T20 বিশ্বকাপে ভারতের চমক অভিষেক শর্মা, এই ‘ফ্লপ’ তারকার বদলে সামিল হচ্ছেন স্কোয়াডে !! 1

শেষের পথে আইপিএল (IPL)। বাকি আর মাত্র গুটিকয়েক ম্যাচ। আপাতত ক্রিকেটজনতার ফোকাস সরতে শুরু করেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দিকে। ২ জুন থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। এগারো বছর ধরে আইসিসি ট্রফিহীন টিম ইন্ডিয়া (Team India) এবার খেতাব জিততে বদ্ধপরিকর। ঘোষিত সূচি অনুযায়ী তাদের অভিযান শুরু হচ্ছে ৫ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে ৯, ১২ ও ১৫ জুন তাদের মুখোমুখি হতে হবে যথাক্রমে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে। গত ৩০ এপ্রিল স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দিনকয়েকের মধ্যেই আমেরিকা উড়ে যাবে দল। ক্রিকেটমহলে কান পাতলে শোনা যাচ্ছে শেষ মুহূর্তে দলে দেখা যেতে পারে কিছু রদবদল। সুযোগ পেতে পারেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।

Read More: বিশ্বকাপ দলে হঠাৎ সুযোগ পেলেন দিল্লির এই ব্যাটসম্যান, কাঁপাতে চলেছেন বিশ্ব ক্রিকেটের মঞ্চ !!

রানের মধ্যে নেই যশস্বী জয়সওয়াল-

Yashasvi Jaiswal | T20 World Cup | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

গত মরসুমে উল্কার গতিতে উত্থান হয়েছিলো যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। মুম্বইয়ের বাম হাতি ব্যাটার আইপিএলে (IPL) ১৪ ম্যাচে ৬২৫ রান করে জায়গা করে নিয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়। দ্রুত জাতীয় দলের দোরগোড়াতেও পৌঁছে যান তিনি। ভারতের হয়ে সুযোগ পান টেস্ট ও টি-২০ দলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই করেন শতরান। টি-২০তেও নজর কাড়েন তিনি। এশিয়ান গেমসে (Asian Games) কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের হয়ে কনিষ্ঠতম শতরানকারী ব্যাটারের তকমাও পান যশস্বী (Yashasvi Jaiswal)। ভালো খেলেছিলেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত দলের বিরুদ্ধে। এরপর ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনবদ্য পারফর্ম করেন তিনি। করেন জোড়া দ্বিশতক।

ইংল্যান্ড সিরিজে রানের পাহাড় গড়ার পর ২০২৪-এর আইপিএলেও যশস্বীকে (Yashasvi Jaiswal) নিয়ে আশায় ছিলেন ক্রিকেটজনতা। কিন্তু রাজস্থান রয়্যালস জার্সিতে মোটেই ধারাবাহিক হতে পারেন নি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি শতরান ছাড়া একটিও বড় ইনিংস আসে নি তাঁর ব্যাট থেকে। অধিকাংশ ম্যাচেই আউট হয়েছেন ইনিংসের গোড়াতেই। ২৯ গড়ে ১৩ ইনিংসে তিনি করতে পেরেছেন ৩৪৮ রান। প্লে-অফের আগে তাঁর অফ ফর্ম যেমন চিন্তায় ফেলেছে রাজস্থান রয়্যালসকে (RR), তেমনই যশস্বীর ব্যাটে রান খরা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে ভাবিয়ে তুলেছে ভারত সমর্থকদেরও। অনেকেই মনে করছেন ছন্দ হারানো যশস্বীকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কঠিন পরীক্ষার মুখে না ফেলে আপাতত দলের বাইরে রাখাই মঙ্গল।

ভারতের ভরসা হতে পারেন অভিষেক-

Abhishek Sharma | T20 World Cup | Image: Getty Images
Abhishek Sharma | Image: Getty Images

যশস্বী জয়সওয়ালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন নিঃশব্দে তাঁর বিকল্প হিসেবে নিজেকে ক্রিকেটমহলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াডে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। যশস্বী না খেললে ওপেনার হিসেবে তাঁকেও সুযোগ দিয়ে দেখতে পারেন কোচ রাহুল দ্রাবিড়, কিন্তু বিশেষজ্ঞদের অনেকেরই মত যে জায়গা প্রাপ্য অভিষেক শর্মা’র। পাঞ্জাবের তরুণ গত কয়েক মরসুমে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ হয়ে উঠেছেন। লিস্ট-এ ক্রিকেটে যে কোনো ভারতীয়ের করা দ্রুততম শতরানটির মালিকও তিনি। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) জার্সি গায়ে ট্র্যাভিস হেডের সাথে তাঁর জুটি ভয় ধরিয়েছে প্রতিপক্ষের মনে।

অভিষেক চলতি আইপিএলে (IPL) এখনও অবধি খেলেছেন ১৩টি ম্যাচ। প্রায় ৩৯ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬৭ রান। এবারের টুর্নামেন্টে মোট ৩৫টি ছক্কা মেরেছেন তিনি। পিছনে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের তাবড় তারকাকে। আধুনিক টি-২০ ক্রিকেটের মত দ্রুতগতির খেলায় বিশেষ কার্যকরী হতে পারে অভিষেকের (Abhishek Sharma) ধুন্ধুমার ব্যাটিং। এবারের আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ২১০-এর কাছাকাছি। যা কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup) খেলার যোগ্য দাবীদার করে তুলেছে অভিষেককে। তাঁর মেন্টর যুবরাজ সিং টিম ইন্ডিয়াকে ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ ও ২০১১-এর ওডিআই বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। গুরুর পথ ধরে হেঁটে ভারতকে আবারও ট্রফি জেতাতে পারেন অভিষেক, আপাতত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Also Read: T20 বিশ্বকাপে নেই শিবম দুবে, ভারতীয় স্কোয়াডে সামিল এই দুর্দান্ত ‘ফিনিশার’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *