T20 World Cup 2024: ঘোষণা হয়ে গিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল (Team India)। বেশ কিছুদিন ধরেই অপেক্ষা ছিল এই ঘোষণা। অবশেষে সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ১৫ সদস্যের টিম টিম ইন্ডিয়া ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। যেখানে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। দলে জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক। এর মধ্যে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। একই সঙ্গে দল থেকে বাদ পড়েছেন কেএল রাহুল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন রাহুল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ১ জুন থেকে শুরু হবে, যেখানে ফাইনালটি ২৯ জুন অনুষ্ঠিত হবে। দল ঘোষণা হয়ে গেলেও একটা বিষয় নিয়ে অবশ্য কিছু কথা শোনা যাচ্ছে। আর তা হল অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। আসলে রোহিত শর্মা নিজেই ব্যাট হাতে ফর্মে নেই। তাই তিনি কতটা দলকে চাগাতে পারবেন সেটা একটা সন্দেহের বিষয়। এবার দেখে নেওয়া যাক সেই ৩ খেলোয়াড়কে যারা রোহিতের থেকেও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতেন।
৩. সঞ্জু স্যামসন
এই নামটা প্রথমদিকে দেখে অনেকেই ঘাবড়ে যেতে পারেন। তবে এটা সত্যি অধিনায়ক হিসেবে আইপিএলে দুর্দান্ত অধিনায়কত্ব করছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। চলতি টুর্নামেন্টে কোন দলই তার দলের ধারেকাছে নেই। ১০টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতে প্লেঅফের রাস্তা প্রায় পাকা করে ফেলেছে তারা। তাই এখন তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই।
শুধু এই সিজিনে নয়, ২০২২ সালে সঞ্জুর নেতৃত্বে আইপিএল ফাইনাল খেলেছিল রাজস্থান রয়্যালস (RR)। চলতি সিজিনে বোলারদের সঠিক ভাবে ব্যাবহার করছেন সঞ্জু এমনকি বোলারদের ভুল নিজেই শুধরে দিচ্ছেন, তবে ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) মেগা ইভেন্টে মেজাজ হারাতে দেখা গিয়েছে। চলতি আইপিএলে সঞ্জু ব্যাট হাতে ১০ ম্যাচে ৬৪.১৭ গড়ে ও ১৫৯.০৯ স্ট্রাইক রেটে ৩৮৫ রান বানিয়ে ফেলেছেন। তার এই প্রদর্শনের ফলে তাকে জাতীয় T20 দলে আবার সুযোগ দেওয়া হলো, ভারতের জার্সিতে এই ফরম্যাটে ২৫ ম্যাচ খেলেছে সঞ্জু, ২২ ইনিংসে ১৮.৭ গড়ে ও ১৩৩.১ স্ট্রাইক রেটে ৩৭৪ রান বানিয়েছেন তিনি।
২. ঋষভ পন্থ
রোহিত শর্মার বদলে ঋষভ পন্থকে (Rishbah Pant) অধিনায়ক করে বিশ্বকাপের আসরে নামলে ভারতের লাভই হত। চোট সারিয়ে আইপিএলে ফিরেই দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ। আইপিএলে পন্থের নেতৃত্বে দিল্লি তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। পরিপক্ক বোলারদের অভাব রয়েছে দিল্লি দলের কাছে, তবুও দলকে নিজের বুদ্ধির জোরে যেতাচ্ছেন ম্যাচ।
দীর্ঘ ১৬ মাস পর ক্রিকেটে ফিরে এসেও এখনও লম্বা লম্বা ছক্কা মারার ক্ষমতা রাখছেন পন্থ। দলের অধিনায়ক হওয়ার পর থেকে যেন দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে পন্থের। ব্যাট হাতে, ১১ ইনিংসে পন্থ ৪৪.২২ গড়ে ও ১৫৮.৫৭ স্ট্রাইক রেটে ৩৯৮ রান বানিয়েছেন তিনি এবং উইকেটের পিছনে দুর্দান্ত গ্লাভস ওয়ার্কও দেখাচ্ছেন তিনি। ভারতীয় দলের জার্সিতে পন্থ ৬৬ T20 ম্যাচে ৫৬ বার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন যেখানে তিনি ২২.৪৩ গড়ে ও ১২৬.৫৪ স্ট্রাইক রেটে ৯৮৭ রান বানিয়েছেন।
১. বিরাট কোহলি
এই তালিকায় সবথেকে বড় নাম অবশ্যই বিরাট কোহলি (Virat Kohli)। একটা সময় এই বিরাটকে সরিয়েই রোহিত টিম ইন্ডিয়ার অধিনায়ক হন। তবে দীর্ঘদিন পর অনেকেই এখন ভক্তরা বিরাটকে টিমের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান। আসলে বড় টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বিরাটের রয়েছে। তার আগ্রাসী মেজাজ টিমকে কাপ জেতার পথে অনেকটাই এগিয়ে রাখে বলে মত ওয়াকিবহাল মহলের।
দায়িত্ব কাঁধে বিরাট কতটা ভয়ংকর তা খুব ভালো করেই জানে প্রতিপক্ষ দলগুলি। ক্যাপ্টেন হিসাবে তার পারফরমেন্সের ভিন্ন পর্যায়ে পৌঁছে যায়। তিনি আন্তর্জাতিক T20 ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে ৪৬ ইনিংসে ৪৭.৫৮ গড়ে তিনি ১৫৭০ রান বানিয়েছেন। শুধু টিম ইন্ডিয়ার হয়ে নয়, ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়েও নেতৃত্ব নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বিরাটের। চলতি আইপিএলে কোহলি অসাধারণ ছন্দে রয়েছেন। ব্যাট হাতে ১০ ইনিংসে ৭১.৪৩ গড়ে ৫০০ রান বানিয়ে ফেলেছেন কোহলি। কিং কোহলির আন্তর্জাতিক T20 ক্রিকেটের পরিসংখ্যানের কথা বলতে গেলে, ১১৭ ম্যাচের ভিতর ১০৯ বার ব্যাটিং করে ৫১.৭৬ গড়ে ও ১৩৮.১৬ স্ট্রাইক রেটে সর্বাধিক ৪০৩৭ রান বানিয়েছেন। আসন্ন বিশ্বকাপে তার উপর থাকবে দলের প্রত্যাশা।