MS Dhoni

২০২৩ প্রায় শেষের পথে, সকলের লক্ষ্য এখন আইপিএল ২০২৪ (IPL 2024) এর উপর। কারণ এই আইপিএলের প্রদর্শনের উপরেই ভিত্তি করে ঘোষণা করা হবে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে ১৭ তম সিজিনে পা দিতে চলেছে আইপিএল। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৪’এর (IPL 2024) নিলাম। আর পরের বছরের এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে আইপিএল। গতবারের আইপিএলের কথা বলতে গেলে গুজরাত টাইটান্সকে (GT) পরাজিত করে ৫ম বারের জন্য আইপিএল শিরোপা নিজেদের করলো চেন্নাই সুপার কিংস (CSK)। আর শিরোপা জেতার সাথে সাথে আইপিএল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল এমএস ধোনি (MS Dhoni)। ৪২ বছর বয়সী ধোনি তার শেষ আইপিএল ম্যাচটি খেলতে চলেছেন তবে তালিকায় আরও ৩ মার্কি প্লেয়ার রয়েছেন যারা শেষ বারের জন্য নামতে চলেছে আইপিএলের ময়দানে।

আরও পড়ুন- IPL 2024: বিরাটের কাছে মার খেয়ে বিদায় নিল এই তারকা বোলার, দেখা যাবে না নিলামে !!

১. রোহিত শর্মা

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ান্স দলের (MI) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০১৩ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের দায়িত্ব সামলে আসছেন রোহিত। তার নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সফলতার ভান্ডার রোহিত শর্মা এই আইপিএল সিজেনেই তার অবসরের ঘোষণা জানাতে পারেন। ২০০৮ সাল থেকেই আইপিএল খেলে আসছেন রোহিত, এমনকি ২০০৯ সালে সেরা যুব প্রতিভা তিনিই হয়েছিলেন। বর্তমানে রোহিত ৩৬ বছর বয়সী এবং আগামী আইপিএল চলাকালীন তিনি ৩৭ বছরে পা দেবেন।

বয়স বৃদ্ধির কারণেই আন্তর্জাতিক স্তরেও তিনটি ফরম্যাটের বদলে দুটি ফরম্যাটে খেলতে দেখা যাচ্ছিল তাকে। আর আইপিএলের মতো স্টেজে পারফরম্যান্স ছাড়া নিজেকে টিকিয়ে রাখা সম্ভব নয়। যেহেতু তিনি দলের অধিনায়ক তাই পারফরম্যান্স করাটা জরুরি। তার ফর্মের কথা বলতে গেলে, এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা। টুর্নামেন্ট জুড়ে দ্বিতীয় সর্বাধিক রান (৫৯৭) তিনি বানিয়েছেন। তবে বিগত কয়েক বছর ধরেই আইপিএলে রোহিত শর্মার ব্যাট রীতিমতন শান্ত। ২৪৩ আইপিএল ম্যাচে ২৯.৫৮ গড়ে ও ১৩০.৫ স্ট্রাইক রেটে ৬২১১ রান বানিয়েছেন রোহিত।

২. ঋদ্ধিমান সাহা

Wriddhiman Saha, ipl 2024
Wriddhiman Saha | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), বর্তমানে গুজরাত টাইটান্স দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এই আইপিএলেই তার ক্যারিয়ারের আলবিদা ঘোষণা করতে পারেন। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে চলে এসেছেন ঋদ্ধিমান, ইন্ডিয়া দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কোনো সম্ভবনা নেই। আইপিএলে ১৬১ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ঋদ্ধিমানের, ২৪.৯৮ গড়ে ও ১২৮ স্ট্রাইক রেটে ২৭৯৮ রান বানিয়েছেন তিনি। তবে তার বয়সটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে। ভারতীয় দলে পুনরায় সুযোগ পাওয়ার বদলে বেশ কিছুদিন আগে দিলীপ ট্রফি না খেলার সিদ্ধান্ত নেন ঋদ্ধি। ক্যারিয়ারের যে শেষ পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন তা তিনি সকলকেই প্রায় বুঝিয়ে দিয়েছেন।

৩. শিখর ধাওয়ান

SHIKHAR DHAWAN, ipl 2024
Shikhar Dhawan | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বর্তমানে দলের থেকে অনেকটাই দূরে রয়েছেন গব্বর, শিখরকেই ছাড়া গত একবছর ভারতীয় দল প্রদর্শন দেখাচ্ছে। এই আইপিএলেই নিজের ক্যারিয়ারের আলবিদা ঘোষণা করতে পারেন ধাওয়ান। আইপিএলে ২১৭ ম্যাচ খেলেছেন গব্বর, ৩৫.১৯ গড়ে ও ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৬৬১৬ রান বানিয়েছেন ধাওয়ান। গত আইপিএলে পুনরায় আইপিএলে ক্যাপ্টেন রূপে আবির্ভাব ঘটে শিখর ধাওয়ানের, তার নেতৃত্বে দল একেবারেই বাজে প্রদর্শন করেছিল, বয়স বাড়ায় সাথে সাথে নিজের প্রদর্শনের উপরেও কিছুইটা প্রভাব দেখা দিয়েছে। ৩৮ বছর বয়সে পা দিয়েছেন ধাওয়ান, তার পক্ষে আইপিএলের মতন ইভেন্ট এখনও চালিয়ে যাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন- IPL 2024: রিঙ্কুর হাতে ‘আড়ং ধোলাই’ খেয়ে অস্তাচলে এই ক্রিকেটারের কেরিয়ার, মরসুম শুরুর আগে ছেঁটে ফেললো আইপিএল ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *