IND vs ZIM: সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিলো গতকালই। জিম্বাবুয়ের (ZIM) বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচ জিতে নিয়েছিলো ভারতের তরুণ ব্রিগেড। পকেটে পুরে নিয়েছিলো ট্রফি। আজকের ম্যাচ খাতায়-কলমে ছিলো কেবলই নিয়মরক্ষার। কিন্তু সেখানেও যে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজী নয় টিম ইন্ডিয়া (Team India), তার প্রমাণ মিললো […]
ভারত বনাম জিম্বাবোয়ে (India vs Zimbabwe)
ভারত বনাম জিম্বাবোয়ে (IND vs ZIM)-
ভারত ও জিম্বাবোয়ে-ক্রিকেটের আঙিনায় দুই পরিচিত দল বহুবার মুখোমুখি হয়েছে একে অপরের। ৮০ বা ৯০-এর দশকে দেখা গিয়েছে তুল্যমূল্য প্রতিযোগিতা। নতুন শতাব্দীর গোড়ার দিকেও সেয়ানে সেয়ানে পাল্লা দিতে দেখা গিয়েছে শেভ্রনদের। কিন্তু যত সময় এগিয়েছে ততই আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গত দশকে যতবার সম্মুখসমরে নেমেছে দুই শিবিরে, অধিকাংশ সময়েই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ১৯৯২/৯৩ মরসুমে প্রথমবার টেস্টের আসরে মুখোমুখি হয় দুই দল। ড্র হয় সেই ম্যাচটি। ২০০৫ সালে শেষবার লাল বলের ফর্ম্যাটে মুখোমুখি হয়েছে তারা। দুই দল ওডিআই ফর্ম্যাটে মুখোমুখি হয়েছে ৬৬টি ম্যাচে। আর টি-২০ ফর্ম্যাটে ম্যাচের সংখ্যা ৮টি। হেড টু হেডে এগিয়ে থাকছে ভারতই।
আগামী ৬ জুলাই থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ৫ টি-২০ ম্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। দেখে নিন তার সম্পূর্ণ সূচি-
প্রথম টি-২০ ম্যাচ | ০৬/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ০৭/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
তৃতীয় টি-২০ ম্যাচ | ১০/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
চতুর্থ টি-২০ ম্যাচ | ১৩/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
পঞ্চম টি-২০ ম্যাচ | ১৪/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
আসন্ন জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত ভারতীয় দল-
শুভমান গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।
IND vs ZIM হেড টু হেড পরিসংখ্যান (IND vs ZIM Head to Head Stats in Bengali)-
টেস্ট ক্রিকেট-
- ম্যাচ সংখ্যা- ১১
- ভারতের জয়- ০৭
- জিম্বাবোয়ের জয়- ০২
- ড্র- ০২
- ভারতের হোম ম্যাচে জয়- ০৪
- ভারতের অ্যাওয়ে ম্যাচে জয়- ০৩
- জিম্বাবোয়ের হোম ম্যাচে জয়- ০২
- জিম্বাবোয়ের অ্যাওয়ে ম্যাচে জয়- ০০
- প্রথম টেস্ট- ১৯৯২/৯৩
- শেষ টেস্ট- ২০০৫
ওডিআই ক্রিকেট-
- ম্যাচ সংখ্যা- ৬৬
- ভারতের জয়- ৫৪
- জিম্বাবোয়ের জয়- ১০
- ড্র/টাই- ০২
- ভারতের হোম ম্যাচে জয়- ১৫
- ভারতের অ্যাওয়ে ম্যাচে জয়- ২২
- জিম্বাবোয়ের হোম ম্যাচে জয়- ০৪
- জিম্বাবোয়ের অ্যাওয়ে ম্যাচে জয়- ০৩
- নিরপেক্ষ ভেন্যুতে ফলাফল- ভারত-১৭, জিম্বাবোয়ে-০৩
- প্রথম ওডিআই- ১৯৮৩
- শেষ ওডিআই- ২০২২
টি-২০ ক্রিকেট-
- ম্যাচ সংখ্যা- ০৮
- ভারতের জয়- ০৬
- জিম্বাবোয়ের জয়- ০২
- ড্র/টাই- ০০
- ভারতের হোম ম্যাচে জয়- ০০
- ভারতের অ্যাওয়ে ম্যাচে জয়- ০৫
- জিম্বাবোয়ের হোম ম্যাচে জয়- ০২
- জিম্বাবোয়ের অ্যাওয়ে ম্যাচে জয়- ০০
- নিরপেক্ষ ভেন্যুতে ফলাফল- ভারত-০১, জিম্বাবোয়ে-০০
- প্রথম টি-২০- ২০১০
- শেষ টি-২০- ২০২২
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সফলতম ব্যাটার-
- টেস্ট- রাহুল দ্রাবিড় (৯ ম্যাচে ৯৭৯ রান)
- ওডিআই- শচীন তেন্ডুলকর (৩৪ ম্যাচে ১৩৭৭)
- টি-২০- কে এল রাহুল (৪ ম্যাচে ১২০)
ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের সফলতম ব্যাটার-
- টেস্ট- অ্যান্ডি ফ্লাওয়ার (৯ ম্যাচে ১১৩৮ রান)
- ওডিআই- অ্যান্ডি ফ্লাওয়ার (৩৬ ম্যাচে ১২৯৮)
- টি-২০- চামুনরোয়া জাস্টিস চিভাভা (৭ ম্যাচে ১৭২)
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সফলতম বোলার-
- টেস্ট- অনিল কুম্বলে (৭ ম্যাচে ৩৮ উইকেট)
- ওডিআই- অজিত আগরকার (২৬ ম্যাচে ৪৫ উইকেট)
- টি-২০- অক্ষর প্যাটেল ( ৬ ম্যাচে ৭ উইকেট)
ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের সফলতম বোলার’রা-
- টেস্ট- হিথ স্ট্রিক ( ৯ ম্যাচে ৩০ উইকেট)
- ওডিআই- হিথ স্ট্রিক (৩৫ ম্যাচে ৩৯ উইকেট)
- টি-২০- ক্রিস্টোফার ববি পোফু (৪ ম্যাচে ৬ উইকেট)
ভারত বনাম জিম্বাবোয়ে সংক্রান্ত প্রশ্নাবলী (FAQs)-
আগামী ৬ জুলাই থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
জিম্বাবোয়ে সিরিজে ভারতের অধিনায়িক নির্বাচিত হয়েছেন শুভমান গিল।
জিম্বাবোয়ে জার্সিতে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান অ্যান্ডি ফ্লাওয়ারের।
২০০৫ সালে শেষবার টেস্ট খেলেছিলো দুই দল।
২০২২-এর টি-২০ বিশ্বকাপে শেষ টি-২০তে মুখোমুখি হয়েছিলো তারা।