জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024)। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি খেলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডকে ৮ উইকেটে পরাস্ত করে সহজ একটি জয় ছিনিয়ে নিয়েছে। প্রথম ম্যাচটি জিতে ভারতীয় দল A’গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছে অন্যদিকে পাকিস্তান তাদের একটি ম্যাচও খেলেনি। আগামী রবিবার টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে চলেছে।
এই ম্যাচটি ভারতীয় দলের কাছে প্রবল আত্মবিশ্বাসের ম্যাচ হতে চলেছে। তবে ভারতের আত্মবিশ্বাসকে নিমেষে নষ্ট করে দিতে পারেন পাকিস্তান দলের প্লেয়াররা। চলতি বিশ্বকাপে ওপেনিং করতে আসছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli), এই দুই সুপারস্টারকে সতর্ক থাকতে হবে এই ৩ পাকিস্তানির, ভুল করলেই আবার একবার পাকিস্তানের বিরুদ্ধে হারতে হবে বিশ্বকাপের মঞ্চে।
Read More: T20 World Cup 2024: ভাগ্যের চাকা ঘুরছে শুভমান গিলের, পাকিস্তানের বিরুদ্ধে পাচ্ছেন মাঠে নামার সুযোগ !!
১. মহম্মদ আমির
অবসর নেওয়ার পর বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে আবার জাতীয় দলে কামব্যাক করেছেন মোহাম্মদ আমির (Mohammad Amir)। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায়নি আমিরকে তবে চলতি আইপিএলে তিনি দলে ফিরে আসার আবার সিদ্ধান্ত নিলেন। ভারতীয় দলের দুই ওপেনার ব্যাটসম্যানকে মোহাম্মদ আমিরের ওপেনিং স্পেলের জন্য প্রস্তুত থাকতে হবে। আগে বেশ কয়েকবার রোহিত ও বিরাটকে আউট করেছেন আমির। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোহিতকে স্পেলের তৃতীয় বলে ও বিরাটকে পরপর দুই বলেই আউট করেন আমির। ওডিআই ফরম্যাটে আমিরের ৭১ বলে ৪৩ রান বানিয়েছেন রোহিত ও তাকে ১ বার আউট করেছেন। তবে T20 ফরম্যাটে রোহিতকে ৭ বলে ২ বার আউট করেছেন আমির এবং রোহিত কেবলমাত্র ১ রান বানাতেই সক্ষম হয়েছেন।
পাশাপাশি বিরাট কোহলি ও আমিরের লড়াইয়ে বেশ রোমাঞ্চকর। ওডিআই ফরম্যাটে বিরাট আমিরের বিরুদ্ধে ৪১ বলে ৪০ রান বানিয়েছেন ও ২বার আউটও হয়েছেন। যদিও T20 ফরম্যাটে আমিরকে বিরাট বেশ সম্মান দিয়েই খেলেছেন। বিরাট আমিরের ১৯ বলে বানিয়েছিলেন ১৬ রান। যদিও আমিরের বিরুদ্ধে এই ফরম্যাটে নট আউট বিরাট। নিউইয়র্কের উইকেটে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে পাকিস্তানের এই ত্রয়ী। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ও ২০২৩ সালের এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানি পেসারদের পারফরমেন্স ছিল অসাধারন। এবারের বিশ্বকাপে আমির ফিরে আসতে পাকিস্তানের পক্ষে তাদের বোলিং শক্তি আরও শক্তিশালী হয়ে উঠেছে।
২. শাহীন আফ্রিদি
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি বামহাতি পেসার শাহীন আফ্রিদি (Shaheen Afridi)। পাকিস্তানি পেসার আফ্রিদি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ভারতের বিপক্ষে, রোহিত থেকে বিরাট দুজনকেই চাপে ফেলেন তিনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদি রোহিতকে তার ড্রিম বলে আউট করেছিলেন। যার পর থেকে রোহিত একটু ভয়েই খেলেন আফ্রিদিকে। ২০২৩ সালের এশিয়া কাপের মঞ্চে এবং বিশ্বকাপেও রোহিতকে আউট করেছিলেন তিনি। অন্যদিকে বিরাট কোহলিকেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়া কাপের মঞ্চেও বিরাটকে আউট করেন তিনি।
শাহীনের বিরুদ্ধে রোহিত ৬২ বলে ৫২ রান বানিয়েছেন ও ৩ বার আউটও করেছেন। অন্যদিকে ৫৩ বলে ৬৮ রান বানিয়েছেন বিরাট কোহলি ও তাকে ২ বার আউটও করেছেন শাহীন। ২০২১ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে হারানোর পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল শাহীন আফ্রিদির। তার দুরন্ত স্পেলে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের সমস্যার সম্মুখীন হতে দেখা যায় এবং রবিবারের ম্যাচেও শাহীনের ওপেনিং স্পেল থেকে বাঁচতে হবে টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে।
৩. নাসিম শাহ
রবিবারের ম্যাচে রোহিত-বিরাট’দের ত্রাস হয়ে উঠতে পারেন নাসিম শাহ (Naseem Shah)। পাওয়ার প্লেতে দারুন বোলিং করে থাকেন নাসিম তবে তাকে ইন্দো-পাক ম্যাচে পঞ্চম ওভারে বোলিং করতে দেখা যেতে পারে। রোহিত বনাম নাসিম লড়াইয়ে জয় আপাতত রোহিতের, নাসিমের ২৮ বলে ১৪ রান বানিয়েছেন তিনি এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নাসিমের ৯ বলে ১৩ রান বানিয়েছেন রোহিত।
যদিও রোহিতকে (Rohit Sharma) আউট করতে ব্যর্থ হয়েছেন নাসিম শাহ। অন্যদিকে, কোহলি বনাম নাসিম শাহ লড়াইয়ে সিংহভাগ এগিয়ে বিরাট। ওডিআই ফরম্যাট হোক টি-টোয়েন্টি ফরম্যাট হোক বিরাট নাসিমের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজেই ব্যাটিং করেছেন। নাসিমের বিরুদ্ধে কোহলি ওডিআই ফরম্যাটে ২৭ বলে ২১ রান বানিয়েছেন ও টি-টোয়েন্টিতে ২৫ বলে ৩১ বানিয়েছেন তিনি।