কাজে দিলো না দীনেশ কার্তিকের ৮৩ রানের ইনিংস, হাই স্কোরিং ম্যাচে RCB'র বিরুদ্ধে ২৫ রানে জয় ছিনিয়ে নিলো SRH !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের মঞ্চ (IPL 2024)। আর চলতি আইপিএলে পরাজয়ের ধারা অব্যহত রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ৭ ম্যাচে তাদের জয় এসেছে কেবলমাত্র একটিতে। আজকের আইপিএলের ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (RCB vs SRH)। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন RCB দলের ক্যাপ্টেন ফফ ডু প্লেসিস। তবে ব্যাটিং করতে আসা সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ট্রেভিস হেড (Travis Head)। ৪১ বলে ৯টি চার ও ৮টি ছক্কার বিনিময়ে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

২৫ রানে জয় ছিনিয়ে নিলো SRH

RCB vs SRH , IPL 2024
RCB vs SRH | Image: Getty Images

তাছাড়া ওপেনার অভিষেক শর্মা ২২ বলে বানান ৩৪ রান। আজকে দলের হয়ে ৩ নম্বরে ব্যাটিং করতে আসেন হেনরিখ ক্লাসেন। যিনি প্রথম থেকেই মারমূখী হয়ে ওঠেন। তার ব্যাট থেকে ৩১ বলে এসেছে ৭টি ছক্কা ও ২টি চার। ৩১ বলে ৬৭ রানের একটি মারকুটে ইনিংস ভক্তদের উপহার দেন তিনি। তাছাড়া, ১৭ বলে ৩২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এইডেন মার্করাম আর মাত্র ১০ বলে ৩৭০ স্ট্রাইক রেটে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২৮৭’র গন্ডিতে পৌঁছে দেন আব্দুল সামাদ।

এই রান তাড়া করতে এসে ক্যাপ্টেন ফফ ডু প্লেসিস ও বিরাট কোহলি বেশ দারুন সূচনা করেন। পাওয়ার প্লের ভিতরেই ৭৯ রানের পার্টনারশিপ গড়েন দুজন তবে ২০ বলে ৪২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। দলের হয়ে ২৮ বলে ৬২ রান বানান ক্যাপ্টেন ফফ। তাছাড়া ইনফর্ম দীনেশ কার্তিকের ব্যাট থেকে এসেছিল ৩৫ বলে ৮৩ রানের একটি বিধ্বংসী ইনিংস। ২০ ওভার শেষে ২৬২ রান বানাতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ২৫ রানে ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে বজায় থাকলো SRH

Read More | IPL 2024: ওয়াংখেড়েতেও মাহি ম্যানিয়া, ‘ধোনি…ধোনি…’ গর্জনে কেঁপে উঠলো মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *