TOP 3: সুনীল নারায়ণের কারণে ক্যারিয়ার নষ্ট এই ৩ KKR খেলোয়াড়ের, নিলামের আগেই হবে ছাটাই !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম মরশুম। আর এই মরশুমে অসাধারণ প্রদর্শন দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, ৬ ম্যাচ খেলে ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বিরাজমান রয়েছে কলকাতা দল। তবে চলতি সিজিনে কলকাতা দলের এই দুরন্ত পারফরমেন্সের পিছনে সবথেকে বড় অবদান রয়েছে অলরাউন্ডার সুনীল নারায়ণের (Sunil Narine)। চলতি সিজিনে শুধু বোলার হিসাবে নয় ওপেনিংয়ের ভূমিকাতেও দেখা যাচ্ছে সুনীলকে। ব্যাট হাতে এই সিজিনে ৬ ম্যাচে, ৪৬ গড়ে ও ১৮৭ স্ট্রাইক রেটে ২৭৬ রান বানিয়েছেন। তার এই অসাধারণ ব্যাটিং প্রদর্শনের ফলে দলের ৩ প্রতিভাবান প্লেয়ারকে এখনও পর্যন্ত সুযোগ পাওয়া সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন | IPL 2024: জয়ের ধারা বজায় রাখতে দুর্দান্ত পরিবর্তন SRH দলে, বাদ যাচ্ছেন ক্লাসেন-হেড !!

ভেঙ্কটেশ আইয়ার

Venkatesh Iyer, ipl 2024
Venkatesh Iyer | Image: Getty Images

তালিকায় শীর্ষে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ২০২১ সালে নাইট শিবিরে খেলার সুযোগ পান ভেঙ্কটেশ। তৎকালীন সময়ে কলকাতা দলকে ফাইনালে পৌঁছে দেওয়ায় মূখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। প্রথম সিজিনেই ৪১.১১ গড়ে ৩৭০ রান বানান। যদিও ২০২২ সালে একদম বাজে প্রদর্শন দেখিয়েছিলেন, মাত্র ১৬.৫৫ গড়ে ১৮২ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালে আবার দারুন কামব্যাক করেন আইয়ার,২৮.৮৬ গড়ে ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ৪০৪ রান বানিয়েছিলেন। ভালো প্রদর্শন দেখালেও আইয়ারকে এবারের আইপিএলে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যায়নি, ৬ ম্যাচে ১৮ গড়ে ৭৩ রান বানিয়েছেন তিনি। যোগ্য সুযোগ না পেয়ে তার ক্যারিয়ারের উপর অনেক ক্ষতি দেখা যাচ্ছে।

রিঙ্কু সিং

Rinku Singh, ipl 2024
Rinku Singh | Image: Getty Images

গত দুই সিজিনে কলকাতার রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে বেশ চর্চা চলছিল, ২০২৩ আইপিএলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ২৮ রানের জন্য ৫ ছক্কা হাঁকিয়েছিলেন। গত বছর থেকেই রিঙ্কুর উপর বেশ ভরসা দেখিয়েছে কলকাতা ম্যানেজমেন্ট। তবে চলতি সিজিনে রিঙ্কু সিংকে বেশি ম্যাচে ব্যাটিং করতে যায়নি দেখা। কেবলমাত্র ৫ ইনিংসে ৫১ বল খেলার সুযোগ পেয়েছেন তিনি। ১৬২.৭৫ স্ট্রাইক রেটে ৮৩ রান বানিয়েছেন ৮৩ রান। প্রসঙ্গত, চলতি সিজিনে (IPL 2024) নারায়ণ প্রায়শই মিডিল ওভার পর্যন্ত ব্যাটিং করছেন যার ফলে রিঙ্কুকে ডেথ ওভারে ব্যাটিং করতে দেখা গিয়েছে। যেখানে তিনি নিজেকে প্রমান করলেও মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে নিজেকে মেলে ধরতে ব্যার্থ হয়েছেন তিনি।

রহমানুল্লা গুরবাজ

TOP 3: সুনীল নারায়ণের কারণে ক্যারিয়ার নষ্ট এই ৩ KKR খেলোয়াড়ের, নিলামের আগেই হবে ছাটাই !! 2

গত সিজিনে কলকাতার জার্সিতে আশা জুগিয়েছিলেন আফগান ওপেনার রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)। তবে চলতি সিজিনে এখনও পর্যন্ত খেলার সুযোগ আসেনি এই ওপেনার ব্যাটসম্যানের। কার্যত গুরবাজ হলেন উইকেটরক্ষক ওপেনার, জেসন রয় (Jeason Roy) আইপিএল থেকে নাম প্রত্যাহার করতে দলে ডাক পান ফিল সল্ট (Phil Salt)। নারায়ণ ও সল্টের জুটি চলতি আইপিএলে সুপার হিট যে কারণে আপাতত গুরবাজের কলকাতা দলের হয়ে খেলার কোনো সুযোগ আসেনি। যে ফর্মে দুই ওপেনার ব্যাটিং করছেন তাতে গুরবাজকে চলতি সিজিনে বাইরেই বসতে হবে।

আরও পড়ুন | IPL-এর আকাশে গড়াপেটার কালো ছায়া, আবারও নাম জড়ালো রাজস্থান রয়্যালসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *