টি-২০ বিশ্বকাপের জন্য ১০ প্লেয়ার কনফার্ম, বাঁকি দের কপালে ঝুলছে 'খাড়া' !! 1

T20 World Cup 2024: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। চলতি আইপিএলের উপর বিচার করেই ঘোষণা করা হবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড। ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়েছে আইপিএলে, যে কারণে নির্বাচকররা তাদের অর্ধেক নির্বাচন প্রায় করেই ফেলেছে। আইপিএলে প্রদর্শনের ভিত্তিতে প্রথম ১০ জন প্লেয়ারকে বাছাই করে ফেলেছেন বোর্ড কতৃপক্ষরা। আসন্ন বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) বাছাই করেছে বোর্ড কতৃপক্ষ। চলতি আইপিএলে রোহিত ৭ ম্যাচে ৪৯.৫ গড়ে ও ১৬৪.০৯ স্ট্রাইক রেটে ২৯৭ রান বানিয়েছেন।

আরও পড়ুন | [Video] রাহুলের সমর্থনে একানায় হাজির অথিয়া, প্রস্তুতির ফাঁকে দিলেন ভালোবাসার ছোঁয়া !!

১০ প্লেয়ারকে বাছাই করেছে BCCI

T20 World Cup 2024
Indian Cricket Team | Image: Getty Images

পাশপাশি ৭ আইপিএলে ৭২.২ গড়ে ও ১৪৭.৩৫ স্ট্রাইক রেটে ৩৬১ রান বানিয়েছেন বিরাট কোহলি তাই ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ দলে তার জায়গা কার্যত পাকা। দলের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে এক নম্বর T20 ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বেছে নিয়েছেন যিনি এই আইপিএলে ৪ ম্যাচে ৩২.৫ গড়ে ও ১৭১.০৫ স্ট্রাইক রেটে ১৩০ রান বানিয়েছেন। এবারের আইপিএলে ব্যাট ও উইকেটের পিছনে দুরন্ত কিপিং করছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৭ ম্যাচে তিনি ৩৫ গড়ে ১৫৬.৭২ স্ট্রাইক রেটে ২১০ রান বানিয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

চলতি আইপিএলে জাদেজা ৫ ইনিংসে ১৪১ গড়ে ও ১৪১ স্ট্রাইক রেটে ১৪১ রান বানিয়েছেন ও ৪ উইকেট নিয়েছেন যেখানে ওভারপিছু তিনি ৭.৮৪ রান দিয়েছেন। তাছাড়া হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে একেবারে ব্যার্থ হয়েছেন, তিনি ব্যাট হাতে ২৩.৫ গড়ে ও ১৪৬.৮৮ স্ট্রাইক রেটে ১৪১ রান বানিয়েছেন ও বল হাতে ৪ উইকেট নিয়েছেন যেখানে ১১ রান করে ওভার পিছু রান দিয়েছেন। দলের স্পিন অস্ত্র হাতে চলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) যিনি ৬.০৬ রান দিয়েছেন ওভার পিছু ও তুলে নিয়েছেন ৬টি উইকেট। এছাড়া ৩ পেসারদের নজরে রেখেছে BCCI। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তিনি ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ও ওভার পিছু মাত্র ৫.৯৬ রান দিয়েছেন। তাছাড়া অর্ষদীপ সিং ও মোহাম্মদ সিরাজের উপর নজর রাখছেন বোর্ড কর্তারা।

১০ প্লেয়ারকে বেছে নিয়েছে BCCI

রোহিত শর্মা (C), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, অর্ষদীপ সিং, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া

আরও পড়ুন | T20 World Cup 2024: বাজ পড়লো ইংল্যান্ডের, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে আউট বেন স্টোকস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *