৫. লোকেশ রাহুল
ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারটির সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে হেড কোচ রবি শাস্ত্রীর। ভারতীয় দলের টিম ডিরেক্টর থাকার সময় থেকেই লোকেশ তাঁর সুনজরে। শাস্ত্রীর জমানাতেই আন্তর্জাতিক ক্রিকেটে হাতে খড়ি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকেই জানান দিয়ে দেন, বিশ্বক্রিকেট এক নতুন প্রতিভা পেতে চলেছে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে শতরানও করে কর্নাটকের এই ক্রিকেটারটি টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে নিজের জায়গা ইতিমধ্য়ে পাকা করে নিয়েছেন। এবার লক্ষ্য় ওয়ান-ডে ও টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো।