আগামী সপ্তাহে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচের জন্য স্কোয়াড নির্বাচন করেছে বিসিসিআই (BCCI)। নির্বাচিত স্কোয়াডে ভারতীয় দলের পেস আক্রমণে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) সঙ্গ দেবেন যশ দয়াল (Yash Dayal) এবং বাংলার আকাশ দীপ (Akash Deep)। চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি (Mohammed Shami) তাই দলের তৃতীয় পেসারকে বেছে নিতে সমস্যার মুখে পড়ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আকাশদীপ
তবে দলীপ ট্রফির প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছেন আকাশ দীপ এবং ৯ উইকেট তুলে নিয়ে তিনি ভারতীয় জাতীয় দলে জায়গা পাকা করে ফেলেছেন। প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। দলে সুযোগ পেয়ে তিনি সুযোগের সদ্ব্যবহার করতে চাইছেন। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আকাশ টেস্ট ক্রিকেটে তার অভিষেক করে ফেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখা গিয়েছিল আকাশের থেকে।
Read More: Jasprit Bumrah: বুমরাহ’র প্রতি বিরূপ বিসিসিআই? তারকা পেসারের সহ-অধিনায়কত্ব হারানোর কারণ এলো প্রকাশ্যে !!
আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুত আকাশ। মন্তব্য করে তিনি জানিয়েছেন, “আমাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এখন শামি ভাই দলে নেই, ওনার জায়গাটা দখল করাটা সহজ নয়। নির্বাচকরা আমার উপর ভরসা দেখিয়েছেন। আমি সুযোগ পেলে (প্রথম টেস্টে) নির্বাচকদের ভরসার দাম দেওয়ার চেষ্টা করব।”
বুমরাহের প্রশংসা পঞ্চমুখ আকাশ
পাশাপশি, আকাশ জানিয়েছেন নিজেকে আরও সঠিক বানাতে তিনি বেশ কয়েকজন বোলারকে অনুসরণ করছেন। আর কিংবদন্তি তারকা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে মন্তব্য করে আকাশ বলেছেন, “প্রতিটি বোলার এক একজনের থেকে ভিন্ন, সবাই নিজের মতন করেই উইকেট পেতে চান। বুমরাহ ভাই অল্প বয়সেই কিংবদন্তি হয়ে উঠেছেন। ভগবান অন্য ভাবেই বুমরাহ ভাইকে বানিয়েছেন, ওনার থেকে অনেক কিছুই শেখার রয়েছে।”
IANS Exclusive
Watch: Indian pacer Akash Deep says, “…Bumrah bhai ko bhagwan ne alag hi bana k bheja hai, he is a world class bowler. It is an honour to be in the Test team with Siraj bhai and Bumrah bhai against Bangladesh…” pic.twitter.com/didxqE9lUm
— IANS (@ians_india) September 11, 2024
তবে শুধু বুমরাহ নয়, ভারতের সিরাজ দক্ষিণ আফ্রিকার রাবাডা’দের থেকে শেখার চেষ্টা করেন তিনি। মন্তব্য করে তিনি বলেছেন, “আমি কাগিসো রাবাডাকে ও মহম্মদ সিরাজের কাছে শেখার চেষ্টা করি। অনেক বোলারদের থেকেই ছোট ছোট কিছু শিখতে থাকি। তবে আমি কাউকে অন্ধের মতন অনুসরণ করি না। নিজের মতো করে বোলিং করার চেষ্টা করি।”