MS ধোনি সহ এই ৪ খেলোয়াড়কে আসন্ন আইপিএলের আগে ধরে রাখলো CSK, সুযোগ হলো না ফাইনালের হিরোর !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও শক্তি দল হলো চেন্নাই সুপার কিংস। প্রথম ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল শিরোপা জয় করেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। এরপরেই ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাস্ত করে দ্বিতীয় শিরোপা জয় করে চেন্নাই সুপার কিংস। ২০১৬ এবং ২০১৭ সালে বেটিংয়ের জন্য দুই বছর ব্যান করা হয়েছিল চেন্নাই দলকে। এরপর ২০১৮ সালে আইপিএলে কামব্যাক করতেই শিরোপা জয় করে চেন্নাই সুপার কিংস। ২০২১ ও ২০২৩ সালে ট্রফি জয় করে আপাতত মুম্বাই ইন্ডিয়ান্সকে সর্বাধিক ট্রফি জয়ের লড়াইয়ে ধরে ফেলেছে চেন্নাই সুপার কিংস (CSK)। গত মৌসুমে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই দলের অধিনায়কত্ব তুলে দিয়েছেন দলের স্টার ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়ার্ড’এর (Ruturaj Gaikwad) হাতে।

রবীন্দ্র জাদেজা

Ravindra jadeja , csk
Ravindra Jadeja | Image: Getty Images

তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। লম্বা সময় ধরেই চেন্নাইয়ের জার্সিতে দেখা যাচ্ছে জাদেজাকে। ধোনির ছত্রছায়ায় বড় হয়েছেন তিনি, বেশ কয়েকটি ফ্রাঞ্চাইতে খেলার পর অবশেষে জাদেজা ২০১২ সালে চেন্নাই সুপার কিংস দলের সদস্য হয়ে ওঠেন। এরপর থেকে চেন্নাইয়ের হয়ে খেলে আসছেন জাদেজা। যদিও মাঝে দুই বছর ব্যান লাগার কারণে গুজরাত লায়ন্স ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে দেখা গিয়েছিল জাদেজাকে। ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে চেন্নাইয়ের হয়ে খেতাব জয়ের সাক্ষী ছিলেন রবীন্দ্র জাদেজা।

Read More: ভারতীয় দল থেকে ছুটি ঈশান-KL রাহুলের, আদর্শ বিকল্প খুঁজে পেলেন কোচ গম্ভীর !!

আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জাদেজার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। ২০২৪ সালের আইপিএলে ১৪ টি ম্যাচ খেলেছেন তিনি ৪৪.৫০ গড়ে ও ১৪২.৭৮ স্ট্রাইক রেটে ২৬৭ রান বানিয়েছেন তিনি। তাছাড়া বল হাতে নিয়েছেন আটটি উইকেট ও ওভার পিছু দিয়েছেন ৭.৮৫ রান। চেন্নাই দলের হয়ে একাধিক ম্যাচ তিনি জিতিয়েছেন আগেও। এমনকি ২০২২ সালের আইপিএলের আগে রিটেন হওয়ার পর চেন্নাই ফ্রাঞ্চাইজিতে মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি টাকা পেয়ে থাকেন।

ঋতুরাজ গাইকোয়ার্ড

Ruturaj Gaikwad, csk
Ruturaj Singh | Image: Getty Images

চেন্নাই সুপার কিংসের হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিটেন হতে চলেছেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। গত মৌসুমে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই সুপার কিংস দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরেই দলের দায়ভার তুলে দেওয়া হয় ঋতুরাজের হাতে। ২০২০ সালে মাত্র কুড়ি লক্ষ টাকায় চেন্নাই দলে সামিল করা হয়েছিল এই তুখর ব্যাটসম্যানকে। এরপর ২০২২ থেকে ২০২৪ সালে ৬ কোটি টাকার বিনিময়ে চেন্নাই দলে তাকে রিটেন করা হয়।

তিনি চেন্নাই সুপার কিংস দলের হয়ে ২০২১ সালে সর্বাধিক স্কোর বানানোর জন্য অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। গত মৌসুমে তার অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস প্লে অফের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। তবে ব্যক্তিগতভাবে ১৪টি ম্যাচ খেলে ৫৩ গড়ে তিনি ৫৮৩ রান বানিয়েছিলেন এই সময় তার স্ট্রাইক রেট ছিল ১৪১.১৬। তাকেই আগামী দিনে চেন্নাই দলের অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে তাই তাকে অবশ্যই রিটেন করবে সুপার কিংস পরিবার।

মতিশা পথিরানা

Matheesha Pathirana
Matheesha Pathirana | Image: Getty Images

মাত্র কুড়ি লক্ষ টাকায় শ্রীলঙ্কা দলের দ্বিতীয় মালিঙ্গা অর্থাৎ মতিশা পথিরানাকে চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলতে দেখা যায় আইপিএলে। ইতিমধ্যেই ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছেন তিনি। ২০২২ সাল থেকে চেন্নাই দলের হয়ে খেলছেন তিনি। যদিও গত মৌসুমে চোটের কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে। মোট ছয়টি ম্যাচ খেলে ১৩ টি উইকেট পেয়েছিলেন তিনি। তার এই প্রতিভা নজর কেড়েছে চেন্নাই ম্যানেজমেন্টের যে কারণে আসন্ন আইপিএল মৌসুমে তাকে রিটেন করতে চাইবে ফ্রাঞ্চাইজি।

এমএস ধোনি

Ms dhoNi, ipl 2024
MS Dhoni | Image: Getty Images

চেন্নাই কে সুপার কিংস বানানোর পিছনে সবথেকে বড় অবদান মহেন্দ্র সিং ধোনির এমএস ধোনি ২০০৮ সাল থেকে এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির কথা অনুযায়ী এখনও পর্যন্ত স্কোয়াড নির্বাচন করে থাকে চেন্নাই ম্যানেজমেন্ট। তাদের কাছে ধোনি মানেই সব। মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৪ সালে বিধ্বংসী ব্যাটিং করেছেন। ২০২৩ সালের আইপিএলে জয় করার পর ভক্তদের উদ্দেশ্যে আরও একটি আইপিএল মৌসুমে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি তার প্রতিশ্রুতি পালন করেছিলেন। গত মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে খেলা তার শেষ ম্যাচটি প্রায় ধোনিকে আবার সেরা ফিনিশার প্রমান করেই দিয়েছিল। তবে ভাগ্যের পরিহাসে সেটি হলো না। ধোনি আসন্ন মৌসুমে চেন্নাই দলের হয়ে খেলতে চান এবং তাকে অবশ্যই রিটেন করতে চাইবে CSK ম্যানেজমেন্ট, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী ধোনিকে আনক্যাপ্ড প্লেয়ার হিসাবেও রিটেন করতে পারে চেন্নাই দল।

Read Also: IPL 2025: CSK-র অধিনায়কত্ব হারাচ্ছেন ঋতুরাজ, ‘কিং মেকার’ ধোনি’র পছন্দ এই তরুণ ক্রিকেটার !! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *