সম্প্রতি ভারত ও বাংলাদেশের (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচটি বেশ জমে উঠেছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার অবস্থা একেবারেই ঢিলা হয়ে যায়। দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা একের পর এক উইকেট হারাতে শুরু করে দেন। যার ফলে ভারতীয় দলকে প্রথম থেকে ব্যাকফুটে দেখা যায়। অন্যদিকে বাংলাদেশ দলের পেসারদের চরম আত্মবিশ্বাস নিয়েই খেলতে দেখা গিয়েছে। যে কারণে মাঠের মধ্যে বেড়েই চলে উত্তেজনা।
দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। মাত্র ১০ ওভারের মধ্যেই ক্যাপ্টেন রোহিত শর্মা ৬, শুভমান গিল ০ এবং বিরাট কোহলি ৬ রান বানিয়ে ফিরতে ভারতীয় দলের হয়ে ব্যাটিং করতে আসে ঋষভ পন্থ (Rishabh Pant)।
Read More: IND vs BAN 1st Test: অশ্বিনের ছক্কায় মাতোয়ারা চেপকের গ্যালারি, ‘ঘরের ছেলে’কে কুর্নিশ প্রবীণা ভক্তের !!
পন্থের সঙ্গে বচসায় জড়ালেন লিটন দাস
ভারত বাংলাদেশ ম্যাচের (IND vs BAN) টিম ইন্ডিয়ার ইনিংসের ১৬-তম ওভারে ঘটে এই ঘটনা। ভারতের সংগ্রহ তখন ৩ উইকেটে ৫৯ রান। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) গালি অঞ্চলে একটি বল ঠেলে দিয়েছিলেন। রান নেওয়ার জন্য পন্থ আগ্রহী ছিলেন। কিন্তু তাঁকে ফেরত পাঠান যশস্বী। ঠিক সেই সময় এক বাংলাদেশি ফিল্ডার ঋষভের নন স্ট্রাইকার প্রান্তে থ্রো করেন।
তবে বলটি পন্থের প্যাডে লেগে মিড অনে চলে যায়। সুযোগের সদ্ব্যবহার করেন পন্থ ও যশস্বী। একটি সিঙ্গেল রান নিয়ে প্রান্ত বদল করেন দুজনেই। ওপর প্রান্তে যেতেই পন্থের উপর চড়াও হয়ে ওঠেন লিটন দাস (Litton Das)। লিটন তাকে ওভারথ্রোর রান নিতে দেখে মেজাজ হারান, ফলে পন্থ লিটনকে বলেন, “আমাকে বলছো কেন? ও কী করল, সেটাও তো দেখো।”
পন্থের কথায় পাল্টা জবাব দিয়ে লিটন বলেন, “উইকেটের সামনে দাঁড়ালে বল তো লাগবেই।” তবে লিটনকে যোগ্য জবাব দেন পন্থ, তিনিও বলেন, “ঠিক আছে, আমিও দুই রান নেব।” যদিও পরে পরিস্থিতি আবার সচল হয়ে যায়।
Pant – usko dekh kaha mar raha hai
Liton – leg pe laga na , vo to marega hi
Rishabh pant – Marle me bhi 2 bhagunga 🗿🔥 pic.twitter.com/Sy07DAuVbL
— 𝓱 ¹⁷ 🇮🇳 (@twitfrenzy_) September 19, 2024