IPL-এর পর এবার কি টি ২০ বিশ্বকাপ? রিঙ্কু সিং-কে রোডম্যাপ জানিয়ে দিলেন আকাশ চোপড়া !! 1

আইপিএল ট্রফির গায়ে খোদাই করা রয়েছে একটি সংস্কৃত শ্লোক, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘যেখানে প্রতিভা আত্মপ্রকাশের মঞ্চ খুঁজে পায়।’ কথাটি একদম মিলে যায় রিঙ্কু সিং-এর (Rinku Singh) জীবনের সঙ্গে। আলিগড়ের রিঙ্কু আক্ষরিক অর্থেই গলি থেকে রাজপথে জায়গা করে নিয়েছেন আইপিএলের সৌজন্যে। অতি দরিদ্র এক পরিবারে জন্ম তাঁর। বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করার কাজ করতেন। অর্থের অভাবে একটা সময় রিঙ্কুকেও Rinku Singh)  ক্রিকেট ছেড়ে বেছে নিতে হয়েছিলো ঝাড়ুদারের কাজ। কিন্তু মন বসে নি তাঁর। ঝাড়ুর লাঠি ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন বিশ্বস্ত সঙ্গী ব্যাটকেই। আর্থিক অনটনকে সঙ্গী করেই চালিয়ে গিয়েছিলেন অনুশীলন। তার ফল পেয়েছেন রিঙ্কু। প্রথমে ঘরোয়া ক্রিকেট, পরে আইপিএল ও সবশেষে জাতীয় দলের দরজাও উন্মুক্ত হয়েছে তাঁর জন্য।

কলকাতা নাইট রাইডার্স শিবিরে বেশ কয়েক বছরই রয়েছেন রিঙ্কু সিং Rinku Singh) । পর্যাপ্ত সুযোগের অভাবে নিজেকে মেলে ধরতে পারেন নি। ২০২২ মরসুমের শেষ দিকে বেশ কয়েকটি ম্যাচে জায়গা পেয়েছিলেন। লক্ষ্ণৌর বিরুদ্ধে একটি অনবদ্য ইনিংস ছিলো তাঁর। কিন্তু কুঁড়ি থেকে ফুল হয়ে রিঙ্কু ফুটলেন ২০২৩-এ। নাইট শিবির বিশেষ সাফল্য পায় নি। কিন্তু রিঙ্কুর Rinku Singh)  অনুরাগী হয়ে পড়েছে আসমুদ্র হিমাচল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে শুরু করেছিলেন রাজত্ব। এরপর মরসুম শেষ করেন ৬০ গড়ে ৪৭৪ রান সহ। বাম হাতি ঝোড়ো ব্যাটারকে জাতীয় দলে চেয়েছিলেন অনুরাগীরা। নির্বাচকেরাও সেই সুযোগ করে দিয়েছেন রিঙ্কুকে। স্বল্প সুযোগেই যেভাবে খেলেছেন তিনি, তাতে আসন্ন টি-২০ বিশ্বকাপে রিঙ্কু’কে দেখছেন অনেকে। ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ আকাশ চোপড়াও (Aakash Chopra) বললেন তেমনটাই। সাথে দিলেন পরামর্শ’ও।

Read More: IPL 2024: আসন্ন ‘মিনি নিলামে’ এই তিন ক্রিকেটারের জন্য ২০ কোটি টাকার বেশী খরচে রাজী ফ্র্যাঞ্চাইজিগুলি !!

ভারতের জার্সিতে উজ্জ্বল রিঙ্কু সিং-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

আইপিএলের দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে রিঙ্কু সিং (Rinku Singh) জায়গা করে নিয়েছেন ভারতের টি-২০ স্কোয়াডে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক থেকে এশিয়ান গেমস, যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাইশ গজে। ‘ফিনিশার’ হিসেবে আগামী দশকে তিনিই রাজ করবেন ক্রিকেট দুনিয়ায়। এমনটাও বলতে শোনা গিয়েছে বহু বিশেষজ্ঞকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি। পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করেছেন। চারবার ব্যাট হাতে নেমেছেন মাঠে। তিনটি খেলায় অনবদ্য পারফর্ম্যান্স করেছেন তিনি।

বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে স্নায়ুর চাপ সামলে ভারতকে ম্যাচ জেতান রিঙ্কু (Rinku Singh)। শেষ বলে ছক্কা মেরেছিলেন। তবে শন অ্যাবটের বলটি ‘নো’ হওয়ায় সেই রান আর যোগ হয় নি রিঙ্কুর খাতায়। তিনি অপরাজিত থাকেন ১৪ বলে ২২ রান করে। দ্বিতীয় ম্যাচে তিরুঅনন্তপুরমে মাত্র ৯ বলে ৩৪৪.৪৪ স্ট্রাইক রেটে তিনি করেন ৩১ রান। তৃতীয় ম্যাচে ভারত হারে। ব্যাটিং-এর সুযোগ আসে নি রিঙ্কুর কাছে। চতুর্থ ম্যাচে রায়পুরে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখে তাঁর ২৯ বলে ৪৬ রানের ইনিংস। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে কেবল ব্যর্থ হয়েছেন তিনি। ফিরেছেন ৬ রান করে। এখনও অবধি ১০ আন্তর্জাতিক ম্যাচে ৬০ গড় ও ১৮৭.৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৮০ রান।

রিঙ্কুর কেরিয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী আকাশের-

Aakash Chopra | Rinku Singh | Image: Twitter
Aakash Chopra | Image: Twitter

ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে জনপ্রিয় আকাশ চোপড়া (Aakash Chopra)। প্রাক্তন ভারতীয় টেস্ট ওপেনার ইউটিউ, ফেসবুক, এক্স (পূর্বতন ট্যুইটার)-এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রায়শই ক্রিকেটের নানা বিষয় নিয়ে মন্তব্য করেন। তাঁর মতের পক্ষে-বিপক্ষে মতামত জানাতে ভোলেন না অনুরাগীরাও। নিজের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্নোত্তর পর্ব আয়োজন করেছিলেন তিনি। সেখানেই এক সাবস্ক্রাইবার আকাশকে (Aakash Chopra) জিজ্ঞাসা করেন যে আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে রিঙ্কু সিং-কে (Rinku Singh) দেখা যাবে কিনা। ইতিবাচক জবাব’ই দিয়েছেন আকাশ চোপড়া। তিনি জানান, “যখন আপনি আইপিএল থেকে সরাসরি টি-২০ বিশ্বকাপে এসে পৌঁছান, আপনাকে ভাবতে হয় কে লোয়ার অর্ডারে ব্যাটিং করবে। সেই স্থান আপাতত রিঙ্কু’ই পূরণ করছে। আমার মনে হয় ওকে ভেবে দেখা উচিৎ।”

বাম হাতি ব্যাটার হওয়ায় আগামী টি-২০ বিশ্বকাপে খেলার ব্যাপারে রিঙ্কু সিং (Rinku Singh) বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব ভিডিও’তেই তিনি জানান, “এখন অস্ট্রেলিয়া সিরিজে হয়ত মনে হচ্ছিলো যে দলে বাম হাতি ব্যাটার রয়েছেন। কিন্তু টি-২০ বিশ্বকাপের সময় তেমনটা আর মনে হবে না। হয়ত ঈশান কিষণ এবং যশস্বী জয়সওয়ালই থাকবে কেবল। কিন্তু এরপর সকলেই ডান হাতি। সেক্ষেত্রে মনে হতে পারে (বাম হাতি ব্যাটার হিসেবে) রিঙ্কু সিং ভালো বিকল্প। যদি আইপিএলে রিঙ্কু সিং ভালো পারফর্ম্যান্স করে তাহলে টি-২০ বিশ্বকাপে ওকে দলে রাখা হবে।”

দেখে নিন সেই ভিডিও-

Also Read: ১৫৮ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার BCCI, বাইজুসের বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন জয় শাহ, রজার বিনি’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *