IPL 2022: আইপিএল শুরুর আগেই Aakash Chopra-র ভবিষৎ বাণী, শেষ চারে জায়গা হবে না এই টিমের !! 1

প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আকাশ চোপড়া (Aakash Chopra) ভবিষ্যদ্বাণী করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) নতুন মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্লে অফে জায়গা নাও করতে পারে। শুক্রবার তার ইউটিউব চ্যানেলে কথা বলার সময় ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া এই মন্তব্য করেন। যদিও চোপড়া মনে করেছিলেন যে, ব্যাঙ্গালোর লিগ পর্বের পরে শীর্ষ চারে জায়গা করে নিয়ে তাকে ভুল প্রমাণ করতে পারে। তবে তারা তা করতে ব্যর্থ হলে তিনি অবাক হবেন না। চোপড়া বলেছেন: “আমি বলবো যে আরসিবি (RCB) এই বছর শেষ চারে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। আমি এটি মনে করি এবং তবে আমি সম্পূর্ণ ভুলও হতে পারি। তারা শেষ চারে জায়গা করে নিতে পারে, তবে তারা না সেটা করতে পারলে আমি মোটেও অবাক হব না।”

রাহুল চাহার এবং যুজেন্দ্র চাহালের ওপর হঠাৎ জোর দিলেন আকাশ!

Royal Challengers Bangalore's Full Schedule In IPL 2022 And Where To See Live Streaming Of RCB Matches

আকাশ চোপড়া (Aakash Chopra) আরও মনে করেন যে, দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং মহিপাল লোমর দলে জায়গা করে নেওয়া সত্ত্বেও আরসিবি এখনও তাদের লোয়ার মিডল অর্ডারে ফায়ার পাওয়ার তৈরি করতে পারেনি। তিনি আরও পরামর্শ দিয়েছেন যে ওয়ানিন্দু হাসরাঙ্গার (Wanindu Hasaranga) (10.75 কোটি) জন্য প্রচুর অর্থ ব্যয় করার পরিবর্তে, আরসিবি গত মাসের নিলামে রাহুল চাহার এবং যুজেন্দ্র চাহালের মতো বিকল্পগুলিকে দলে নেওয়ার বিষয়ে মন দিতে পারতো।

ম্যাক্সওয়েলকে নিয়ে নাখোশ চোপড়া!

IPL 2022: RCB Full Schedule - Royal Challengers Bangalore All Matches Date, Time And Venue | Cricket News

ব্যাঙ্গালোর এবার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিসকে ‘মিলিয়ন ডলার’ লিগের জন্য তাদের দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। তারা তাদের আইপিএল ২০২২ অভিযান শুরু করবে ২৭ মার্চ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। চোপড়া এর পাশাপাশি মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) দলে রেখে দেওয়ায় একটা রিস্ক ফ্যাক্টর কাজ করবে। কারণ, কোন ম্যাচে তিনি রান করবেন আর কোন ম্যাচে তিনি জলদি প্যাভিলিয়নের পথ ধরবেন, সেটা বোঝা বেশ মুশকিলের ব্যাপার। চোপড়া বলেন, “সত্যি বলতে ম্যাক্সওয়েল কখন ভালো করবে সেটা কেউ জানে না। পাঁচ বছরের মধ্যে একটা মরশুম ভালো করতে পারে, আবার পরপর দুটি মরশুমেও ভালো করতে পারে। ওকে নিয়ে আগে থেকে বলাটা খুব মুশকিল।তাই ওকে দলে রাখলে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করেই।”IPL 2022: আইপিএল শুরুর আগেই Aakash Chopra-র ভবিষৎ বাণী, শেষ চারে জায়গা হবে না এই টিমের !! 2

শেষ মরশুমে অবশ্য ব্যাট হাতে ফের নিজের জাত চিনিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বিরাট কোহলির (Virat Kohli) দলের হয়ে ২০২১-এ ব্যাট হাতে জ্বলে ওঠেন এই অজি অলরাউন্ডার। ১৫ ম্যাচে তিনি করেন ৫৩৫ রান যা তার দলের মধ্যে ছিল সর্বোচ্চ। এবারেও কি একইরকমের মারকুটে মেজাজে দেখা যাবে তাঁকে? এর উত্তরটা পেতে অবশ্য রবিবার অবধি অপেক্ষা করতেই হবে।

Read More: IPL 2022: KKR-কোচ ব্রেন্ডন ম্যাকালামের ভবিষৎ বাণী, এই দুর্দান্ত ক্রিকেটার সামলাবেন টিম ইন্ডিয়ার বাগডোর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *