টিম ইন্ডিয়াতে ফিরছেন অভিষেক ও ঋতুরাজ, এই দুই তারকার বিকল্প হিসেবে নামবেন মাঠে !! 1

দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গত মাসে তারা জিতেছিলো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সিনিয়রদের মধ্যে অনেকে এরপর সরে দাঁড়ালেও জিম্বাবুয়ের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজ জয়ে কোনো রকম বাধার সম্মুখীন হতে হয় নি দল’কে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও দাপট ধরে রাখলো ‘মেন ইন ব্লু।’ গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরপর দুই দিন দুটি ম্যাচ সহজেই জিতে নিয়ে সিরিজ মুঠোবন্দী করলো তারা। উচ্ছ্বাসের আবহ ক্রিকেটমহলে। নতুন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও নতুন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব প্রত্যাশার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছেন সসম্মানে। টিম ইন্ডিয়ার সাফল্য উদ্‌যাপনের মাঝে কাঁটার মত কেবল বিঁধছে ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মা’র অনুপস্থিতি।

Read More: “ওর সাথে আমার…” হার্দিকের সাথে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট রাশিয়ান অভিনেত্রী !!

শ্রীলঙ্কা সফরে সুযোগ পান নি অভিষেক-ঋতুরাজ-

Ruturaj Gaikwad | Team India | Image: Getty Images
Ruturaj Gaikwad | Image: Getty Images

গত কয়েক মরসুম ধরেই দেশের ক্রিকেটীয় বৃত্তে পরিচিত নাম ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। মহারাষ্ট্রের খেলোয়াড় ২০২১-এর আইপিএলে জিতেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন। এরপরেই প্রথমবার জাতীয় দলের ডাক আসে তাঁর সামনে। পরে যদিও বাদ পড়তে হয়েছিলো। দ্বিতীয় সুযোগ মেলে ২০২৩-এর এশিয়ান গেমসে। তাঁর নেতৃত্বে সোনা জেতে টিম ইন্ডিয়া (Team India)। এরপর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে করেন শতরান। ফের ছেঁটে ফেলা হয় তাঁকে। ২০২৪-এর আইপিএলে ভালো পারফর্ম করার পর জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন ঋতুরাজ (Ruturaj Gaikwad)। ৭৭ ও ৪৯ রানের দুটি চমৎকার ইনিংস খেলেন তিনি। তারপরেও অবশ্য কেরিয়ারের ওঠানামা বন্ধ হয় নি তাঁর। বাদ পড়েছেন শ্রীলঙ্কা সিরিজে।

ঋতুরাজ বাদ পড়ায় ক্ষুব্ধ প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি স্পষ্টই বলেন, “সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই নিয়মিত হওয়া উচিৎ ঋতুরাজের।” ভালো খেলেও বাদ পড়ার তালিকায় নাম লিখিয়েছেন অভিষেক শর্মা’ও (Abhishek Sharma)। ২০২৪-এর আইপিএলে বিস্ফোরক ব্যাটিং করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তরুণ ওপেনার। জিম্বাবুয়ে সফরে ডাক পান তিনিও। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই করেন ৪৭ বলে ১০০ রান। তারপর কোনো অজানা কারণে ওপেনিং থেকে তিন নম্বরে ঠেলে দেওয়া হয় তাঁকে। অনভ্যস্ত পজিশনে মানিয়ে নিতে খানিক সমস্যায় পড়েন তিনি। এরপর আর দ্বিতীয় সুযোগ তাঁকে দেওয়ার প্রয়োজন মনে করেন নি নির্বাচকেরা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে ১৫ জনের স্কোয়াডে জায়গা হয় নি তাঁর। এই নিয়ে প্রশ্নের মুখে পড়লে কৌশলে তা এড়িয়ে গিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার।

দলে ফিরতে পারেন দুই ‘উপেক্ষিত’ নায়ক-

Abhishek Sharma | Team India | Image: Getty Images
Abhishek Sharma | Image: Getty Images

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে আর খেলার সম্ভাবনা নেই ঋতুরাজ (Ruturaj Gailwad) ও অভিষেক শর্মা’র (Abhishek Sharma)। একদিনের সিরিজেও রয়েছে তারকার ছড়াছড়ি। বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল’রা রয়েছেন দলে, ফলে সুযোগ মেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে দুজনেই টি-২০’র আসরে কামব্যাক করতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে টাইগার্সদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ‘মেন ইন ব্লু’র। ১৯ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর থেকে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। আর তারপর ৬, ৯ ও ১২ অক্টোবর নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের বিপক্ষে তিনটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। মাসখানেকের অপেক্ষার পর সেই সিরিজেই প্রত্যাবর্তন ঘটাতে পারেন দুজনে।

অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড় দলে ফিরতে পারেন শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) বদলে। নেপথ্যে টিম ইন্ডিয়ার (Team India) ঠাসা ক্রীড়াসূচি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিঃসন্দেহে খেলবেন যশস্বী ও শুভমান দু’জনেই। তারপর টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে দুজনকেই। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে টেস্ট সিরিজ। নভেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল (Team India)। রয়েছে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি। সেই প্রতিযোগিতাগুলিতে ফোকাস করার জন্য সময় দেওয়া হতে পারে দুই তরুণকে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বাংলাদেশ টি-২০ সিরিজ থেকে তাই দূরে থাকতে পারেন তাঁরা। ওপেনার হিসেবে তাই সহজেই সেই শূন্যস্থান পূরণ করতে পারবেন অভিষেক (Abhishek Sharma) ও ঋতুরাজ (Ruturaj Gaikwad)।

Also Read: দাবাং স্টাইলে হলো গম্ভীর যুগের সূচনা, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *