আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলংকা (IND vs SL), এক রোমাঞ্চকর ম্যাচের মুখোমুখি হলো ক্রিকেট বিশ্ব। সুপার ওভারের মঞ্চে তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে বেশ কিছু সময় নষ্ট হয় খেলার, তবে দুই দলের কাছেই ২০ ওভার খেলার সুযোগ থাকে। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার […]
ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Srilanka)
ভারত বনাম শ্রীলঙ্কা (INDIA vs SRILANKA)
Sportzwiki Bengali হলো এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি পেয়ে যাবেন ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ম্যাচের খবরাখবর (News) যেমন ম্যাচের সময়সূচি (Schedule), স্কোয়াড (Squad) লাইভ স্কোর (Live Score), ম্যাচ রিপোর্ট (Match Report)।
IND vs SL HEAD to HEAD (ভারত বনাম শ্রীলঙ্কা মুখোমুখি রেকর্ড)
- ভারত ও শ্রীলঙ্কা ওডিআইতে ১৬৮টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এই ১৬৮টি খেলার মধ্যে ভারত ৯৯ টিতে জিতেছে যেখানে শ্রীলঙ্কা ৫৭টি ম্যাচে জয়লাভ করেছে। ফলাফল ছাড়া শেষ হয়েছে ১১টি ম্যাচ এবং ১টি ম্যাচ টাই হয়েছে।
- টেস্টে ৪৬ বার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এই ৪৬টি খেলার মধ্যে ভারত ২২ টিতে জিতেছে যেখানে শ্রীলঙ্কা মাত্র ৭ টি ম্যাচে জয়লাভ করেছে। ১৭টি ম্যাচ ড্র হয়েছে।
- টি-টোয়েন্টিতে ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এই ২৯টি খেলার মধ্যে ভারত ১৯টিতে জিতেছে যেখানে শ্রীলঙ্কা ৯টি ম্যাচে জয়লাভ করেছে। ১টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
IND vs SL SCHEDULE 2024 (ভারত বনাম শ্রীলঙ্কা সময়সূচি ২০২৪)
- ১ম টি-টোয়েন্টি – ২৭ জুলাই, ২০২৪
- ২য় টি-টোয়েন্টি – ২৮ জুলাই, ২০২৪
- ৩য় টি-টোয়েন্টি – ৩০শে জুলাই, ২০২৪
- ১ম ওডিআই – ২রা আগস্ট, ২০২৪
- ২য় ওডিআই – ৪ঠা আগস্ট, ২০২৪
- ৩য় ওডিআই – ৭ই আগস্ট, ২০২৪
IND vs SL, SQUAD 2024 ( ভারত বনাম শ্রীলঙ্কা স্কোয়াড ২০২৪)
ভারত – ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ম্যাচের কোনো স্কোয়াড এখনও প্রকাশ করেনি BCCI।
শ্রীলঙ্কা- ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ম্যাচের কোনো স্কোয়াড এখনও প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
ভারত বনাম শ্রীলঙ্কা সংক্রান্ত প্রশ্নাবলী (FAQs)-
শ্রীলঙ্কার বিরুদ্ধে কবে মাঠে নামছে ভারত?
আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কা সিরিজে ভারতের অধিনায়ক কে?
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের এখনও কোনো স্কোয়াড ঘোষণা হয়নি।
শ্রীলঙ্কার হয়ে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশী রান কে করেছেন?
শ্রীলঙ্কার জার্সিতে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান বানিয়েছেন মহেলা জয়বর্ধনে।
শেষ কবে টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছলো দুই দল?
২০২২ সালে শেষবার টেস্ট খেলেছিলো দুই দল।
শেষ কবে টি-২০তে মুখোমুখি হয়েছিলো দুই দল?
২০২৩ সালে শেষ টি-২০তে মুখোমুখি হয়েছিলো তারা।