ভুবনেশ্বর কুমার-উমরান মালিক
সীম-ফ্রেন্ডলি উইকেটে একজন দুর্দান্ত বোলার কিন্তু ব্যাটিং ট্র্যাকে একজন খুবই সাধারণ সিমার হলেন ভুবনেশ্বর কুমার, বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে আমরা ভুবিকে দেখে পেয়েছি তার প্রমান, টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, তবে তিনি তার ধার হারাচ্ছেন দিনদিন, আগে ওপেনিং বোলারের সঙ্গে ডেথ বোলার হিসাবেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেন তবে এখন ডেথ বোলিং করতে গিয়ে দিয়ে ফেলছেন বহু রান, তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদে তার সতীর্থ উমরান মালিক, ইতিমধ্যে ভারতীয় দলের হয়ে অভিষেক করে ফেলেছেন উমরান, তিনি তার দুরন্ত গতির জন্য অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছেন, ভারতীয় দলের হয়ে ইতিমধ্যে উমরান ২ টি উইকেট নিয়েছেন ৩ ম্যাচে।