ক্রিস গেলের (Chris Gayle) মতো তারকা ব্যাটসম্যান দীর্ঘ সময় ধরে আরসিবির সদস্য ছিলেন। এই বছর দীর্ঘ অপেক্ষার পর ট্রফি জয় করেছে তারা। তবে ২০২৬ আইপিএলের আগেই এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলে যেতে চলেছে। অনন্ত আম্বানি (Anant Ambani) এবার এই দল কেনার জন্য আগ্ৰহ প্রকাশ করেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: অস্ট্রেলিয়া সিরিজেই অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, ফাঁস হলো অন্দরের খবর !!
RCB কিনবেন অনন্ত আম্বানি-

২০২৬ আইপিএলের আগে সূত্র অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিক্রি হতে চলেছে। বর্তমানে এই দলের মালিকানা রয়েছে ইউনাইটেড স্পিরিট লিমিটেডের কাছে। ‘ডিয়াজিও’র সহযোগী কম্পানি হল এই ব্রিটেনের পানীয় প্রস্তুতকারী কম্পানিটি। ইতিমধ্যেই আরসিবির প্রাথমিক বাজারমূল্য সামনে এসেছে। এই বাজারমূল্য পৌঁছেছে ২ বিলিয়ন ডলারে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৭৬২ কোটি টাকা। এর মধ্যেই একাধিক জনপ্রিয় কোম্পানি এই ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য আগ্ৰহ প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময় সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালার (Adar Poonawala) নাম সামনে উঠে এসেছিল।
এবার অনন্ত আম্বানি বেঙ্গালুরু দলটি কিনতে আগ্ৰহী বলে খবর সামনে এল। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তিনি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোটো ছেলে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি। এই কম্পানি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মালিক। এবার অনন্ত আম্বানি নিজে নতুন আইপিএল দল কিনে দৃষ্টান্ত তৈরি করতে পারেন। তবে বিষয়টি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় আলোচনার মধ্যে রয়েছে। বাস্তবে কথাবার্তা কতদূর এগিয়েছে তা এখনও জানা যায়নি।
আরসিবির ট্রফি জয়-

দীর্ঘ ১৮ বছর পর প্রথমবারের মতো ট্রফি জয় করে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। এই বছর তারা নতুন অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে মাঠে নামে। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে প্রথম থেকে দুরন্ত ফর্মে ছিল বেঙ্গালুরু। ফাইনালে তারা পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়। শেষ পর্যন্ত শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দলকে ৬ রানে হারিয়ে জয় তুলে নিতে দেখা যায় রজত পাটিদারদের।
দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি একাই ১৫ ম্যাচে ৬৫৭ রান সংগ্রহ করে দলকে এগিয়ে নিয়ে যান। তবে ট্রফি জয়ের আনন্দ বিষাদে পরিবর্তন হয়ে যায়। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদযাপনের সময় বহু সংখ্যক ক্রিকেট সমর্থক স্টেডিয়ামের বাইরে এসে জমা হন। বিশৃঙ্খলার মধ্যে পদপিষ্ট হয়ে ১১ জন মানুষের মৃত্যু হয় এবং ৫৪ জন সাধারণ সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই ঘটনা আইপিএলের ইতিহাস কালো অধ্যায় হিসেবে রয়ে যাবে।