"বোলিং মেশিন রাখতে হবে..." দিল্লির বিরুদ্ধে ৬৭ রানে জয়লাভ করলো সানরাইজার্স, সমাজ মাধ্যমে ট্রোলের মুখে DC !! 1

পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩৫তম ম্যাচের, আজকের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ (DC vs SRH)। আজকের ম্যাচটি প্রথম বারের জন্য অনুষ্ঠিত হলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ঋষভ পন্থ (Rishabh Pant), প্রথম থেকে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে আসে সানরাইজার্স দলের দুই ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ও  অভিষেক শর্মা। পাওয়ার প্লের ভিতর ১২৫ রান বানিয়ে ফেলে সানরাইজার্স। দলের হয়ে সর্বাধিক ৩২ বলে ৮৯ রান বানান ট্রেভিস হেড, ১২ বলে ৪৬ রান বানান অভিষেক শর্মা, ২৯ বলে ৫৯ রান বানান শাহবাজ আহমেদ ও ২৭ বলে ৩৭ রানের বিনিময়ে ২৬৬ রানে শেষ হয় হায়দ্রাবাদের প্রথম ব্যাটিং।

৬৭ রানে ম্যাচ জিতলো SRH

Ipl 2024
DC vs SRH | Image: Gettu Images

রান তাড়া করতে এসে, প্রথম ৪বলেই ৪টি চার হাঁকান পৃথ্বী শ (Prithvi Shaw), তবে পঞ্চম বলে আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট হারান। তবে, তরুণ অজি জেক ফ্রেশার মাগরুক ১৮ বলে ৬৫ রানের ইনিংস একটি বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর ২২ বলে ৪২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অভিষেক পোরেলও আউট হয়ে যান। তাছাড়া ৩৫ বলে ৪৪ রান বানিয়ে শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে ব্যার্থ হন ঋষভ পন্থ। দিল্লির বিরুদ্ধে ৬৭ রানে জয়লাভ করেছে সানরাইজার্স। দিল্লির বোলিং বিভাগের এই পরিণতির পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

https://x.com/LoyalSachinFan/status/1781720426378596446

আরও পড়ুন | IPL 2024, SRH vs DC MATCH 35: দিল্লির বিরুদ্ধে ৬৭ রানে জয় সুনিশ্চিত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো SRH !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *