আজ আইপিএলের মেগা ফাইনাল (IPL 2024 Final) ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। মেগা ম্যাচে লক্ষ থাকবে ক্রিকেট প্রেমীদের, দুই দলই পয়েন্ট তালিকায় শীর্ষ দুই স্থানে সমাপ্ত করেছিল। গত মঙ্গলবার কলকাতা ও হায়দ্রাবাদ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচে জয়লাভ করে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। পাশাপশি, হায়দ্রাবাদ দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থানকে ৩৬ রানে পরাজিত করে ফাইনালে উঠে আসলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুই দল চলতি মরসুমে আজ তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে।
দুই দলের প্রথম ম্যাচটি বেশ ক্লোজ ম্যাচ হয়েছিল যেখানে কলকাতা দল হায়দ্রাবাদকে ৪ রানে পরাজিত করেছিল এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিজিনের শুরু করেছিল। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে জ্বলে উঠতে পারেন সুনীল নারিন (Sunil Narine)। চলতি মরশুমে ব্যাট ও বল হাতে তান্ডব সৃষ্টি করেছেন নারিন, এমনকি এই মরসুমে তিনিই হতে চলেছেন মোস্ট ভালুইবেল প্লেয়ার। নারিনের পাশাপশি ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে দুই আইয়ারই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। আজকের মেগা ম্যাচেও এই দুই প্লেয়ারের উপর ভরসা থাকবে কলকাতা দলের। তাছাড়া বোলারদের কথা বলতে গেলে, বরুণ চক্রবর্তী (Varun Chakravarty) ও মিচেল স্টার্ক গত ম্যাচে বেশ দারুন পারফরমেন্স দেখিয়েছিলেন।
প্রথম স্পেলেই স্টার্ক ৩ উইকেট তুলে নিয়েছিলেন এবং বরুণের কাছে বড় সুযোগ থাকবে আর চার উইকেট নিয়ে পার্পেল ক্যাপ গ্রহণ করার। অন্যদিকে সানরাইজার্স দলের কথা বলতে গেলে, মরশুম জুড়েই দলের ব্যাটসম্যানদের উপরেই তার বেশি ভরসা দেখিয়েছে। ট্রেভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) দুজনেই দলের হয়ে ৫০০’র কাছাকাছি রান বানিয়েছেন। গত ম্যাচে বল হাতেও চেন্নাইয়ের স্পিন উইকেটে ২ উইকেট তুলে নিয়েছিলেন অভিষেক। আজকের ম্যাচেও একই ফলাফল দেখা যেতে পারে। পাশাপাশি দলের মুখ্য পেসার ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins) ও টি নটরজন (T Natarajan) যথাক্রমে ১৯ ও ১৭টি করে উইকেট নিয়েছেন। আজকের ম্যাচেও দুই বোলারের উপর ভরসা করতে হবে সানরাইজার্সের।
Read More: IPL 2024 Final: কলকাতার বিরুদ্ধে মাস্টারপ্ল্যান প্যাট কামিন্সের, এই খেলোয়াড় হবেন ‘তুরুপের তাস’ !!
KKR vs SRH, IPL 2024 Final, PITCH REPORT
আজকের মেগা ম্যাচটি চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে, গত দিন চেন্নাইতে ৭ নম্বর উইকেটে খেলা হওয়ার কারণে মাঠের একদিকে ছোট ও একদিকে বড় বাউন্ডারি ছিল তবে মেগা ফাইনালে মাঝের উইকেটে খেলা হওয়ার রয়েছে সম্ভাবনা। এই উইকেটটি তুলনামূলক ব্যাটসম্যানদের পক্ষে সহায় থেকেছে। চলতি মরশুমে বেশিরভাগ ম্যাচে রান দেখা গেলেও চেন্নাইতে তুলনায় কম রান দেখা গিয়েছে। আজকের ম্যাচটি জয় করে দুই দল তাদের ক্যাবিনেট আরও একটি ট্রফি তুলে রাখতে চাইবে।
KKR vs SRH, IPL 2024 Final, WEATHER REPORT
আজ চেন্নাইয়ের আবহাওয়ার কথা বলতে গেলে, আজ সকালে সর্বাধিক ৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন ৩১ ডিগ্রি তাপমাত্রা বিরাজমান থাকবে। প্রচন্ড গরমে আপেক্ষিক আদ্রতা থাকবে ৫১ শতাং। ২১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। তবে, আজকের ম্যাচে বৃষ্টির কোনো ভ্রুকুটি নেই। টস জিতে অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নেবেন।
KKR vs SRH, IPL 2024 Final, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ
কলকাতা নাইট রাইডার্স- সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (WK), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (C), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী [ইমপ্যাক্ট প্লেয়ার:নীতীশ রানা ]
সানরাইজার্স হায়দ্রাবাদ- ট্রেভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (WK), আবদুল সামাদ, প্যাট কামিন্স (C), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন [ইমপ্যাক্ট প্লেয়ার: শাহবাজ আহমেদ]
KKR vs SRH, IPL 2024 Final, আজকের সেরা একাদশ
উইকেট কিপার- হেনরিখ ক্লাসেন।
ব্যাটসম্যান – ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি।
অলরাউন্ডার – সুনীল নারিন, অন্দ্রে রাসেল, অভিষেক শর্মা।
বোলার – টি নটরজন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী।
ক্যাপ্টেন – সুনীল নারিন।
ভাইস ক্যাপ্টেন- বরুণ চক্রবর্তী।
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।