"ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল..." মুম্বইয়ের কাছে ম্যাচ হারলেও সমাজ মাধ্যমে ট্রেন্ডিং আশুতোষ শর্মা !! 1

সমাপ্ত হলো পাঞ্জাব বনাম মুম্বইয়ের (PBKS vs MI) ৩৩তম ম্যাচ। অসাধারণ হাইভোল্টেজ ম্যাচের পরিসমাপ্তি ঘটলো পাঞ্জাবের মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে। একেবারে শেষ ওভারে আসলো এই হাই ভোল্টেজ ম্যাচের পরিণতি। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে দ্রুত প্যাভিলিয়নে ফিরতে হয় ঈশান কিষানকে (Ishan Kishan)। মাত্র ৮ রান বানিয়ে আউট হন, তবে দলের হয়ে সর্বাধিক স্কোরটি বানান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চেন্নাইয়ের বিরুদ্ধে ০ রান বানানোর পর আজকে ৫৩ বলে ৭টি চার ও ৩ টি ছক্কার বিনিময়ে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

তাছাড়া রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে এসেছিল ৩৬ রানের ইনিংস ও তিলকের ব্যাট থেকে আসা ৩৪ রানের দৌলতে মুম্বই একটি ভালো স্কোর বানানোর পথে অগ্রসর হয়। শেষের দিকে হার্দিকের ১০ ও ডেভিডের ১৪ মুম্বইকে পৌঁছে দেয় ১৯২’র কোটায়। এই রান তাড়া করতে এসে দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। পাওয়ার প্লের ভিতরেই প্রভশিমরণ, রিলে রুশো, স্যাম কুরান ও লিয়াম লিভিংস্টোনকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ ও কোর্টজে।

৯ রানে ম্যাচ জিতলো মুম্বই

Ashutosh, ipl 2024

প্রায় হাতের থেকে বেরিয়ে যাচ্ছিল পাঞ্জাব দলের এই ম্যাচ, ঠিক তখনই দায়িত্ব তুলে নেন শশাঙ্ক সিং (Shashank Singh), তবে অন্যদিক থেকে উইকেটের পতন অব্যহত ছিল। হারপ্রীত সিং ১৩ ও জিতেশ ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে অবার একবার শশাঙ্ক ২৫ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ও আশুতোষ (Ashutosh Sharma) ২৮ বলে ৭টি ছক্কা ও ২টি চারের সহযোগে ৬১ রানের ইনিংস খেলে খেলায় পাঞ্জাব কিংসের অস্তিত্ব বজায় রাখেন। যদিও আশুতোষ আউট হতেই খেলা মুম্বইয়ের দখলে চলে আসে। MI‘ দলের হয়ে ৩ উইকেট পেয়েছেন কোর্টজে ও বুমরাহ, তাছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক, আকাশ ও শ্রেয়স। পাঞ্জাবের বিরুদ্ধে ৯ রানে ম্যাচ জিতলেও সমাজ মাধ্যমে ট্রেন্ডিং অসুতোষ শর্মা।

দেখেনিন টুইট

আরও পড়ুন | IPL 2024: স্নায়ুর যুদ্ধে বাজিমাত মুম্বইয়ের, আশুতোষের অসাধারণ ইনিংস সত্ত্বেও ৯ রানে হারলো পাঞ্জাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *