কভার ড্রাইভের ‘কিং’ কোহলি নাকি বাবর? সমাজমাধ্যমে ভাইরাল মহম্মদ আমিরের প্রতিক্রিয়া !! 1

বিরাট কোহলি (Virat Kohli) নাকি বাবর আজম (Babar Azam), বর্তমানে উপমহাদেশ তথা বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার কে? এই নিয়ে নিয়মিত তর্ক চলে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। বছর ৩৫-এর কোহলি (Virat Kohli) বাইশ গজের দুনিয়ায় কাটিয়েছেন প্রায় দেড় দশকেরও বেশী সময়। গড়েছেন বহু বিশ্বরেকর্ড। গড়েছেন রানের পাহাড়। ভারতকে জিতিয়েছেন বহু কঠিন ম্যাচ। আইসিসি’র তরফ থেকে গত দশকের সেরা ক্রিকেটারের পুরষ্কারও জিতেছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ব্যাট হাতে তাঁর সিংহাসনকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন তাহলে তিনি পাকিস্তানের বাবর আজম (Babar Azam)। ২০১৯ থেকে ২০২২-এর মাঝামাঝি সময় অবধি অফ ফর্মে ছিলেন বিরাট। আসছিলো না বড় রান। এই সময়কালে ধূমকেতুর মত উত্থান বাবরের।

অনেকেই ‘কিং কোহলি’র রাজদণ্ড হস্তান্তরের সময় আসন্ন বলে মনে করেছিলেন, কিন্তু ২০২২-এর এশিয়া কাপ থেকে ফের ছন্দে ফিরেছেন কোহলি। গত দুই বছরে এশিয়া কাপ বা বিশ্বকাপের পারফর্ম্যান্স বিচার করে অনেকেই এগিয়ে রাখছেন বিরাটকেই। এই তালিকায় পাকিস্তানের প্রাক্তনী ওয়াসিম আক্রম বা মহম্মদ আমিরও রয়েছেন। সম্প্রতি আইএলটি-২০ চলাকালীন এক সাক্ষাৎকারেও আমির বাবর-কোহলি বিতর্কে এগিয়ে রাখলেন বিরাটকেই। প্রশ্ন ছিলো কভার ড্রাইভ নিয়ে। কার কভার ড্রাইভ বেশী সুন্দর? শাহীন শাহ আফ্রিদি’কে প্রশ্ন করেছিলেন শোয়েব মালিক। সতীর্থ বাবরকে বেছে নেন শাহীন। ডেজার্ট ভাইপার্স দলে শাহীনের সাথেই খেলেন আমির (Mohammad Amir)। পাক টি-২০ অধিনায়কের মন্তব্য শুনে মুহূর্তে বদলে যায় তাঁর প্রতিক্রিয়া। যেন আকাশ থেকে পড়েছেন, এমন ভঙ্গিতে শাহীনের দিকে তাকান আমির। তাতেই পরিষ্কার যে নিজের দেশের ব্যাটিং নক্ষত্রের চেয়ে ওয়াঘার পূর্ব পারের কিংবদন্তিকেই এগিয়ে রাখছেন তিনি।

Read More: বিরুষ্কার বাড়িতে এখন যেন ‘হর-গৌরি’ জুটি, ছেলে-মেয়ের নামকরণ তেমনই দিচ্ছে ইঙ্গিত !!

দেখুন ভিডিও-

দ্বিতীয় সন্তান এসেছে কোহলির ঘরে-

Virat Kohli and Anushka Sharma | Image: Twitter
Virat Kohli and Anushka Sharma | Image: Twitter

চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় সুপারস্টার প্রথমে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমের দুটি টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। জানা গিয়েছিলো ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। পরে সিরিজের বাকি তিন টেস্ট থেকেও সরে যান তিনি। বাইশ গজে বিরাটের (Virat Kohli) অনুপস্থিতি নিয়ে চলেছিলো বিস্তর আলোচনা। প্রথমে শোনা গিয়েছিলো যে মায়ের অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন তিনি। পরে তাঁর দাদা বিকাশ কোহলি এই জল্পনা উড়িয়ে দেন। কোহলির অন্যতম প্রিয় বন্ধু ও প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) প্রথমে জানিয়েছিলেন যে দ্বিতীয়বার সন্তানের পিতা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট নক্ষত্র। পরে যদিও নিজের মন্তব্য ফিরিয়ে নেন তিনি। সমাজমাধ্যমে ক্ষমা চান কোহলি ও তাঁর পরিবারের কাছে।

শেষমেশ অবশ্য জানা গেলো যে ডিভিলিয়ার্সের বক্তব্যই সঠিক। গত ২০ ফেব্রুয়ারি এক সোশ্যাল মিডিয়া পোস্টে কোহলি ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) জানান দ্বিতীয় সন্তান জন্মের কথা। এর আগে ২০২১ সালের ১১ জানুয়ারি দম্পতির প্রথম সন্তান ভামিকা জন্ম নিয়েছিলো। পুত্র সন্তান অকায় ভূমিষ্ট হয় ১৫ ফেব্রুয়ারি। খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার ঢল নামে সোশ্যাল মিডিয়ায়। ঋদ্ধিমান সাহা, সুরেশ রায়না, মহম্মদ শামির মত ভারতীয় ক্রিকেট তারকারা শুভেচ্ছা জানান। এমনকি টেনিস কিংবদন্তি বরিস বেকারও (Boris Becker) এক্স-হ্যান্ডেলে পাঠান শুভেচ্ছা বার্তা। ‘অকায়’ নামের অর্থ নিয়ে চলে একপ্রস্থ জল্পনা। জানা গিয়েছে অকায় অর্থ কায়াহীন বা বিমূর্ত। এছাড়াও তুরস্কের ভাষায় অকায় মানে ‘চাঁদের আলো।’ চন্দ্রকিরণের মতই উজ্জ্বল হোক অকায়ের জীবন, প্রার্থনা কোহলি (Virat Kohli) ভক্তদের।

টি-২০তে দ্রুততম ১০ হাজার রান বাবর আজমের-

Babar Azam | Virat Kohli | Image: Twitter
Babar Azam | Image: Twitter

চলছে পাকিস্তান সুপার লীগ (PSL)। পেশোয়ার জালমি’র হয়ে মাঠে নামছেন বাবর আজম (Babar Azam)। গতকাল করাচী কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিলো পেশোয়ারের। কিয়েরণ পোলার্ডের ব্যাটিং বিক্রমে পেশোয়ার ম্যাচ হারলেও রেকর্ড বইয়ের পাতায় নাম লেখালেন পাক ব্যাটিং তারকা বাবর আজম। সবধরণের ক্রিকেট মিলিয়ে টি-২০’র আঙিনায় ১০০০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে মাত্র ৬ রান প্রয়োজন ছিলো বাবরের (Babar Azam)। তিনি করেন ৫২ বলে ৭১ রান। ২৭১তম ইনিংসে ১০০০০ রানের গণ্ডী পেরোলেন বাবর। ১৩তম ক্রিকেটার হিসেবে কুড়ি-বিশের খেলায় ১০০০০ রান করলেন তিনি। একই সঙ্গে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডও ভাঙেন তিনি। টপকে যান ক্রিস গেইলকে (২৮৫ ইনিংস) ও বিরাট কোহলিকে (২৯৯ ইনিংস)। যদিও স্ট্রাইক রেটের নিরিখে সকলের পিছনে রয়েছেন তিনি।

Also Read: এই ভারতীয় তারকার জন্যই টেস্ট দলে সুযোগ পান সরফরাজ, রোহিত-দ্রাবিড় একদমই ছিলেন না রাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *