শেষ হচ্ছে হার্দিকের ক্যারিয়ার, এই ধুরন্ধর খেলোয়াড় করছেন টিম ইন্ডিয়ায় এন্ট্রি !! 1

Hardik Pandya: জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। মাত্র এক ম্যাচ পরেই জানা যাবে কে হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ২০ বছর পর আবার একবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। এবার টিম ইন্ডিয়ার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ, তৃতীয় বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। ভারতীয় দলের এই পারফরমেন্সের অন্যতম কান্ডারি হলেন মোহম্মদ শামি (Mohammed Shami)। তার বলের জাদুতে মন্ত্রমুগ্ধ ক্রিকেট বিশ্ব। পাশাপাশি টিম ইন্ডিয়ার হয়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতি একটি বড় বিষয় হতে চলেছে , তবে তাকে ছাড়াই টিম ইন্ডিয়া বেশ দারুন প্রদর্শন দেখিয়ে আসছে। তবে এবার তার ক্যারিয়ারে পড়তে চলেছে তালা।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন অধিনায়ক ঘোষণা করছে BCCI, হার্দিক এর বদলে এই খেলোয়াড় সামলাবেন দায়িত্ব !!

শেষ হচ্ছে হার্দিকের ক্যারিয়ার

Hardik pandya,
Hardik Pandya | Image: Getty Images

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। আগামীদিনে কবে তিনি ফিরে আসবেন সে সম্পর্কে পাওয়া যায়নি কোনো আপডেট। তবে তার পরিবর্তন দেখা যাবে জাতীয় দলে। তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন প্রতিভাবান অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। ঘরোয়া ক্রিকেট ও আইপিএল দলের হয়ে বেশ ভালো পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু, ফর্মের ঘাটতিতে জাতীয় দলে বেশিদিন টিকে থাকতে পারেননি দুবে। তবে, তিনি একজন অসাধারণ অলরাউন্ডার সে বিষয়ে নেই কোনো সন্ধেও। এবছর আইপিএলে তিনি আবার নিজেকে মেলে ধরেছেন। এবছর এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে দলের মিডিল অর্ডার সামলেছেন দুবে। আবার হারানো ফর্ম খুঁজে পেয়েছেন তিনি।

ক্রুনাল ও দুবে নেবে হার্দিকের জায়গা

Shivam Dube and Krunal Pandya, hardik pandya
Shivam Dube and Krunal Pandya | Image: Twitter

তিনি এশিয়ান গেমসের জন্য জাতীয় দলে পেয়েছিলেন সুযোগ। যেখানে দলের হয়ে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিলেন শিভম। পাশাপাশি ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) তার ভাই হার্দিকের জায়গা নিতে সক্ষম। ভারতীয় দলের হয়েও আগে প্রদর্শন দেখিয়েছেন ক্রুনাল, ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর জন্যই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে তিনি ৫ ওডিআই ম্যাচে ৬৫ গড়ে ও ১০১.০৬ স্ট্রাইক রেট ১৩০ রান করেছেন এবং ২ উইকেট নিয়েছেন। টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি জাতীয় দলে ১৯ টি টোয়েন্টি ম্যাচে ১২৪ রান বানিয়েছেন ও ১৫ উইকেট নিয়েছেন।

Read More: Hardik Pandya: চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার, চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকছেন হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *