IPL 2024

IPL 2024: আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সফল দল হলো মুম্বই ইন্ডিয়ান্স। গত তিন সিজিনে মুম্বই তাদের ট্রফি জয় থেকে রয়েছে বিরত, বিশেষত গত দুই সিজিনে বোলারদের সমস্যায় ভুগছে মুম্বই দল (MI)। এবারের আইপিএলে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন। সবথেকে বড় বড় পরিবর্তন হতে দেখা গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) দলে কারণ গত দুইবারের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স (GT) এর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আবার মুম্বাই শিবিরের যোগ দিয়েছেন। হার্দিক ফিরতেই মুম্বই দলকে বেশ কিছুটা ছন্দের মধ্যে দেখা যাচ্ছে। যদিও, বোলারদের বিভাগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আকাশ মাদওয়াল (Akash Madwal) ছাড়া দলে তৃতীয় কোনো পেসার নেই, অন্যদিকে ওয়ানখেরের উইকেট সর্বদা ব্যাটিং সহায়ক হয়ে থাকে, এখানে বোলারদের প্রয়োজন হতে পারে। আসন্ন সিজিনে এই ৩ প্লেয়ারকে টার্গেট করতে চলেছে মুম্বই দল।

Read More: IPL 2024: এই ৩ প্লেয়ারের মান বাঁচিয়েছে তাদের ফ্রাঞ্চাইজি, নিলামে নাম উঠলেই থাকতে হতো অবিক্রিত !!

১. শন অ্যাবট

Sean Abbott, ipl 2024
Sean Abbott | Image: Getty Images

তালিকায় শীর্ষে রয়েছেন অজি পেসার শন অ্যাবট (Sean Abbott)। ইন্দোরে সাম্প্রতিক খেলায় শন অ্যাবট তার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং দক্ষতা দিয়ে অনেককে চমকে দিয়েছিলেন। মুম্বই দল তাদের লোয়ার মিডিল অর্ডারে ঠিক এমন ধরনের বোলিং অলরাউন্ডার চায়, গত দুই সিজিনে জোফরা আর্চারকে (Jofra Archer) ধরে রাখলেও চোট ও ধারাবাহিকতার অভাবের জন্য তাকে ফ্রাঞ্চাইজি মুক্তি দিয়েছে। যে কারণে অ্যাবট হতে পারেন দলের প্রথম পছন্দের। একজন বোলিং অলরাউন্ডারকে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সর্বদা অনন্য মাত্রা দেওয়া হয়ে থাকে। যাইহোক, তারকা অস্ট্রেলিয়ান পেসার শন অ্যাবট তার আইপিএলে অভিষেক করেছিলেন ৮ বছর আগে ২০১৫ সালে কিন্তু তিনি তার আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। অ্যাবট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মোট ১৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ১৯০ টি উইকেট শিকার করেছেন। মিনি-নিলামে তাকে মুম্বই দল টার্গেট করতে পারে।

২. হার্শাল প্যাটেল

Harshal patel, ipl 2024
Harshal Patel | Image: Getty Images

মুম্বই দলে অন্যতম প্রয়োজন তাদের পেসার অলরাউন্ডার। যে কারণে হার্শাল প্যাটেল (Harshal Patel) থাকবেন সর্বদা MI’দলের লক্ষে। গত আইপিএল সিজিনে বোলারদের সমস্যায় ভুগেছিলো MI দল। বুমরাহ, আর্চার, রিচার্ডসনদের মতন বোলাররা স্কোয়াডে থাকলেও চোটের কারণে পারেননি খেলতে। অন্যদিকে, এবারের আইপিএলে ডেথ ওভারে বুমরাহকে সঙ্গ দিতে পারেন হার্শাল। ভারতীয় দলে তার জায়গা হারানোর পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তাদের পার্পল ক্যাপ হোল্ডারকে দিলো বিদায়। ২০২০ আইপিএলে জিতেছিলেন পার্পেল ক্যাপ তবে গত দুই সিজিন ভালো যায়নি তার। তার আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, ৯২ টি আইপিএল ম্যাচে নিয়েছেন ১১১ টি উইকেট এবং তার ইকোনমি থাকে ৮.৫৯।

৩. জস ইংলিশ

Josh Inglish, ipl 2024
Josh Inglish | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জস ইংলিশ (Josh Inglish), অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুম্বই দলের নজরে থাকবেন। বিদেশি উইকেট রক্ষকদের প্রতি সবসময় বেশি টান থাকে মুম্বই দলের, আগে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে (Quinton De Kock) কিনেছিল মুম্বই, তার আগে জস বাটলারকে (Jos Buttler) দলে টেনেছিলো মুম্বই। এবার মুম্বই দলে রয়েছে দুজন উইকেটকিপার, আরও একজন বাড়তি উইকেট রক্ষক হিসাবে তাকে সামিল করতে পারে MI’পল্টন। যদিও, মুম্বইয়ের হাতে খুব বেশি টাকা বেঁচে নেই। ইংলিশকে দলে টার্গেট করলে কম খরচেই পেয়ে যেতে পারে মুম্বই। লোয়ার অর্ডার ব্যাটিং’এর পাশাপশি টপ অর্ডারেও ব্যাটিং করতে অভ্যস্ত তিনি, কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে শতরান হাঁকিয়েছেন তিনি। আসন্ন আইপিএলে MI দলের টার্গেটে থাকবেন তিনি।

Read More: IPL 2024: শুভমান গিল’কে অধিনায়ক করায় অখুশি রশিদ খান, সোশ্যাল মিডিয়ায় দিলেন এই প্রতিক্রিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *