Pcb
Pakistan Cricket Team | Image: Getty Images

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। আর এই আইপিএলের পরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর এই বিশ্বকাপে সবথেকে চর্চিত খেলা হতে চলেছে ভারত ও পাকিস্তানের ভিতর (IND vs PAK)। এই  মেগা ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ৯ জুন। আর এই ম্যাচের জন্য অধীর আগ্রহে রয়েছে ক্রিকেট বিশ্বের লোকজন। তবে, বিশ্বকাপের আগে মোক্ষম চাল চাললো পাকিস্তান ক্রিকেট দল।

আরও পড়ুন | T20 World Cup 2024: বাজ পড়লো ইংল্যান্ডের, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে আউট বেন স্টোকস !!

পরিবর্তন হলো পাকিস্তানের হেড কোচের

Pak team, t20 world cup 2024
Pakistan Cricket Team | Image: Getty Images

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত রাখতে পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে সময় কাটিয়েছে প্লেয়াররা এবং নিজেদের মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুতি নিতে এই পন্থা অবলম্বন করলো পাকিস্তান। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের আয়োজন করেছে পাকিস্তান। আর এই সিরিজের আগে প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদকে (Azhar Mahmood) পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে।

অন্যদিকে, ওয়াহাব রিয়াজকে (Wahab Riaz) সিনিয়র টিম ম্যানেজার, মোহাম্মদ ইউসুফকে (Mohammed Yusuf) ব্যাটিং কোচ এবং সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচ হিসাবে বাছাই করেছে পাকিস্তান। বেশ কয়েকদিন আগে সেন ওয়াটসন (Shane Watson) ও ড্যারেন স্যামিকে নিয়োগ করার কথা প্রকাশ্যে এসেছিল তবে প্রাক্তন পাকিস্তানকে দলে নিয়োগ করে নয়া চমক দিলো PCB। ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল রাওয়ালপিন্ডি এবং লাহোরে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান।

আরও পড়ুন | টি-২০ বিশ্বাকেপর জন্য ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা উইকেটরক্ষক, আইপিএল চলাকালীন হল খোলসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *