ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রবিন্দুতে আরও একবার জায়গা করে নিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাথে নিয়মিত কাজ করেন তিনি। তাঁর নানান মন্তব্য নিয়ে মাঝেসাঝেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বিশেষত পাকিস্তান সমর্থকদের সাথে বিভিন্ন সময় কথার লড়াইতে তাঁকে জড়াতে দেখা গিয়েছে। আফগানিস্তান ক্রিকেটারদের সাথে ইরফানের (Irfan Pathan) নাচের ভিডিও’ও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কিন্তু এবার মাঠ সম্পর্কীত কোনো কারণে নয়, বরং মাঠের বাইরে, তাঁর ব্যক্তিগত জীবন চলে এসেছে আতসকাঁচের তলায়। নেপথ্যে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh)।
ইরফান (Irfan Pathan) এখন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। স্ত্রী সাফা বেগ (Safa Baig) ও দুই পুত্র ইমরান খান পাঠান ও সুলেমান খান’কে নিয়ে সুখী পরিবার তাঁর। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইরফান ও সাফা। ইরফানের বিবাহপূর্ব জীবনের এক অধ্যায়ের উপর থেকে পর্দা সরেছে অভিনেত্রী পায়েল ঘোষের (Payal Ghosh) সৌজন্যে। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে পায়েল জোরালো দাবী করেছেন যে একটা সময় ভারতীয় অলরাউন্ডারের সাথে প্রেমের সম্পর্ক ছিলো তাঁর। এমনকি গোটা বিষয়টির সাথে নাম জড়িয়ে গিয়েছে প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর এবং উত্তর দিল্লী লোকসভা আসনের সাংসদ গৌতম গম্ভীরের’ও (Gautam Gambhir)।
Read More: IND vs AUS: চতুর্থ টি-২০’র জন্য নতুন দল ঘোষণা ভারতের, এই দুর্দান্ত ক্রিকেটার পেলেন সুযোগ !!
ইরফানের সাথে প্রেম ভাঙার গল্প জানালেন পায়েল-

গোটা ঘটনার সুত্রপাত পায়েলের (Payal Ghosh) একটি ট্যুইট থেকে। তিনি লেখেন, “গৌতম গম্ভীর থেকে অক্ষর কুমার সকলেই আমার পিছনে পড়েছিলেন, কিন্তু আমি একমাত্র ইরফান পাঠানকেই ভালোবেসেছিলাম। ও ছাড়া আর কারও দিকে তাকাই নি। ইরফান’কে আমি সকলের ব্যাপারেই বলতাম। ওদের মিসড কল দেখাতাম। আমি কেবল ইরফানকেই ভালোবেসেছি। আর কাউকে না।” পায়েলের (Payal Ghosh) এই ট্যুইট ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই উল্লেখ করেন যে ইরফান বিবাহিত। তাঁর বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে। কোন সময় তাঁদের সম্পর্ক ছিলো? ওঠে প্রশ্নে। অভিনেত্রীর তুরন্ত জবা, “ইরফান ২০১৬ সালে বিয়ে করেছেন। আমাদের সম্পর্ক ছিলো ২০১১ থেকে।”
Gautam Gambhir mujhe regularly miscall dete the , yeh Irfan ko bohot achhi ta rah pata tha , woh mera sab calls check karta tha .. woh yeh baat mere Samna Yusuf bhai, Hardik Aur Krunal Pandya ko bhi bataya tha jab main irfan ko Pune mein Milne gayi thi.. Domestic match tha…
— Payal Ghoshॐ (@iampayalghosh) December 1, 2023
কেকেআর মেন্টর গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে বিস্তারিত ভাবে মুখ খুলেছেন পায়েল ঘোষ। ট্যুইট বার্তায় লেখেন, “গৌতম গম্ভীর আমায় নিয়মিত মিসড কল করত। এটা ইরফান খুব ভালো ভাবেই জানত। ইরফান আমার সব কল খুঁতিয়ে দেখত। এই কথাটা আমার সামনেই ও ইউসুফ ভাই (পাঠান), ক্রুনাল (পান্ডিয়া) ও হার্দিক (পান্ডিয়া)’কেও বলেছিলো যখন আমি পুনেতে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। বরোদার ঘরোয়া ম্যাচ ছিলো তখন।” প্রেম ভাঙলেও প্রাক্তনের প্রতি ভালোবাসা রয়েই গিয়েছে পায়েলের মনে। তিনি ইরফানের (Irfan Pathan) সাথে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “ব্রেক আপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেক বছর কোনো কাজই করতে পারি নি। কিন্তু ও একমাত্র মানুষ যাঁকে আমি ভালোবেসেছিলাম। তারপর আর কাউকে ভালোবাসতে পারি নি।”
দেখে নিন পায়েলের ট্যুইট’টি-
After we broke up … I fell ill .. I couldn’t work for years… but he was the only guy whom I loved… after that I never loved anybody 🥲 pic.twitter.com/vKRYWJl0Ti
— Payal Ghoshॐ (@iampayalghosh) December 1, 2023