মেলবোর্নে জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার, ট্রেভিস হেড নয় বরং এই ৩ খেলোয়াড় হতে চলেছেন ভারতের ‘মাথা ব্যাথা’ !! 1

আগামী ২৬ ডিসেম্বর থেকে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। চতুর্থ টেস্টের জন্য দুই দলেরই লক্ষ থাকবে জয় সুনিশ্চিত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর চেষ্টা করবে। আপাতত সিরিজের অবস্থানের কথা বলতে গেলে, ভারত প্রথম টেস্টে কি পেয়েছে ও অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে। বৃষ্টির কারণে তৃতীয় টেস্টের ফলাফল জানা যায়নি। চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে দুইটি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে অজি দলের এন্ট্রি নিয়েছেন কেন রিচার্ডসন (Kane Richardson) এবং স্যাম কনস্টাটস। গত দুইবার ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে এই মেলবোর্নে, ততবারই ভারতীয় দল জয়লাভ করেছে। এমনকি ২০১৪ সালে অস্ট্রেলিয়া যখন তুখোর ফর্মে ছিল তখন ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টটি ড্র করেছিল। তবে গত দুই বারের বদলা নিতে চাইবে অস্ট্রেলিয়া দল। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া দলে তিন খেলোয়াড় হতে চলেছেন ‘ভারতের মাথা ব্যাথা’।

স্টিভেন স্মিথ –

Steven Smith, ind vs aus
Steven Smith | Image: Getty Images

তালিকায় শীর্ষে রয়েছেন স্টিভেন স্মিথ (Steven Smith)। মেলবোর্নে সবসময় রান পেয়েছেন এই তারকা ব্যাটসম্যান। আসলে, ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং স্বর্গ হলো মেলবোর্ন, বিশেষ করে টেস্টের প্রথম তিন দিন এখানে বোলারদের পক্ষে খুবই কষ্টকর। তবে, স্টিভেন স্মিথ শুধু ভালো ব্যাটিং পিচ বলে নয়, পৃথিবীর নানান উইকেটে রান বানিয়েছেন স্মিথ। বিশেষ করে মেলবোর্নে স্মিথের পরিসংখ্যান বেশ ভালো। এই মাঠে স্মিথ ১১ টি টেস্ট খেলেছেন। ১৮ ইনিংসে ৭৮.০৭ গড়ে ১০৯৩ রান বানিয়েছেন। ৪ বার শতরান সহ ৫ বার অর্ধশতরান বানিয়েছেন। সর্বোচ্চ ১৯২ রান বানিয়েছেন তিনি। ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে এই রান বানিয়েছিলেন তিনি। যদিও মেলবোর্নে গত দুই ইনিংসে স্মিথ ভারতের বিরুদ্ধে ব্যার্থ হয়েছেন, ২০২০-২১ সালের লড়াইয়ে স্মিথ ০ ও ৮ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। তবে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে শতরান হাঁকিয়ে ফর্মে ফিরেছেন স্মিথ যা ভারতীয় ভক্তদের চিন্তায় ফেলে দিচ্ছে।

Read More: IND vs AUS 4th Test: মেলবোর্নে জয় নিশ্চিত ভারতের, এই তিন ক্রিকেটার চালাবেন ধ্বংসযজ্ঞ !!

স্কট বোল্যান্ড

মেলবোর্নে জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার, ট্রেভিস হেড নয় বরং এই ৩ খেলোয়াড় হতে চলেছেন ভারতের ‘মাথা ব্যাথা’ !! 2
Scott Boland | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তারকা পেসার স্কট বোল্যান্ড (Scott Boland)। অজি তারকা পেসার আবার একবার চতুর্থ টেস্টে দলে সুযোগ পাবেন বলেই আশা করা হচ্ছে। আসলে, তৃতীয় টেস্টে বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন জস হ্যাজেলউড (Josh Hazlewood)। তার বদলি হিসাবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দেখা যাবে স্কট বোল্যান্ডকে। তিনি এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলেছিলেন, সেই ম্যাচেও হ্যাজেলউডের জায়গায় তিনি সুযোগ পেয়েছিলেন। দলের হয়ে লাগাতার সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৪ রান দিয়ে ২টি উইকেট পেয়েছিলেন তিনি এবং দ্বিতীয় ইনিংসের ৫১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। শুধু তাই নয়, শেষবার অস্ট্রেলিয়াতে যখন বক্সিং ডে টেস্ট ম্যাচ হয়েছিল তখন স্কট বোল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস বোলিং প্রদর্শন করেছিলেন। বল হাতে প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে ১ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭ রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে তিনি বিপদজনক হয়ে উঠতে পারেন।

নাথান লিয়ন

মেলবোর্নে জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার, ট্রেভিস হেড নয় বরং এই ৩ খেলোয়াড় হতে চলেছেন ভারতের ‘মাথা ব্যাথা’ !! 3
Nathan Lyon | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তারকা স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon)। চলতি সিরিজে নাথান লিয়ন তার সেরা প্রদর্শন দেখাতে ব্যার্থ হয়েছেন। সিরিজে কেবলমাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে মেলবোর্নে লিয়ন বেশ ভালো ফর্মে থাকেন। আগেও ভারতীয় দলের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে অসাধারণ প্রদর্শন দেখিয়েছেন। ১৩ টি ম্যাচে ৪৫টি উইকেট নিয়েছেন। নাথান চলতি সময়ে বিশ্ব ক্রিকেটের সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়া সক্রিয় বোলার। রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার পর লিয়ন আপাতত এই তালিকায় শীর্ষেই বিরাজ করবেন। তবে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে লিয়ন হতে পারেন দলের শীর্ষ বোলার এবং তিনি ভারতীয় খেলোয়াড়দের ত্রাস হয়ে উঠবেন।

Read Also: IND vs AUS: মেলবোর্নে এই প্লেয়ার হবেন দলের সংকট মোচক, ভারত থেকে দিচ্ছেন পাড়ি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *