ajay-jadeja-on-ind-stars-not-skipping-ipl

IPL: ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ শব্দটি এখন ক্রিকেটের আঙিনায় বহুল ব্যবহৃত। অতিরিক্ত ক্রিকেটের ধকল থেকে রক্ষা পেতে কখনওসখনও এক বা দুই সিরিজ থেকে প্রায়শই সরে দাঁড়াতে দেখা যায় ক্রিকেটারদের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে কোনো নির্দিষ্ট ফর্ম্যাটকে বিদায় জানানোর ঘটনাও নতুন নয়। এর আগে দক্ষিণ আফ্রিকার ক্যুইন্টড ডি কক (Quinton de Kock) সরে দাঁড়িয়েছেন টেস্ট ও ওডিআই থেকে। বেন স্টোকস’ও (Ben Stokes) সরে গিয়েছিলেন ওডিআই থেকে। ভারতীয় তারকাদেরও এহেন ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ কারণে প্রায়শই সরে দাঁড়াতে দেখা যায় নানাবিধ সিরিজ থেকে। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা টি-২০ ক্রিকেট খেলেন নি। ফোকাস রেখেছেন ওডিআই ও টেস্ট ক্রিকেটে।

আন্তর্জাতিক টি-২০ থেকে সরে থাকলেও আইপিএল (IPL) থেকে বিশ্রাম কিন্তু নেন নি ভারতের কোনো তারকাই। কোটিপতি লীগের পুরোটাই তাঁরা খেলেছেন। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের শোচনীয় পরাজয়ের পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) রোটেশন পলিসি নিয়ে সরব হয়েছিলেন অজয় জাদেজা (Ajay Jadeja)। তুলোধোনা করেছিলেন টিম ম্যানেজমেন্টকে। এরপর এক বছর কেটে গেলেও বদলায় নি কিছুই। বাইরের দেশের তারকারা যখন আন্তর্জাতিক সাফল্যের সন্ধানে আইপিএল থেকে সরে দাঁড়ান এক বা দুই মরসুমের জন্য, তখন ভারতীয় তারকাদের ক্ষেত্রে দেখা যায় উল্টোটা। বিদেশীরা পারেন, কিন্তু ভারতীয় তারকারা কেন এড়াতে পারেন না আইপিএলে হাতছানি? উত্তর খোঁজার চেষ্টা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী জাদেজা (Ajay Jadeja)।

Read More: IPL 2024: রিটেন হয়ে ভুল করেছে এই ৩ খেলোয়াড়, নিলামে অংশ নিলে হতো লক্ষ্মীলাভ !!

IPL না জাতীয় দল? বিতর্কে অংশ নিলেন অজয় জাদেজা-

Ajay Jadeja | IPL | Image: Twitter
Ajay Jadeja | Image: Twitter

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখা গিয়েছে টি-২০ ও ওডিআই দলে নেই একঝাঁক সিনিয়র। সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তা সত্ত্বেও কোহলি, রোহিত, বুমরাহ’রা বিশ্রামকেই বেছে নিয়েছেন। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে বিরাট (Virat Kohli) ও রোহিত (Rohit Sharma) নিজেদের থেকেই তাঁদের কাছে সাদা বলের ফর্ম্যাট থেকে বিরতি চেয়ে নিয়েছেন। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ জন্য দেশের জার্সিকে আপাতত দূরে রাখলেও এপ্রিল ও মে মাসে আইপিএল খেলা নিয়ে তাঁদের আপত্তি নেই। সম্প্রতি স্পোর্টস তক’কে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল (IPL) ও ভারতীয় তারকাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন অজয় জাদেজা।

হার্দিক পান্ডিয়াকে ফেরানো হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলে। শোনা যাচ্ছে আগামী মরসুমে অধিনায়ক হতে চলেছেন তিনিই। ভাসছে সূর্যকুমার যাদবের নাম’ও (Suryakumar Yadav)। সেই প্রসঙ্গেই এগোচ্ছিলো কথা। টি-২০ বিশ্বকাপে অধিনায়ক যে রোহিত থাকছেন, তা জানা গিয়েছে বোর্ড সূত্রে। সঞ্চালক জাদেজাকে (Ajay Jadeja) প্রশ্ন করেন, “ভারতের অধিনায়ক পদে যখন রোহিত থাকছেন, তখন মুম্বই ইন্ডিয়ান্সে নয় কেন?” উত্তরে জাদেজা জানান, “হয়ত বিশ্রাম নিতে চান।” পালটা প্রশ্ন করেন সঞ্চালক, “আইপিএল থেকে কে আর বিশ্রাম নেয়? ভারতের সিরিজে বিশ্রাম নেওয়া যেতে পারে, আইপিএলে কখনও নয়।” এরপর তিনি স্টার্ক (Mitchell Starc), কামিন্স, স্টোকসদের (Ben Stokes) মত বিদেশী ক্রিকেটারদের উদাহরণ দেন। যাঁরা কিনা স্বেচ্ছায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন কখনও। অ্যাসেজ বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে অধিক গুরুত্ব দিয়েছেন।

ভারতীয় ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়ে জাদেজা (Ajay Jadeja) পালটা প্রশ্ন করেন, “স্টার্ককে কখনও বিবিএল না খেলতে দেখেছ?” সঞ্চালকের উত্তর ধাঁধায় ফেলে দেয় তাঁকে। সঞ্চালক অজয় জাদেজাকে জানান, “ও তো বিবিএল প্রায় খেলেই না বলা চলে। কারণ যখন বিবিএল চলে তার সমান্তরালে অস্ট্রেলিয়ার সিরিজ চলতে থাকে। এর জন্য অর্ধেকের বেশী জাতীয় দলের তারকা তো খেলেনই না বিবিএল। ওরা বিবিএল চলে পাঁচ মাস। আর সেই সময়টায় অস্ট্রেলিয়া অ্যাসেজ, বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে থাকে। ওখানে বাইরের ক্রিকেটাররাই বরং বেশী খেলেন।” জাদেজার (Ajay Jadeja) মুখের অভিব্যক্তিই বলে দিয়েছে যে যুতসই উত্তর নেই তাঁর ঝুলিতে। সাক্ষাৎকারের অন্তিম পর্যায়ে তিনি বলেন, “সূর্যকুমার তাহলে এবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতা হতে পারেন। যদি হন তাহলে বড় খবর হবে।”

দেখে নিন অজয় জাদেজার সাক্ষাৎকারটি-

Also Read: IPL 2024: এই ৩ খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেললো গুজরাট টাইটান্স, থাকতে হবে খালি হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *