IPL 2024: বিরাটের কাছে মার খেয়ে বিদায় নিল এই তারকা বোলার, দেখা যাবে না নিলামে !! 1

IPL 2024: নিলাম মঞ্চ এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৪ মরশুমের জন্য প্রস্তুত। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো, সমস্ত তারকা খেলোয়াড় সহ ১১৬৬ জন খেলোয়াড় দেশের বাইরে দুবাইতে অনুষ্ঠিত হতে চলা নিলামের জন্য তাদের নাম দিয়েছে। জোফরা আর্চার, যিনি গত দুই মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন, নিলামের জন্য তার নাম দেননি। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দিয়েছে। আইপিএল ২০২৪ নিলাম এখন ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেই নিলামে আর্চার যে থাকবেন না সেটা তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন। চোটের কারণে তাকে এবার পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে। এর মধ্যে অবশ্য আরও একটি বিষয় সামনে আসছে। গতবছর বল হাতে আহামরি কিছু করতে না পারার জন্য এবার আর আইপিএলে অংশগ্রহণ করতে নারাজ এই ইংরেজ বোলার।

বিরাটের হাতে বেদম মার খান আর্চার

Jofra Archer, ipl 2024
Jofra Archer | Image: Getty Images

গতবারের আইপিএলে জোফ্রা আর্চার মাঠে নামেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০২২ সালে তাকে দলে নিলেও চোটের জন্য ২০২৩ সালের আইপিএলে মাঠে নামেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃক মুক্তি পাওয়া ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চারের নাম এই তালিকায় নেই। তিনি দীর্ঘদিন ধরে ফিটনেস নিয়ে লড়াই করছেন। তবে মুম্বাইয়ের জার্সি গায়ে গতবার হতাশ করেন তিনি। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বল হাতে চরম ফ্লপ করেন তিনি। প্রথম লেগের ম্যাচে মুম্বাই জিতলেও প্রচুর রান দেন তিনি। দ্বিতীয় লেগের ম্যাচে অবশ্য বিরাটের হাতে চরম হেনস্তা হতে হয় তাকে। জোফ্রা আর্চারকে টার্গেট করে বিরাটের ব্যাট সেই ম্যাচে ঝলসে ওঠে। ৪৯ বলে ৮২ রানের মারকুটে ইনিংস খেলেন বিরাট। সেই ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি। এই ম্যাচের পরই আত্মবিশ্বাস তলানিতে ঠেকে আর্চারের।

আইপিএল নিলামে ১১৬৬ খেলোয়াড়

Ipl 2024
IPL 2024 | Image: Getty Images

আইপিএল ২০২৪-এর জন্য খেলোয়াড় নিলাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য খেলোয়াড়দের তাদের নাম দেওয়ার সুযোগ ছিল। শুক্রবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে শেয়ার করা রেজিস্টারে মোট ১১৬৬ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। 2023 সালের বিশ্বকাপে ভালো পারফর্ম করা অনেক বড় নাম আইপিএল নিলামে দেখা যাবে। এর মধ্যে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, ড্যারিল মিচেল এবং রাচিন রবীন্দ্রের নাম রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *