IPL 2024, SRH vs DC MATCH 35: দিল্লির বিরুদ্ধে ৬৭ রানে জয় সুনিশ্চিত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো SRH !! 1

সমাপ্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ৩৫তম ম্যাচ। আজকের ম্যাচে ইতিহাস গড়লো সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাটিং করতে এসে ৬ ওভারে ১২৫ রানের দুরন্ত ব্যাটিং নমুনা দেখান ট্রেভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhisekh Sharma)। ১২ বলে ২টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে বিধ্বংসী ৪৬ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা এবং কুলদীপ যাদবের বলে প্যাভিলিয়নে ফেরেন।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো সানরাইজার্স

Ipl 2024
DC vs SRH | Image: Gettu Images

দলের হয়ে ৩২ বলে ১১টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ট্রেভিস হেড। মার্করাম মাত্র ১ রান বানিয়ে কুলদীপের শিকার হন। তাছাড়া ক্লাসেন ৮ বলে ২টি ছক্কার বিনিময়ে ১৫ রান বানান। দুরন্ত সূচনা দিয়ে জলদি ৪ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। তবে ২৭ বলে ২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৭ রান বানান। তবে শেষের দিকে ২৯ বলে ২টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৫৯ রান বানান শাহবাজ নাদিম। দিল্লির হয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব এবং ১টি করে উইকেট নেন মুকেশ ও অক্ষর।

এই রান তাড়া করতে এসে, ৫ বলে ১৬ রান বানান পৃথ্বী শ, ২২ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক পোরেল এবং ১৮ বলে ৫টি চার ও ৭টি ছক্কার বিনিময়ে ৬৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে বেশ চাপের সম্মুখীন হয় দিল্লি। পাশাপশি, ৩৫ বলে ৪৪রান বানিয়ে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান তবে ১৯৯ রানে শেষ হয় দিল্লির ব্যাটিং। হায়দ্রাবাদের হয়ে ৪ উইকেট নেন নটরজন এবং ২টি করে উইকেট নিয়েছেন মায়ঙ্ক মারকান্ডে ও নীতিশ রেড্ডি। ৬৭ রানে জয় সুনিশ্চিত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো SRH

আরও পড়ুন | IPL 2024, LSG vs CSK: ফর্মে ফিরলেন KL রাহুল, রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে ৮ উইকেটে পরাস্ত করলো LSG !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *