ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম মরশুমে বাঁকি রয়েছে আর মাত্র দুই সপ্তাহের খেলা। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাত টাইটান্স (SRH vs GT)। চলতি মরশুমের ৬৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত ও কলকাতা। বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল এই মেগা ম্যাচ। যে কারণে দুই দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়েছিল এবং ১ পয়েন্টের সহযোগে গুজরাত ১৩ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট পেতে সক্ষম হয়েছে। ২০২২ মরশুমের চ্যাম্পিয়ন ও ২০২৩ মরশুমের রানার্স আপ গুজরাত টাইটান্স এবারের আইপিএলের গ্রুপ স্টেজের ম্যাচ থেকেই ছিটকে গেল।
টানা চতুর্থ ম্যাচে পরাজিত হলো রাজস্থান
পাশাপশি, গতকাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস (RR vs PBKS)। গতকাল রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান বানাতে সক্ষম হয়েছিল, তবে পাঞ্জাব কিংস এই রান তাড়া করতে এসে ১৮.৫ ওভারেই ৫ উইকেটের বিনিময়ে জয় সুনিশ্চিত করেন। গতকাল পরাজয়ের পর পয়েন্ট তালিকায় প্রথম দুই স্থানে শেষ নাও করতে পারে রাজস্থান। গতকাল রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে তাদের পঞ্চম ম্যাচটি হারলো এবং গতকালের পরাজয়টি ছিল তাদের পরস্পর চারটি ম্যাচে পরাজয়। রাজস্থানের পরাজয়ের সাথে সাথে লাভ হলো সানরাইজার্সের (SRH)।
রাজস্থানের পরাজয়ে লাভ হলো সানরাইজার্সের
সানরাইজার্স হায়দ্রাবাদের বাঁকি রয়েছে দুটি ম্যাচ, গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চলতি সপ্তাহে মুখোমুখি হবে প্যাট কামিন্সের এই দল। প্রথম দুই স্থানে সমাপ্ত করলে কোয়ালিফায়ার রাউন্ডে দলের কাছে হেরে গেলেও অতিরিক্ত একটি সুযোগ থাকবে। তবে রাজস্থানের কাছে সেই সুযোগ থাকলেও এবার সেই সুযোগের সদ্ব্যবহার করতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শীর্ষ দুই স্থানে শেষ করতে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদের বাঁকি দুই ম্যাচ জিততে হবে এবং প্রার্থনা করতে হবে রাজস্থান যেন তাদের শেষ ম্যাচ কলকাতার কাছে পরাজিত হয় বা কম মার্জিনে কলকাতাকে পরাজিত করতে হবে। তাছাড়া যদি সানরাইজার্স হায়দ্রাবাদ বাঁকি দুই ম্যাচের মধ্যে একটি জেতে তাহলে কলকাতার কাছে রাজস্থানকে ২০ রানে পরাজিত হওয়া আবশ্যক। তবে চলতি সিজিনে যে ফর্মে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তাতে বাঁকি দুই ম্যাচে তারা জয়লাভ করার বেশ সম্ভাবনা রয়েছে।