বেশ জমে উঠেছে আইপিএলের (IPL 2023) ১৬ তম সিজিন। পঞ্চম সপ্তাহের খেলা শুরু হয়ে এসেছে। আপাতত এই আইপিএলের কথা বলতে গেলে, গতবছরের ধারা বজায় রেখে এগিয়ে যাচ্ছে গুজরাট টাইটান্স। পয়েন্ট তালিকায় তারা প্রথম স্থানেই রয়েছে, পাশাপাশি গত বছরের রানার্স আপ রাজস্থান রয়্যালস রয়েছে শীর্ষ চারে। তবে এবছর বেশ উন্নতি করেছে কামব্যাক সুপার কিংস বা চেন্নাই সুপার কিংস। আসলে গত বছর আইপিএলের দুই সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস একই পয়েন্ট নিয়ে টেবিলের শেষে তাদের যাত্রা সমাপ্ত করেছিল। যদিও এবছর দুই দলকেই বেশ ছন্দে দেখা যাচ্ছে। তবে এই আইপিএলে তরুণ প্রতিভার মধ্যে দেখা যাচ্ছে বয়স্ক প্লেয়ারদেরও প্রদর্শন দেখাতে। টি টোয়েন্টি যে শুধু তরুণদের নয় তার প্রমান দিচ্ছে এই প্লেয়াররা। এমন ৫ বুড়ো প্লেয়ার রয়েছেন যারা এই আইপিএলে বেশ ফর্মে রয়েছেন, আবার একজন প্লেয়ার রয়েছেন যিনি ফর্ম দেখিয়ে ভারতীয় দলেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন। দেখেনিন তালিকা…
১. মহেন্দ্র সিং ধোনি

এই তালিকায় সবার প্রথমেই আছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি (MS Dhoni)। শুধু ভারতীয় দল নয়, তিনি তার ক্যাপ্টেন্সি লেগাসি পালন করে আসছেন বিগত ২০০৮ সাল থেকে। দীর্ঘ ১৬ বছর আইপিএলে অধিনায়ক হিসেবে বিরাজমান রয়েছেন ধোনি। অনেকেই মনে করেন, শেষ বারের মতন এবার মাঠে নামছেন ধোনি। ২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনালে রান আউট হওয়ার পর আর নীল জার্সিতে দেখা যায়নি ধোনিকে।
তবে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলে আসছেন ধোনি। ভারতীয় দলের সফল অধিনায়ক যে আইপিয়েলেও সফল একজন অধিনায়ক সেবিষয়ে নেই কোনো সন্ধেও। তার নেতৃত্বে ৪ বার আইপিএল জয় করেছে সুপার কিংস। তবে, শুধু অধিনায়ক নয়, ব্যাটসম্যান ধোনিও বেশ ফর্মে রয়েছেন এই আইপিএলে। তিনি এবছর ৬ ইনিংসে ব্যাটিং করেছেন এবং ২১১.৪৩ স্ট্রাইক রেটে ৭৪ রান করেছেন পাশাপাশি ২ টি চার ও ৮ টি ছক্কা হাঁকিয়েছেন।
২. অমিত মিশ্র

তালিকায় দ্বিতীয় স্থানের রয়েছেন অমিত মিশ্র (Amit Mishra) । আইপিএলে সর্বাধিক (৩) হ্যাটট্রিক করেছেন। বছর আইপিএলে খেলার সুযোগ পাননি মিশ্র। এবছর লখনৌ সুপার জায়ান্টস দলে ৫০ লক্ষ টাকার ভিত্তিমূল্যে সুযোগ পেয়েছেন দলে। লখনৌর উইকেটে তার লেগ স্পিন বেশ কার্যকর হচ্ছে। আইপিএল ক্যারিয়ারে তিনি মোট ১৭০ টি উইকেট নিয়েছেন। তবে এই, ৪০ বছর বয়সী অভিজ্ঞ বলার এবছর ৫ টি ম্যাচে বোলিং করার সুযোগ পেয়েছেন। ৭.৩৩ গড়ে ৪ উইকেট নিয়েছেন। পাশাপাশি তার ইকোনমি রেট ৭.৩৩।
৩. পীযূষ চাওলা

ভারতীয় দলের আর এক প্রতিভাবান স্পিনার হলেন পীযুষ চাওলা (Piyush Chawla)। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ দলের একজন সদস্য ছিলেন চাওলা। আইপিএলে শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে তার নাম দেখা যায়। তিনি ক্যারিয়ারে ৩ ফ্রাঞ্চাজির জন্য খেলছেন আইপিএল। গতবছর তাকে কিনতে কেউ আগ্রহী হয়নি তবে, এবছর মুম্বই ইন্ডিয়ান্স দল তাকে দলে সামিল করে তার থেকে তার সেরটা বার করার চেষ্টা করছে। আইপিএল ক্যারিয়ারে তিনি ১৭০ টি নিয়ে ফেলেছেন। এবছর মুম্বই দলের হয়ে ৮ টি ম্যাচ খেলেছেন পীযূষ। ৭.২৯ ইকোনমি রেটে আপাতত ১৩ টি উইকেট নিয়ে ফেলেছেন পীযুষ। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবছর শীর্ষ পারফর্মার।
৪. অজিঙ্কা রাহানে

ভারতীয় দলের এক অনন্য ব্যাটসম্যান হলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দলের হয়ে বেশ অসাধারণ ফর্মে রয়েছেন এই মুম্বইকার। আইপিএলে এবছর ১ কোটি টাকার ভিত্তিমূল্যে চেন্নাই দলে সামিল হয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আপাতত তিনি চেন্নাই জার্সিতে ৬ ইনিংসে ৪৪.৮ গড়ে ও ১৮৯.৮৩ স্ট্রাইক রেটে ২২৪ রান করেছেন। পাশাপাশি চেন্নাই ও কলকাতার মাঠে একটি করে অর্ধশতরান গড়ে ফেলেছেন রাহানে। আইপিএলে দুরন্ত প্রদর্শন দেখানোর পরে আবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞ প্লেয়ার।
৫. ফফ ডুপ্লেসিস

এই তালিকায় শেষ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের প্রাক্তন অধিনায়ক ফফ ডু প্লেসিস (Faf Du Plesis)। চেন্নাই সুপার কিংস দলের হয়ে শুরু করেছিলেন নিজের আইপিএল ক্যারিয়ারের শুরু। তবে গতবছর এই মারকুটে ওপেনারকে আর দলে দেখা যায়নি। তার ফায়দা তোলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, নিলাম টেবিলে তুলে RCB দল তুলে নেয় ফফ ডুপ্লেসিস কে। এবছর বেশ অসাধারণ ছন্দে রয়েছেন RCB’র অধিনায়ক। তার এবছর আইপিএলে প্রদর্শনের কথা বলতে গেলে, ৮ ইনিংসে তিনি ৬০.২৯ গড়ে ও ১৬৭.৪৬ স্ট্রাইক রেটে ৪২২ রান করেছেন। এবছর তার ফর্ম দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।