রোহিত শর্মার (Rohit Sharma) কাছে সামনেই আছে গুরুদায়িত্ব, সেটি হল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচ, ভারতীয় দলকে আগামী ছয় ম্যাচের মধ্যে তাদের সেরা খেলাটি দেখাতে হবে এবং প্রত্যেকটি ম্যাচ জয়লাভ করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে , মহেন্দ্র সিং ধোনির জামানা যাওয়ার পরে ভারতীয় দলের টেস্ট বিভাগের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন বিরাট কোহলি, ঠিক তারপরে দল কে নিয়ে গিয়েছেন একেবারে উন্নতি শিখরে। ভারতীয় দলে শেষ পাঁচ বছরের পারফরমেন্স অন্যান্য দলের তুলনায় খুবই ভালো, ভারতীয় দল অস্ট্রেলিয়াকে শেষ পাঁচ বছরে দুইবার তাদের মাটিতে হারিয়ে এসেছে, এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করেছে ভারতীয় দল। ভারতীয় দলের কাছে সুবর্ণ সুযোগ ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করার, কিন্তু ফাইনালে আশানুরূপ পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। তা সত্ত্বেও পারফরম্যান্স বজায় রেখেছে ভারতীয় দল, গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল ২-১ ব্যাবধানে সিরিজে পরাজিত হওয়ার পরে দলের অধিনায়ক বিরাট কোহলি পদের ইস্তফা দিয়ে দেন। ঠিক তারপরে দলের হয়ে সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব গ্রহণ করেন রোহিত শর্মা। কেবলমাত্র তিনি ভারতের অধিনায়কত্ব করেছে একটি সিরিজেই এবং ২-০ ব্যবধানে সেই সিরিজে জয়লাভ করে ভারতীয় দল। সূত্রের খবর অনুযায়ী এরই মধ্যে রোহিত শর্মা ঘোষণা করে দিয়েছেন তিনি আর বড় ফরম্যাটে অধিনায়কত্ব করতে করবেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২১-২৩) চলা পর্যন্ত তাকে দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে। তার পরিবর্তে দলের অধিনায়ক হতে পারেন এই ৩ অভিজ্ঞ খেলোয়াড়।
জসপ্রীত বুমরাহ
এই তালিকায় শীর্ষে আছেন ভারতীয় দলের অভিজ্ঞ ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ইতিমধ্যে তিনি ভারতের হয়ে একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে ফেলেছেন । ইংল্যান্ডের বিরুদ্ধেই যখন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত ছিলেন তখন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। যদিও জয়লাভ করতে ব্যর্থ হয়েছিলেন বুমরাহ, ভারতীয় দলের হয়ে জসপ্রীত বুমরাহ ৩০ টেস্টে নিয়েছেন ১২৮ টি উইকেট, ৭২ টি একদিনের খেলায় নিয়েছেন ১২১ টি উইকেট, ৬০ টি টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৭০ টি উইকেট। ভারতীয় দলের এই অভিজ্ঞ বোলার রোহিত শর্মার পরিবর্তে টেস্টের দায়িত্ব পালন করতে পারেন জসপ্রীত বুমরাহ, বর্তমানে তিনি টেস্ট ক্রিকেটে ৪থ স্থানে (বোলিং) আছেন।