IPL 2025: হার্দিকের ডানা ছাঁটছে মুম্বই ইন্ডিয়ান্স, নতুন মরসুমে অধিনায়ক সূর্যকুমার যাদব !! 1

IPL 2025: গত দশকে দুর্দান্ত সাফল্য পেয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার জিতেছিলো আইপিএল (IPL) ট্রফি। কিন্তু ২০২০’র পর থেকেই ক্রমশ নীচের দিকে গিয়েছে তাদের পারফর্ম্যান্সের গ্রাফ। গত চারটি আইপিএলে (IPL) তিন বার প্লে-অফের গণ্ডী টপকায় নি মুকেশ আম্বানির দল। গত তিন বছরের মধ্যে দুই বার লীগ তালিকায় শেষতম স্থানে থাকতে হয়েছে তাদের। কঠিন পরিস্থিতি থেকে মুক্তির সন্ধানে রয়েছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৪ সালে অধিনায়ক বদলে দেখেছে তারা। কিন্তু কাজের কাজ কিছু হয় নি। এবার নতুন স্কোয়াড নিয়ে নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া তারা। একটা সময় সকল প্রতিপক্ষকে পিছনে ফেললেও বর্তমানে মুম্বইয়ের সফলতম তকমায় ভাগ বসিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। মুকুট ফিরে পেতে এবার সূর্যকুমারে (Suryakumar Yadav) আস্থা রাখতে পারে দল।

Read More: IPL 2025: নেতৃত্বে থাকছেন KL রাহুল, স্টার্ক-ব্রুক-অক্ষরদের নিয়ে ধুন্ধুমার একাদশ গড়ছে দিল্লী ক্যাপিটালস !!

সূর্যকুমার হচ্ছেন নয়া অধিনায়ক-

Hardik Pandya and Suryakumar Yadav | IPL | Image: Twitter
Hardik Pandya and Suryakumar Yadav | Image: Twitter

গত মরসুমে বিস্তর নাটকের পর হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে ফেরাতে সক্ষম হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গুজরাত টাইটান্সের রিটেনশন তালিকায় তারকা অলরাউন্ডার থাকলেও ট্রেডিং উইন্ডো বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে সম্পূর্ণ হয় দলবদল। ২০২২-এর আইপিএল (IPL) জয়ী অধিনায়কের হাতেই নেতৃত্বের ব্যাটন সঁপে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। পাঁচ বার খেতাব জেতানো অধিনায়ক রোহিত শর্মা’কে পদত্যাগ করতে বাধ্য করায় মুম্বই শিবিরের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছিলো সমর্থকদের মধ্যে। মাঠে ও মাঠের বাইরে প্রতিবাদে সোচ্চার হন তাঁরা। হার্দিকের (Hardik Pandya) উদ্দেশ্যেও ধেয়ে এসেছিলো বহু কটাক্ষ ও কটূক্তি। মাঠের পারফর্ম্যান্স দিয়ে যাবতীয় সমালোচনার জবাব দিতে পারতেন তিনি। কিন্তু মাত্র ২১২ রান করেন, নেন ১১ উইকেট। যা যথেষ্ট ছিলো না ক্ষুব্ধ সমর্থকদের চুপ করানোর জন্য।

নেতা হিসেবেও বিশেষ কোনো অবদান রাখতে পারেন নি হার্দিক। ১৪ ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্ট নিয়ে সবার নীচে শেষ করে মুম্বই। এছাড়া স্কোয়াডের মধ্যে ভাঙনের খবর সামনে এসেছিলো সংবাদমাধ্যম সূত্রে, যা কাজটা অনেক বেশী কঠিন করে দিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জন্য। ২০২৪ সালে হার্দিককে অধিনায়ক করে যে ভুল মুম্বই করেছে তার পুনরাবৃত্তি ২০২৫-এ আর করতে নিশ্চয়ই চাইবেন না মুকেশ আম্বানিরা। তাঁকে রিটেন করা হয়েছে ঠিকই, কিন্তু মাঠে নামতে হবে সাধারণ খেলোয়াড় হিসেবেই। পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জাতীয় দলে অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিককে পিছনে ফেলেছেন সূর্য। তাতে শাপে বরই হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একের পর এক সিরিজ জিতেছে ভারত। মুম্বই’ও ‘লাকি চার্ম’ হিসেবে চাইছে সূর্যকে।

শক্তিশালী স্কোয়াড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স-

Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images
Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images

ট্রফি জয়ের লক্ষ্যে এবার শক্তিশালী স্কোয়াড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মার মত টি-২০ দুনিয়ার সুপারস্টারদের রিটেন করার পাশাপাশি জেড্ডার মেগা অকশন থেকেও স্কোয়াডে সামিল করেছে একঝাঁক তারকাকে। তিন বছর রাজস্থানে কাটানোর পর মুম্বইতে ফিরেছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। ১২.৫০ কোটিতে তাঁকে নিয়েছেন আম্বানিরা। নতুন বল হাতে জসপ্রীত বুমরাহ’র সাথে ইনিংস শুরু করতে পারেন তিনি। এছাড়া থাকছেন দীপক চাহার। দুই দিকেই স্যুইং করাতে পারেন তিনি। সন্ধ্যাবেলা ওয়াংখেড়েতে হয়ে উঠতে পারেন ঘাতক। আফগান তরুণ আল্লাহ্‌ গজনগফরকেও দলে নিয়েছে মুম্বই। তাদের জন্য এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন অলরাউন্ডার উইল জ্যাকস (Will Jacks)। উইকেটরক্ষক রবিন মিঞ্জের কাছেও অনেক প্রত্যাশা রাখছেন সমর্থকেরা।

এক নজরে মুম্বইয়ের সম্পূর্ণ স্কোয়াড-

Also Read: IPL 2025: মেগা নিলামে দল পেলেন না একঝাঁক তারকা, প্রতিপক্ষের ঘুম ওড়াতে পারে ‘অবিক্রিত’ একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *