এই ভারতীয় তারকার জন্যই টেস্ট দলে সুযোগ পান সরফরাজ, রোহিত-দ্রাবিড় একদমই ছিলেন না রাজি !! 1

IND vs ENG: রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হওয়া সরফরাজ খান নিজের প্রথম ম্যাচেই জাত চিনিয়ে দিয়েছে। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে হাফসেঞ্চুরি। তবে এখন শোনা যাচ্ছে সরফরাজকে ভারতীয় দলে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। এই ম্যাচ নিয়ে বলতে গিয়ে বড় খোলসা করেছেন তরুণ ব্যাটসম্যানের বাবা নওশাদ খান। এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়ে দেন, সূর্যকুমার যাদব না থাকলে হয়তো তৃতীয় টেস্টে দলেই সুযোগ পেতেন না সরফরাজ।

সূর্যকুমার যাদবের কারণেই সুযোগটা হয়েছে

এই ভারতীয় তারকার জন্যই টেস্ট দলে সুযোগ পান সরফরাজ, রোহিত-দ্রাবিড় একদমই ছিলেন না রাজি !! 2
Suryakumar Yadav | Image: Getty Images

সূত্রের খবর রাজকোট টেস্টে এমনি এমনি ভারতের প্রথম দলে সুযোগ পাননি সরফরাজ খান। সরফরাজকে দলে নেওয়ার জন্য লড়াই করেছেন সূর্যকুমার যাদব। আসলে অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে কোচ রাহুল দ্রাবিড় কেউই তাকে দলে নিতে চাননি। সূর্য অধিনায়ক রোহিতকে বুঝিয়ে সরফরাজকে দলে জায়গা করিয়ে দেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে পারেন এই ডানহাতি ব্যাটসম্যান

সূর্যের জন্য মাঠে যান নওশাদ খান

এই ভারতীয় তারকার জন্যই টেস্ট দলে সুযোগ পান সরফরাজ, রোহিত-দ্রাবিড় একদমই ছিলেন না রাজি !! 3

সরফরাজ খানের বাবা নওশাদ খান জানিয়েছেন যে তিনি সরফরাজ খানের অভিষেক ম্যাচে যেতে চাননি। কিন্তু সূর্যকুমার যাদবের একটি বার্তার কারণে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তিনি জানিয়ে দেন, “প্রথম দিকে ভেবেছিলাম অসুস্থ থাকায় মাঠে আসব না। ভেবেছিলাম মুম্বাইয়ে থাকব। কিন্তু সূর্যকুমার যাদব এর জন্য আমি গিয়েছিলাম। সূর্য বোঝালেন এবং বললেন যে স্যার দয়া করে সেখানে যান। এমন সুযোগ বারবার আসে না। জীবনে একবারই আসে। সরফরাজেরও ভালো লাগবে। সূর্যের এই বার্তাটি আমার মনে গলিয়ে দেয়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *