Team India

হার্শাল প্যাটেল

NZ vs IND: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা এই সিরিজে সুযোগ পেলেও গোটা টুর্নামেন্টে বাইরে বসে থাকবে বলেই মনে করা যাচ্ছে !! 1

বেশ কিছু মাস আগেও ভারতীয় ক্রিকেটের t20 ফরম্যাটের নির্ভরযোগ্য বোলার হিসাবে পরিচিত ছিলেন হার্শাল প্যাটেল (Harshal Patel)। ডানহাতিয়েই ফাস্ট বোলার তার অসদাহারান বোলিং বৈচিত্র দেখিয়ে ডেথ ওভারেও স্পেশালিস্ট হয়ে উঠেছিলেন। কিন্তু কিছু দিন আগেই চোট সরিয়ে তিনি পুনরায় মাঠে ফিরে এসেছেন এবং তার পর থেকে তার সেই বোলিং বৈচিত্র লক্ষ্য করাই যাচ্ছে না এবং তিনি ক্রমাগত অধিক রান দিয়ে ফেলেছেন। তাকে বিশ্বকাপের জন্য দলে রাখা হলেও একটিও ম্যাচ খেলানো হয়নি। তাই মনে করা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে মাঠের বাইরে রেখেই দল সাজাবেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

Read More: IPl 2023: পাঞ্জাবের সঙ্গে যুক্ত হলেন এই তারকা খেলোয়াড়, এবার একাই করবেন দলকে চ্যাম্পিয়ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *