IPL 2025: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও জিততে পারে নি গুজরাত টাইটান্স (GT)। ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থামতে হয়েছিলো ২৩২-এ। সেই ব্যর্থতার জ্বালা মিটিয়ে চলতি আইপিএলের (IPL) প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া শুভমান গিলের দল। গত ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম্যান্স করেছিলেন সাই সুদর্শন, জস বাটলার, শেরফেন রাদারফোর্ডরা। শনিবারও নজর থাকবে তাঁদের দিকে। বোলিং বিভাগে গুজরাতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন রশিদ খান (Rashid Khan), কাগিসো রাবাডারা। সোমবার ৫৪ রান খরচ করেছিলেন মহম্মদ সিরাজ। তাঁর ছন্দে ফেরার অপেক্ষায় থাকবে টাইটান্স শিবির। অন্যদিকে প্রথম ম্যাচে হেরেছে মুম্বইও (MI)। চেপকের মাঠে তাদের বিরুদ্ধে বাজিমাত করেছিলো চেন্নাই সুপার কিংস। ২ পয়েন্ট পেতে মরিয়া তারাও। অধিনায়ক হার্দিকের প্রত্যাবর্তন স্বস্তি দিচ্ছে আম্বানিদের। নজর থাকবে ভিগনেশ পুথুর, তিলক বর্মা, ট্রেন্ট বোল্টদের দিকে।
Read More: IPL 2025: ঋষভ পন্থকে গালিগালাজ সাংবাদিকের, ভাঙলেন টিভি, লক্ষ্ণৌ-হায়দ্রাবাদ ম্যাচ শেষে ধুন্ধুমার কাণ্ড !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
গুজরাত টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ নং- ০৯
তারিখ- ২৯/০৩/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

১ লক্ষ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স (GT vs MI)। এখানে সাধারণত ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়। দিনকয়েক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান তুলেছিলো টিম ইন্ডিয়া। এমনকি আইপিএল মরসুমের প্রথম ম্যাচেও দুই ইনিংসেই দেখা গিয়েছে রানের পাহাড়। শনিবারের দ্বৈরথেও তাই ব্যাটারদেরই আধিপত্য থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিপূর্বে আহমেদাবাদের মাঠে আইপিএলের (IPL) ৩৬টি ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে ১৬টিতে। আর রান তাড়া করে জয় এসেছে বাকি ২০টিতে। বছরের এই সময় শিশির বড় ভূমিকা নিতে পারে আহমেদাবাদে। বিষয়টি মাথায় রেখে টসজয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নিতে পারেন।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

শনিবার আহমেদাবাদে সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স (GT vs MI)। ঐ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াস। শনিবার আহমেদাবাদের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৮ শতাংশ। বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা।
GT vs MI হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৫
- গুজরাতের জয়- ০৩
- মুম্বইয়ের জয়- ০২
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- গুজরাত ৬ রানে জয়ী
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসের বিভিন্ন টিভি চ্যানেলে। এছাড়াও জিওহটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে ম্যাচ।
দুই দলের সম্ভাব্য একাদশ-

গুজরাত টাইটান্স (GT)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
শুভমান গিল (অধিনায়ক), বি.সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক) ✈️, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, শেরফেন রাদারফোর্ড ✈️, সাই কিশোর, আর্শাদ খান, রশিদ খান ✈️, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা ✈️।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
শুভমান গিল (অধিনায়ক), বি.সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক) ✈️, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, সাই কিশোর, আর্শাদ খান, রশিদ খান ✈️, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কাগিসো রাবাডা ✈️।
ইমপ্যাক্ট প্লেয়ার- শেরফেন রাদারফোর্ড ✈️/প্রসিদ্ধ কৃষ্ণা, গ্লেন ফিলিপস ✈️, ঈশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর।
মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটরক্ষক) ✈️, উইল জ্যাকস ✈️, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার ✈️, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ✈️।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রায়ান রিকলটন (উইকেটরক্ষক) ✈️, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার ✈️, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ✈️, ভিগনেশ পুথুর।
ইমপ্যাক্ট প্লেয়ার- রোহিত শর্মা/ভিগনেশ পুথুর, অশ্বিনী কুমার, রাজ অঙ্গদ বাওয়া, করবিন বশ ✈️, কর্ণ শর্মা।
GT vs MI Dream 11 Prediction-
ব্যাটার- বি. সাই সুদর্শন, তিলক বর্মা, শুভমান গিল
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, শেরফেন রাদারফোর্ড
উইকেটরক্ষক- জস বাটলার
বোলার- রশিদ খান, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর, প্রসিদ্ধ কৃষ্ণা
অধিনায়ক- শুভমান গিল
সহ-অধিনায়ক- জস বাটলার
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: IPL 2025: ট্রফি খরা কাটছে বেঙ্গালুরুর, ভাইরাল IIT বাবা করলেন বড় ভবিষ্যদ্বাণী !!