শাহরুখ খান
ভারতীয় দল এই টি টোয়েন্টি বিশ্বকাপে ফিনিশারের অভাব বোধ করেছে, দলের হয়ে এবছর ফিনিশিং এর সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক, কিন্তু প্রয়োজনীয় পারফরমেন্স দেখাতে হয়েছেন তিনি ব্যার্থ, ভারতীয় দলে আগামী দিনে ফিনিশিং এর কাজ করতে পারেন তামিলনাড়ুর আর এক যুব ব্যাটসম্যান শাহরুখ খান, যিনি নিজের দমে ফিনিশিং নক খেলার ক্ষমতা রাখেন, আইপিএলে তিনি ১৯ ম্যাচে ২৭০ রান করেছেন, ৮ টি ফাস্ট ক্লাস ম্যাচে ৫১৬ রান করেছেন তিনি, ৪০ টি ফাস্ট ক্লাস ম্যাচে ৪২ গড়ে করেছেন ৮৪০ রান। ভারতীয় দলের এই পাওয়ার হিটার আগামী দিনে দলের অন্যতম সেরা ফিনিশার হতে পারেন, আগামী দিনে ভারতীয় দলে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার হলেন এই তামিলনাড়ুর যুব ব্যাটসম্যান।