২০২৬-এর টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত ৮ দল, বাদ যাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মত হেভিওয়েটরা !!

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বহুল প্রচলিত। এর আগে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ-আইসিসি আয়োজিত সাদা বলের দুই টুর্নামেন্টই আয়োজন করেছে তারা। তবে আমেরিকার মাটিতে প্রথমবার কোনো প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে এবার। নিউ ইয়র্ক, ডালাস ও ফ্লোরিডা-মার্কিন মুলুকের তিন প্রান্তের তিন শহরকে চিহ্নিত […]

মার্ক চাপম্যান (Mark Chapman)-

১৯৯৪ সালের ২৭ জুন ব্রিটিশ হংকং-এ জন্ম মার্ক সিনক্লেয়ার চাপম্যানের (Mark Chapman)। তাঁর বাবা পিটার হংকং-এর সরকারী আইনজীবী ছিলেন। মা অ্যান কাজ করতেন অর্থনীতির দুনিয়ায়। মার্কের বাবা নিউজিল্যান্ডের নাগরিক হলেও মা অ্যান হংকং-এর (Mark Chapman Family)। হংকং-এ বেড়ে ওঠা মার্কেরও। সেখানেই ক্রিকেটে হাতেখড়ি। যখন তাঁর বয়স ১৪, তখন অকল্যান্ডে চলে আসেন তিনি। যোগ দেন কিংস কলেজে। পরে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়েছিলেন। হংকং-এর হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে সাড়া জাগিয়েছিলেন তিনি। এরপর ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয় তাঁকে। চট্টগ্রামে নেপালের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ঐ একই বছরে তিনি অংশ নিয়েছিলেন এশিয়ান গেমসেও। ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হেরে যায় হংকং। পরের বছর সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে ওডিআই অভিষেক হয় তাঁর (Mark Chapman Debut)। ২০১৮ সালে তিনি সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার। ঐ বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে কিউই জার্সিতে তাঁর টি-২০ ও একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়।

বাংলায় মার্ক চাপম্যানের বায়োগ্রাফি (Mark Chapman Biography in Bengali)-

সম্পূর্ণ নাম মার্ক সিনক্লেয়ার চাপম্যান
ডাকনাম
জন্মস্থান ব্রিটিশ হংকং
জন্মতারিখ ২৭ জুন ১৯৯৪
উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৮ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল নিউজিল্যান্ড, হংকং
আইপিএল দল
জার্সি নম্বর ৮৮
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ বাম হাতি অর্থোডক্স স্পিনার
ক্রিকেটীয় ভূমিকা অলরাউন্ডার
স্ত্রী -র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন কর্কট
শখ ক্রিকেট খেলা
পঠনপাঠন কিংস কলেজ, অকল্যান্ড
ইন্সটাগ্রাম প্রোফাইল @markchapman8
ফেসবুক প্রোফাইল @markschapman8
ট্যুইটার (X) হ্যান্ডেল @markchapman08

মার্ক চাপম্যানের আন্তর্জাতিক অভিষেক (Mark Chapman International Debut)-

বর্তমানে নিউজিল্যান্ডের হয়ে খেললেও মার্ক চাপম্যান আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন হংকং-এর জার্সিতে। ওডিআই ও টি-২০, দুই ফর্ম্যাটেই তাঁর অভিষেক হয় হংকং-এর হয়ে।

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ১৬/১১/২০১৫ U.A.E দুবাই
টি-২০ ১৬/০৩/২০১৪ নেপাল চট্টগ্রাম

মার্ক চাপম্যানের কেরিয়ার পরিসংখ্যান (Mark Chapman Career Stats)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test
ODI ২৩ ৪৮৬ ১২৪* ২৮.৫৮ ১০৯.২১ ০২ ০০
T20i ৭৬ ১৫৪৮ ১০৪* ২৮.৬৬ ১৩২.৬৪ ০১ ০৮ ০৪
FC ৪৪ ২৯৫৪ ১৪৬ ৪২.৮১ ৬১.৬৫ ০৬ ১৭ ০১
List-A ৮৩ ২৮০৮ ১৫৭ ৪১.৯১ ৯৬.৬৯ ০৭ ১৪ ১৪
T20 ১৫৯ ৩১৩৯ ১০৪* ২৬.১৫ ১৩৩.২৩ ০২ ১৯ ২২

যে দলগুলির হয়ে খেলেছেন মার্ক চাপম্যান (Mark Chapman Teams in Bengali)-

নিউজিল্যান্ড, হংকং, হংকং অনুর্দ্ধ-১৯, হংকং অনুর্দ্ধ-১৫, ব্র্যাম্পটন উলভস, হংকং ক্রিকেট ক্লাব, সেন্ট লুসিয়া স্টারস, অকল্যান্ড।

মার্ক চাপম্যান রেকর্ড ও কৃতিত্বসমূহ (Mark Chapman Records and Achievements)-

  • প্রথম ক্রিকেটার হিসেবে দুটি দেশের হয়ে আন্তর্জাতিক টি-২০তে অর্ধশতক বা তার বেশী রান করার নজির গড়েছেন মার্ক চাপম্যান। হংকং-এর হয়ে তাঁর সর্বোচ্চ রান ৬৩*। পরে নিউজিল্যান্ডের জার্সিতেও একাধিকবার পঞ্চাশ পেরিয়েছেন তিনি।
  • দশম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে দুটি ভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেছেন মার্ক চাপম্যান (Mark Chapman Records in Bengali)।
  • ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দুটি দেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন মার্ক চাপম্যান।

মার্ক চাপম্যান নেট ওয়ার্থ (Mark Chapman Net Worth in Bengali)-

ভারতীয় মুদ্রায় আনুমানিক ৭ কোটি টাকা।

মার্ক চাপম্যান সম্পর্কীত সাধারণ প্রশ্নাবলী (FAQs)-

মার্ক চাপম্যান কোন দেশের হয়ে খেলেন?

মার্ক চাপম্যান আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেন।

মার্ক চাপম্যান আর কোন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন?

মার্ক চাপম্যান নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন হংকং-এর হয়ে।

মার্ক চাপম্যান কোন দলের বিরুদ্ধে টি-২০ শতরান করেছিলেন?

মার্ক চাপম্যান পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন টি-২০ শতরান।

মার্ক চাপম্যান কোন দলের বিরুদ্ধে টি-২০ অভিষেক ঘটান?

মার্ক চাপম্যান নেপালের বিরুদ্ধে ২০১৪ সালে টি-২০ অভিষেক ঘটান।

নিউজিল্যান্ড জার্সিতে কোন দলের বিরুদ্ধে মার্ক চাপম্যানের অভিষেক হয়?

মার্ক চাপম্যান নিউজিল্যান্ড জার্সিতে প্রথম টি-২০ ও ওডিআই খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে।