IPL 2025: নেতৃত্বে থাকছেন KL রাহুল, স্টার্ক-ব্রুক-অক্ষরদের নিয়ে ধুন্ধুমার একাদশ গড়ছে দিল্লী ক্যাপিটালস !! 1

IPL 2025: আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকে টুর্নামেন্টে অংশ নিচ্ছে দিল্লী ফ্র্যাঞ্চাইজি (DC)। ২০২০তে ফাইনাল খেলা ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই তাদের। গত মরসুমে তারা শেষ করেছে ষষ্ঠ স্থানে। ব্যর্থতা ভুলে এবার সাফল্যের সরণিতে হাঁটতে মরিয়া তারা। গত বছরের অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) বিদায় জানিয়ে সামনের দিকে তাকাতে চাইছে দল। মাত্র চার জন’কে রিটেন করেছিলো তারা। ২৪ ও ২৫ তারিখের মেগা নিলাম থেকে স্কোয়াডে সামিল করেছে আরও ১৯ জন’কে। অকশন পার্সে ৭৩ কোটি ছিলো দিল্লীর (DC)। এর মধ্যে তারা খরচ করেছে ৭২ কোটি ৮০ লক্ষ টাকা। দুর্বলতার জায়গাগুলি খুঁজে তা মেরামত করার চেষ্টা করতে দেখা গিয়েছে পার্থ জিন্দল, কিরণ কুমার গ্রান্ধী, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মত কর্মকর্তাদের। শেষমেশ যে ২৩ জন’কে তাঁরা বেছে নিয়েছেন, তাঁরা ট্রফি জেতাতে সক্ষম বলেই মনে করছে ক্রিকেটমহল।

Read More: দ্বিতীয় টেস্টে বাদ শুভমান গিল, এন্ট্রি নিচ্ছেন রোহিত শর্মা, প্রকাশ্যে আসলো ভারতীয় দলের একাদশ !!

ট্রফি জেতাতে পারে দিল্লীর একাদশ-

KL Rahul to Replace Rishabh Pant as DC Captain | IPL | Image: Getty Images
KL Rahul to Replace Rishabh Pant as DC Captain | IPL | Image: Getty Images

ঋষভ পন্থ (Rishabh Pant) দল ছাড়ার পর অধিনায়কের আসনে কে বসবেন তা নিয়ে প্রশ্ন ছিলো। তার জবাব মিললো আইপিএলের (IPL) মেগা নিলামে। ১৪ কোটি টাকার বিনিময়ে কে এল রাহুলকে (KL Rahul) কিনেছে দিল্লী ক্যাপিটালস (DC)। অধিনায়কত্বের সাথে সাথে তিনিই সামলাবেন ওপেনিং-এর দায়িত্ব। সাথে থাকবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। গত মরসুমে দিল্লীর হয়েই ঝড় তুলেছিলেন তিনি। আবার নিলাম থেকে তাঁকে স্কোয়াডে সামিল করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। তিন নম্বরে দেখা যেতে পারে অভিষেক পোড়েলকে (Abishek Porel)। গত মরসুমে ওপেন করলেও এবার হয়ত এক ধাপ নীচে খেলতে হবে তাঁকে। চার নম্বরে ফ্র্যাঞ্চাইজির পছন্দ হতে পারেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (Harry Brook)। গত মরসুমে আইপিএলে (IPL) অংশ নেন নি তিনি। এবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকবেন তিনি।

পাঁচ নম্বরে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে (Tristan Stubbs)। ঝোড়ো ফিনিশারের ভূমিকায় গত বার নজর কেড়েছিলেন তিনি। এরপর সুযোগ দেওয়া হতে পারে আশুতোষ শর্মা’কে (Ashutosh Sharma)। ব্যাটিং-এর সময় হয়ত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামবেন তিনি। সাতে থাকছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বাম হাতি স্পিন বোলিং অলরাউন্ডারকেও রিটেন করেছে দিল্লী। অক্ষরের সাথে স্পিন বিভাগ সামলাবেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব (Kuldep Yadav)। প্রথম একাদশে তিন জন পেসারকে রাখার সিদ্ধান্ত নিতে পারেন নয়া কোচ হেমাঙ্গ বাদানি। অস্ট্রেলিয়ার সুপারস্টার মিচেল স্টার্ককে (Mitchell Starc) ১১.৭৫ কোটিতে কিনেছে ক্যাপিটালস (DC) শিবির। থাকছেন তিনি। এছাড়া টি.নটরাজন ও মুকেশ কুমারকেও সুযোগ দেওয়া হতে পারে। বোলিং-এর সময় ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন মোহিত শর্মা।

এক নজরে সেরা এগারো-

কে এল রাহুল, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা (ইমপ্যাক্ট), অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি.নটরাজন, মোহিত শর্মা (ইমপ্যাক্ট)।

রিজার্ভ বেঞ্চ’ও তৈরি দিল্লী ক্যাপিটালসের-

Faf du Plessis | IPL | Image: Getty Images
Faf du Plessis | Image: Getty Images

আসন্ন আইপিএলের (IPL) জন্য অন্যতম ব্যালান্সড দল তৈরি করেছে দিল্লী ক্যাপিটালস (DC)। প্রথম একাদশের পাশাপাশি তাদের রিজার্ভ বেঞ্চ’ও বেশ শক্তিশালী। মাত্র ২ কোটিতে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি (Faf du Plessis)। ফ্রেজার ম্যাকগার্ক বা হ্যারি ব্রুক রান না পেলে তাঁকে সুযোগ দিতে পারেন কোচ বাদানি। এছাড়া ভারতীয় তরুণ ব্যাটারদের মধ্যে রয়েছেন সমীর রিজভি (Sameer Rizvi)। বিগ হিটার হিসেবে পরিচিতি রয়েছে উত্তরপ্রদেশের তরুণের। মিডল অর্ডার ব্যাটার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরাও (Donovan Ferreira)। দর্শন নলকাণ্ডে, অজয় মণ্ডলদের মত ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখেরাও থাকছেন দিল্লীর রিজার্ভ বেঞ্চে। পেস বিভাগে মিচেল স্টার্কের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার ‘স্পিডস্টার’ দুষ্মন্ত চামিরাকেও তৈরি রাখছে ক্যাপিটালস শিবির।

এক নজরে দিল্লীর সম্পূর্ণ স্কোয়াড-

Also Read: IPL 2025: বিরাট কোহলির সাথে ঝগড়া করার ফল ভুগলেন নবীন-উল-হক, আইপিএল নিলামে থাকলেন অবিক্রিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *