১. মহেন্দ্র সিং ধোনি
নামটা শুনলে আর কিছু বলতে লাগে না। রেকর্ড বুক তাঁর হয়ে কথা বলে। শুধু ভারত কেন, ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক। আইসিসি-র এমন কোনও বড় ট্রফি নেই, যা তাঁর হাতে ওঠেনি। রবি শাস্ত্রীর অত্য়ন্ত পছন্দের। ২০১৯ বিশ্বকাপে ধোনির জায়গা পাওয়া নিয়ে এড়িয়ে গেলেও নানা সময় দলে ধোনির উপস্থিতির ইতিবাচক প্রভাব এবং মাহির ম্য়ান ম্য়ানেজমেন্ট নিয়ে প্রশংসা করতে কার্পণ্য় করেন না শাস্ত্রী। ২০১৯ বিশ্বাকাপে তাঁর অমূল্য় অভিজ্ঞতাকে কাজে লাগাতে ও তরুণদের উৎসাহিত করতে ধোনিকে দলে রেখে দিতে পারেন হেড কোচ। যদি না, মাহি নিজেই তার আগেই সরে দাঁড়ান। কারণ মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার নিজের আগে ভারতীয় দলের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেন।