IPL 2024: এই ৩ খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেললো গুজরাট টাইটান্স, থাকতে হবে খালি হাতে !! 1

IPL 2024: আইপিএল ২০২৪-এর প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে। সব ফ্র্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়দের ধরে রাখতে ও ছেড়ে দিতে ২৬ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। তার মধ্যেই সেই তালিকা প্রকাশও করে দিয়েছে প্রতিটা শিবির। সব দলই নিয়ম মেনে দলের ‘হিট’ খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি বেশ কিছু প্লেয়ারকে ছেড়েও দিয়েছে। চলতি বছর ডিসেম্বর মাসের ১৯ তারিখ আসন্ন আইপিএলের নিলাম হবে। মিনি নিলামের কারণে, এই বছর ফ্র্যাঞ্চাইজি তাদের মাত্র কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তাদের প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হওয়া গুজরাট টাইটান্স এই বছর তাদের ৩ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। ভালো খেলোয়াড়ের নামও রয়েছে এই তালিকায়। তবে এই তিনজন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেলেছে গুজরাট টাইটান্স দল।

হার্দিক পান্ডিয়া

IPL 2024: এই ৩ খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেললো গুজরাট টাইটান্স, থাকতে হবে খালি হাতে !! 2

গত দুই মরশুম ধরে আইপিএলের আঙিনায় দুর্দান্ত ক্রিকেট খেলছে গুজরাট টাইটান্স। ২০২২ সাল, অর্থাৎ নিজেদের প্রথম বছরেই চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২৩ সালের আইপিএলে দুরন্ত ক্রিকেটের নমুনা রেখে ফাইনালে ওঠে তারা। আর এই দু’বছরের সাফল্যের পিছনে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অবদান ভোলার নয়। তিনি নিজের হাতে এই গুজরাট দলটিকে গড়ে তুলেছেন। এ দেন অধিনায়ককে এ বছর ছেড়ে দিয়েছে গুজরাট। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিককে নিয়ে ট্রেড করেছে তারা। এই পরিবর্তনটা করে গুজরাট কি ঠিক কাজ করেছে? ওয়াকিবহাল মহলের ধারণা অধিনায়ককে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেলেছে গুজরাট ম্যানেজমেন্ট। আর এর ফলে গুজরাট শিবির শেষ চারে জায়গা করে নিতে না পারলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

আলজারি জোসেফ

IPL 2024: এই ৩ খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেললো গুজরাট টাইটান্স, থাকতে হবে খালি হাতে !! 3

এই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের নামও। জোসেফকে ফ্র্যাঞ্চাইজি ২.৪ কোটি টাকায় কিনেছিল। তিনি দলের হয়ে বেশ কিছু ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ফ্র্যাঞ্চাইজি এই বছর তাকে মুক্তি দিয়ে দিয়েছে। তবে আলজারি জোসেফকে দল থেকে ছেড়ে দেওয়া মোটেও ঠিক সিদ্ধান্ত নয়। আসলে বোলিং বিভাগে আলজারি জোসেফ দুটি মরশুম ধরে গুজরাটের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিডল ওভারে তার স্পেলের মাধ্যমে বেশ কিছু উইকেট তুলে নেয় গুজরাট শিবির। এর পাশাপাশি জুটি ভাঙায় তিনি সিদ্ধহস্ত। এর পাশাপাশি ব্যাট হাতেও স্লগ ওভারে বেশ কিছু রান তুলে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধহস্ত তিনি। সব মিলিয়ে এমন একজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার গুজরাটের জন্য বড় ভুল প্রমাণিত হতে পারে।

দাসুন শানাকা

IPL 2024: এই ৩ খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেললো গুজরাট টাইটান্স, থাকতে হবে খালি হাতে !! 4

২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্স আহত খেলোয়াড় কেন উইলিয়ামসনের জায়গায় শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে নেয়। তবে একটি মরশুমের পরেই শ্রীলঙ্কা দলের আধিনায়ককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট। তবে তার মতো একজন খেলোয়াড়কে দল থেকে ছেড়ে দেওয়া মোটেও ঠিক কাজ হয়নি। আসলে এই মরশুমে দলের অধিনায়ক তথা নামজাদা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়েছে তারা। তার পাশাপাশি শানাকাকে ছেড়ে দেওয়াটা বড় রিস্ক। ব্যাট ও বল হাতে যে কোন সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা শানাকা যে কোন সময় ম্যাচ উইনার হয়ে ওটার ক্ষমতা রাখেন। হার্দিকের ফেলে যাওয়া জায়গাটা ভালোই পূরণ করতে পারেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *