হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর রোহিত শর্মা কুড়ি-বিশের ফর্ম্যাটকে বিদায় জানানোর পর ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন এই দুই তারকাই। সকলের নজর ছিলো আসন্ন শ্রীলঙ্কা সফরের দিকে। দু’জনের মধ্যে কাকে নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়, সেই প্রশ্নের জবাব মেলার কথা ছিলো স্কোয়াড ঘোষণার পরই। অবশেষে ১৫ সদস্যের দল সামনে আসার পরেই পরিষ্কার হয়ে যায় চিত্রটা। হার্দিককে পিছনে ফেলে স্থায়ী অধিনায়ক হওয়ার দৌড়ে বাজিমাত করেন সূর্যকুমার যাদবই (Suryakumar Yadav)। আচমকা কেন বাদ পড়লেন তারকা অলরাউন্ডার? কেনই বা বেছে নেওয়া হলো সূর্যকে? নির্বাচনের নেপথ্যে কি নতুন কোচ গৌতম গম্ভীর? এমনই সব প্রশ্ন গত কয়েকদিন শোনা যাচ্ছিলো ক্রিকেটমহলের অলিন্দে। আজ সাংবাদিক বৈঠকে যাবতীয় ধোঁয়াশা দূর করলেন মুখ নির্বাচক অজিত আগরকার।
Read More: কোহলির সাথে প্রতারণা করেছে BCCI, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেটমহল !!
ফিটনেস সমস্যা পিছিয়ে দিয়েছে হার্দিক’কে-
২০২২ আইপিএলে (IPl) নেতা হিসেবে গুজরাত টাইটান্সকে (GT) ট্রফি দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তারপর থেকেই সাদা বলের দুই ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে তাঁকে ‘গ্রুম’ করার কথা ভেবেছিলো ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা’র অনুপস্থিতিতে প্রথমবার অধিনায়কত্ব করেন হার্দিক। সেই সিরিজে জেতে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশ সফরেও টি-২০ অধিনায়কত্ব সামলেছেন তিনি। ঘরের মাঠেও শ্রীলঙ্কা ও কিউইদের মুখোমুখি হয়েছেন নেতা হিসেবে। এমনকি ২০২৩-এর মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশের মাঠে টি-২০তে নেতৃত্ব দিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) টি-২০ থেকে অবসর নেওয়ার পর স্থায়ী নেতার পদে বসানো হলো না তাঁকে।
আজ সাংবাদিক সম্মেলনে হার্দিকের (Hardik Pandya) নেতৃত্ব হারানোর কারণ জিজ্ঞেস করা হয়েছিলো মুখ্য নির্বাচন অজিত আগরকারকে। তিনি তারকা অলরাউন্ডারের ফিটনেস সমস্যার কথাই বারবার উল্লেখ করেন। দল যে এমন একজন অধিনায়ক চাইছে যিনি সিংহভাগ ম্যাচে স্কোয়াডের সাথে উপস্থিত থাকবেন, তা স্পষ্ট করেছেন নির্বাচক কমিটির প্রধান। পক্ষান্তরে হার্দিক বরাবরই চোটপ্রবরণ। গত বছর ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) চলাকালীনই নিজের বোলিং-এর ফলো থ্রু’তে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। যার ফলে প্রায় ছয় মাস ছিলেন মাঠের বাইরে। অতীতেও বারবার চোটের জন্য বহু ম্যাচ ‘মিস’ করেছেন তিনি। আগামীতে চোটের জন্য যাতে অধিনায়কশূন্য হয়ে না পড়ে দল, তা নিশ্চিত করতেই দায়িত্ব দেওয়া হয় নি হার্দিকের হাতে।
দলের পছন্দের নেতা সূর্য’ই, বলছেন আগরকার-
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথমবার দেশকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদেশের মাঠেও তাঁর হাতেই দেওয়া হয়েছিলো দায়িত্ব। টি-২০ বিশ্বকাপের পর রোহিত (Rohit Sharma) অবসর নেওয়ায় পূর্ণ সময়ের জন্য অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফর দিয়ে যাত্রা শুরু করতে চলেছেন নেতা হিসেবে। হার্দিক, বুমরাহদের মত সিনিয়রদের বাদ দিয়ে কেন সূর্যকুমারকেই (Suryakumar Yadav) বেছে নেওয়া হলো? প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে আজ শোনা গিয়েছে মুখ্য নির্বাচক অজিত আগরকারকে। সাংবাদিকদের তিনি জানান, “দলের অভ্যন্তর থেকে আমাদের কাছে এমনই বার্তা এসেছিলো। নেতা হিসেবে যে গুণগুলো আমরা খুঁজছিলাম তা ওর (সূর্যকুমার যাদব) মধ্যে রয়েছে…”
তিনি আরও বলেন, “…একজন অধিনায়ককে অধিকাংশ ম্যাচে মাঠে তো থাকতে হবে। আর ওর টি-২০ ব্যাটিং নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই আপাতত।” তাঁর নিশানায় হার্দিকের চোটপ্রবণতা। ভবিষ্যৎ নেতা হিসেবে বোর্ডের পছন্দের তালিকায় যে রয়েছেন শুভমান গিল (Shubman Gill), তা বুঝিয়ে দিয়েছেন আগরকার। আপাতত ওডিআই ও টি-২০, দুই ফর্ম্যাটেই তাঁকে সহ-অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচক জানান, “যখন হার্দিক গত বছর আহত হয়, সেই সময়টা সত্যিই চ্যালেঞ্জিং ছিলো আমাদের কাছে। সেই পরিস্থিতিতে যাতে আর না পড়তে হয় তাই শুভমানকে তৈরি রাখা হচ্ছে। রোহিত থাকতে থাকতে আমরা চাই যে ও (নেতৃত্ব) শিখে যাক। কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে গত কয়েক বছরে ওর (শুভমান) মধ্যে অনেক ভালো গুণ আমাদের চোখে পড়েছে।”