চলতি বছরের গোড়ায় সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রায় মাসতিনেকের জন্য তিনি ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। খেলতে পারেন নি চ্যাম্পিয়ন্স ট্রফি। এমনকি আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও দেখা যায় নি তাঁকে। চোটপ্রবণ পেস তারকাকে সুস্থ রাখার জন্য তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর দিয়েছে বিসিসিআই। বুমরাহ’কে (Jasprit Bumrah) সুযোগ দেওয়া হচ্ছে বেছে বেছে ম্যাচ খেলার। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের বদলে তিনটিতে অংশ নিয়েছেন তিনি। লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেললেও এজবাস্টন ও ওভালে তাঁকে দেখা যায় নি বোলিং রান-আপে। সেপ্টেম্বরের এশিয়া কাপে আদৌ খেলবেন কিনা তা নিয়েও একটা সময় ছিলো সংশয়। শেষমেশ যদিও স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। তবে সেখানেও তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করা হবে বলেই ধারণা এবি ডিভিলিয়ার্সের।
Read More: TOP 5: এমন ৫ জন ভারতীয় ক্রিকেটার যাদের শৈশবের প্রেম পরিণতি পেয়েছে বিবাহ বন্ধনে !!
বুমরাহকে নিয়ে ভবিষ্যদ্বাণী এবি’র-

ইংল্যান্ড সিরিজের মতই এশিয়া কাপেও (Asia Cup 2025) সবক’টি ম্যাচ হয়ত খেলবেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মত প্রোটিয়া প্রাক্তনী এবি ডিভিলিয়ার্সের। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই নীল জার্সি গায়ে বোলিং রান-আপে দেখা যাবে টিম ইন্ডিয়ার পেস বিভাগের সেরা অস্ত্রকে, মনে করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স জানিয়েছেন, “আমি মনে করি না যে ও (জসপ্রীত বুমরাহ) সবক’টি ম্যাচ খেলবে। আমি একটি রিপোর্ট দেখেছি যে ও কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে মাঠে নামবে। নির্বাচকরা যে এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন তাতে আমি খুশি। আপনার সিনিয়র ও সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের এভাবেই ম্যানেজ করা উচিৎ।” এবি’র (AB de Villiers) ভবিষ্যদ্বাণী সত্যি হলে হয়ত গ্রুপ পর্বে কেবল পাকিস্তানের বিরুদ্ধে দেখা যাবে বুমরাহকে (Jasprit Bumrah)। ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা আমিরশাহী ও ওমানের বিরুদ্ধে বিশ্রাম নিতে পারেন তিনি।
বুমরাহ’র (Jasprit Bumrah) এহেন বেছে বেছে ম্যাচ খেলার নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন একঝাঁক ক্রিকেট বিশেষজ্ঞ। “কেউ অপরিহার্য নয়। সেই কারণেই নির্বাচকদের এখন গুরুত্ব সহকারে ভেবে দেখতে হবে যে বুমরাহ কখন খেলতে পারবেন,” দিনকয়েক আগে তোপ দেগেছিলেন সুনীল গাওস্কর। “ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা অর্থহীন বিষয়। আপনি হয় ফিট অথবা আপনি আনফিট। আমরা সেভাবেই দল গড়তাম। এই ওয়ার্কলোডকে এত গুরুত্ব দিতাম না,” কটাক্ষের তীর ছুঁড়েছিলেন সন্দীপ পাতিলও (Sandeep Patil)। তবে ডিভিলিয়ার্স কিন্তু পাশে দাঁড়িয়েছেন বুমরাহরই। তিনি বলেছেন, “কয়েকজন নির্বাচক বোঝেন বিষয়টি। কেউ কেউ আবার বোঝেন না। কিন্তু এই খেলোয়াড়দের ম্যানেজ করতে পারলেই তাঁদের থেকে সেরাটা পাওয়া যায়। জসপ্রীত বুমরাহকে নিয়ে ওনারা (নির্বাচকেরা) যে পন্থা নিয়েছেন তা আমার বেশ পছন্দ হয়েছে।”
কুলদীপের প্রশংসা ডিভিলিয়ার্সের-

সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পান নি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ইংল্যান্ড সফরের গোটাটাই কাটিয়েছেন রিজার্ভ বেঞ্চে। তবে এশিয়া কাপে সুযোগ পাবেন তিনি, আশাবাদী এবি ডিভিলিয়ার্স। উত্তরপ্রদেশের চায়নাম্যান স্পিনারের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি তারকা। জানিয়েছেন, “ও একজন দারুণ প্রতিভাবান খেলোয়াড়। ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং ওর হ্যান্ড-আই কো-অর্ডিনেশন বেশ ভালো। ও সাধারণ বোলারদের মত নয় যে কিনা শুধু বোলিং করে আর ফিল্ডিং-এ বিশেষ কার্যকরী হয় না। ওর মস্তিষ্ক ক্ষুরধার, যেটা ব্যবহার করে ও ব্যাটারদের বোকা বানায়।” ২০২৩-এর এশিয়া কাপ হয়েছিলো ওয়ান ডে ফর্ম্যাটে। সেখানে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন কুলদীপ। ২০২৫-এ টি-২০ ফর্ম্যাটে সেই দাপট ধরে রাখতে পারেন কিনা সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেট অনুরাগীরা।