Top 3- বিশ্বকাপ দল দেখে হচ্ছে রক্ত গরম, এই ৩ সিদ্ধান্ত যাচ্ছে মাথার উপর দিয়ে !! 1

আজ প্রকাশে আসলো ২০২৪ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের স্কোয়াড (T20 World Cup 2024)। স্কোয়াড প্রকাশ্যে আসতেই রীতিমতন সমাজ মাধ্যমে শুরু হয়ে গেল হৈচৈ। বিশ্বকাপ দলে সুযোগ করে নিয়েছেন বেশ কয়েক দুরন্ত প্লেয়ার, আবার নির্বাচকরা কিছু কিছু প্লেয়ারকে সুযোগ দিয়েছেন যার ফলে সমাজ মাধ্যমে তৈরি হয়েছে নানান সমালোচনা। বিশ্বকাপের দল নির্বাচনে আবার নির্বাচকরা করলো মস্ত বড় ভুল। বিগত এক দশক ভারতীয় দলের কাছে নেই কোনো আইসিসি ট্রফি, আর সেই ট্রফি জয়ের উদ্যেশ্যে তৈরি করা স্কোয়াডের উপর উঠলো প্রশ্ন। বিসিসিআইয়ের (BCCI) নেওয়া এই ৩ সিদ্ধান্ত যাচ্ছে ভক্তদের মাথার উপর দিয়ে।

ফর্মের বাইরে থাকা সিরাজকে দিয়েছে সুযোগ

Mohammed Siraj, t20 world cup 2024
Mohammed Siraj | Image: Getty Images

নির্বাচকরা প্রথম ভুলটি করেছে মোহম্মদ সিরাজকে (Mohammed Siraj) দলে সুযোগ দিয়ে। ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসর হলেন মোহাম্মদ সিরাজ। তবে বিগত কয়েক মাস ধরেই তার ফর্মের বেশ ঘাটতি দেখা গিয়েছে। ফর্মের বাইরে রয়েছেন আপাতত তিনি। ২০২৩ বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে তিনি স্বাচ্ছন্দের সঙ্গে পারফরম্যান্স দেখালেও, তার পরবর্তী সময় থেকে তিনি আর নিজেকে মেলে ধরতে পারেননি। এমনকি চলতি আইপিএলেও তিনি বল হাতে সক্ষম হয়ে ওঠেননি দলের হয়ে তার পারফরমেন্স তুলে ধরতে। এই পারফরমেন্সের পরে ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) দলে তার সুযোগ পাওয়াটা বেশ আশ্চজনক ছিল।

Read More: “যোগ্যতা নয়, দোস্তি-ইয়ারিই আসল…” টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে সিরাজকে দেখে ক্ষিপ্ত নেটজনতা !!

রিঙ্কু সিংকে সুযোগ না দেওয়া

Rinku Singh, T20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

বিসিসিআই কর্তারা সবথেকে বড় যে ভুলটি করেছেন তার মধ্যে একটি হলো রিঙ্কু সিংকে (Rinku Singh) সুযোগ না দেওয়া। রিঙ্কু বিগত ১ বছর ধরে ভারতের জার্সিতে ১১ বার ব্যাটিং করে ৮৯ গড়ে ও ১৭৬.২৪ স্ট্রাইক রেটে ৩৫৬ রান বানিয়েছেন। তাছাড়া আইপিএলেও ৩৭ ইনিংসে ৩২.৬২ গড়ে এবং ১৪৩.২৪ স্ট্রাইক রেটে ৮৪৮ রান বানিয়েও দলে সুযোগ পেলেন না। সূত্র মারফত জানা গিয়েছে, শিবম দুবে (Shivam Dube), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও রিঙ্কু সিং’দের মধ্যে যেকোনো ২ জন প্লেয়ারকে দলে সুযোগ দেওয়া যাওয়ার কথা উঠে আসে।

যেহেতু  হার্দিককে দলের ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে ও দুবে ব্যাটিংয়ের পাশাপশি বোলিংও করে থাকেন তাই দুবেকে দলে সুযোগ দেওয়া হয়েছে। বিসিসিআই কর্তাদের অবহেলার শিকার হলেন রিঙ্কু এবং বিশ্বকাপ দল (T20 World Cup 2024) থেকে পড়লেন বাদ। যদিও রিঙ্কুকে বিসিসিআই রিজার্ভ প্লেয়ারদের তালিকায় শামিল করেছে, প্রয়োজনে তাকে স্কোয়াডে সরাসরি দেখা যাবে।

আইপিএল স্টারদের সাথে হলো বেইমানি

Top 3- বিশ্বকাপ দল দেখে হচ্ছে রক্ত গরম, এই ৩ সিদ্ধান্ত যাচ্ছে মাথার উপর দিয়ে !! 2

চলতি আইপিএলে বেশ দারুন ফর্ম দেখাচ্ছেন রিয়ান পরাগ (Riyan Parag) যিনি ৮ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন যেখানে তিনি ৫৫.৩৩ গড়ে ও ১৫৯.৬২ স্ট্রাইক রেটে ৩৩২ রান বানিয়েছেন। পাশাপশি, ঋতুরাজ গাইকোয়ার্ড ব্যাট হাতে ৯ ইনিংসে ৪৪৭ রান বানিয়েছেন। এমনকি কেএল রাহুল উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান (৪০৬) বানিয়েছেন তবুও দলে সুযোগ পাননি তারা।

পাশপাশি, বোলারদের তালিকায় ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া হার্শাল প্যাটেল (Harshal Patel), ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া টি নটরজন (T Natarajan) ও ৪ ম্যাচে ৮ উইকেট নেওয়া সন্দীপ শর্মাকে (Sandeep Sharma) কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি, তরুণ অভিষেক শর্মা (Abhisekh Sharma) যিনি ৯ ম্যাচে ২১৪ স্ট্রাইক রেটে ৩০৩ রান বানিয়েছেন এবং চলতি আইপিএলে দুরন্ত ফিনিশিং নক খেলা শশাঙ্ক সিং ৯ ম্যাচে ১৮২ স্ট্রাইক রেটে ২৬৩ রান হাঁকিয়েও দলে পেলেন না কোনো জায়গা।

বদলে বিগত দশক জুড়ে ভারতীয় দলের হয়ে খেলে থাকা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) যিনি এখনও পর্যন্ত এই ফরম্যাটে ভারতের জার্সিতে ম্যাচ উইনিং পারফরম্যান্স তিনি দেখাতে পারেননি তাকেই দেওয়া হয়েছে সুযোগ। ভারতের জার্সিতে ৬৬ ম্যাচ খেলে ৩৬ বার ব্যাটিং করেছেন তিনি তবে ২২.৮৬ গড়ে ও ১২৫.৩৩ স্ট্রাইক রেটে তিনি ৪৮০ রান বানিয়েছরন ও বল হাতে ৫৩ উইকেট নিয়েছেন ও ৭.১ রান দিয়েছেন প্রতি ওভার পিছু।

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। চলতি আইপিএলে ব্যাট এবং বল হাতে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন তিনি। ১০ ম্যাচে ২১.৮৯ গড়ে ও ১৫০.৩৮ স্ট্রাইক রেটে ১৯৭ রান বানিয়েছেন ও বল হাতে ৪ উইকেট নিয়েছেন ও ওভার পিছু ১১.৯৫ রান ওভার পিছু দিয়েছেন। যোগ্যদের সুযোগ না দিয়ে এই দুই প্লেয়ারদের সুযোগ দিয়ে বিসিসিআই করলো চরম ভুল।

Read More: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *