রোহিত’রা চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে আসলে, ভারতের মাটিতে আর পা দেবে না পাকিস্তান, ঘোষণা PCB’র !!

CT 2025: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আসর। তবে এখনও পর্যন্ত এটা নিশ্চিত নয় যে ভারত আদেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে পা দেবে কিনা! ভারতীয় দলের কথা বলতে গেলে চলতি সময়ে তারা শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আর শ্রীলঙ্কা সফরেই কিছুদিন বাদে ওডিআই সিরিজ […]

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)-

আইসিসিস আয়োজিত দ্বিতীয় ওডিআই টুর্নামেন্টটি হলো চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। স্বল্প দৈর্ঘ্যের এই নক-আউট টুর্নামেন্টটি গত আড়াই দশক ধরে মনোরঞ্জন করে আসছে ক্রিকেট দর্শকদের। ১৯৯৮ সালে আইসিসি নক-আউট টুর্নামেন্টে নামে পথচলা শুরু হয় এই প্রতিযোগিতার। পরে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে প্রসিদ্ধ হয় তা। ইতিমধ্যেই আটটি সংস্করণ আয়োজিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC men’s champions trophy)। ২০২৫ সালে আয়োজিত হওয়ার কথা নবম সংস্করণের। যদিও তা কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও রয়েছে জটিলতা। আয়োজক সংস্থা আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তান পেয়েছে আয়োজনের দায়িত্ব। কিন্তু ভারত কূটনৈতিক জটিলতার কারণে পড়শি দেশে যেতে রাজী নয়। এমতাবস্থায় টুর্নামেন্ট সরে যাওয়ার সম্ভাবনা থাকছে, অথবা হাইব্রিড মোডেও আয়োজনের কথা ভাবতে পারে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (ICC Champions Trophy General Information in Bengali)-

সম্পূর্ণ নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
ডাকনাম CT, মিনি বিশ্বকাপ
স্থাপনা ১৯৯৮
নিয়ামক সংস্থা আইসিসি
সিইও জেফ অ্যালারডাইস
চেয়ারম্যান গ্রেগ বার্কলে
বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান (২০১৭)
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- @ICC-International Crickt Council
ইন্সটাগ্রাম- @icc
ট্যুইটার (X)- @ICC
ওয়েবসাইট – icc-cricket.com
মোট প্রাইজ মানি ৪১.৭ কোটি টাকা (৫ মিলিয়ন মার্কিন ডলার)
স্পন্সর এমিরেটস, আরামকো, কোকোকোলা, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, ডিপি ওয়ার্ল্ড, ফ্যান ক্রেজ

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস (ICC Champions Trophy History in Bengali)-

  • ১৯৭৫ সালে ওডিআই বিশ্বকাপের সূচনা হয় (today ICC champions trophy)। প্রতি চার বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। সাধারণত আইসিসি’র পূর্ণ সদস্যরাই বিশ্বকাপে অংশ নিতে পারত। সেই কারণেই অ-টেস্ট খেলিয়ে দেশগুলিতে ক্রিকেটের প্রসারের জন্য প্রথম আইসিসি’র তরফে স্বল্প সময়ের একটি সাদা বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছিলো। সেইমত ১৯৯৮ সালে শুরু হয় আইসিসি নক-আউট (champions trophy cricket) টুর্নামেন্ট। প্রথম সংস্করণটি আয়োজিত হয়েছিলো বাংলাদেশে। দ্বিতীয় সংস্করণটি আয়োজন করে কেনিয়া।
  • ২০০২ সালে আইসিসি নক-আউট টুর্নামেন্টের নাম বদলে রাখা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর আয়োজক দেশ হিসেবে অগ্রাধিকার পেতে থাকা আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলিই। অংশগ্রহণকারী দেশের সংখ্যাও কমিয়ে আট করা হয়। ওডিআই বিশ্বকাপের গুরুত্ব যাতে অক্ষুণ্ণ থাকে সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে নক-আউট টুর্নামেন্ট হিসেবেই  দেখা হতে লাগে। যদিও ২০০২ সালের টুর্নামেন্টটি রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলা হয়েছিলো। বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও ২০০৯ থেকে টুর্নামেন্টের ছয় মাস আগে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষে আটটি স্থানে থাকা দেশগুলিই খেলার ছাড়পত্র পেয়েছে।
  • ২০১৩ ও ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়ার কথা ভেবেছিলো আইসিসি। যদিও তা হয় নি। কোভিডের কারণে ২০২১ সালে টুর্নামেন্ট আয়োজন করা যায় নি। তবে  ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়েছে ২০২৫ সালে ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজন করার কথা পাকিস্তানের। ওডিআই বিশ্বকাপের লীগ পর্বে প্রথম আটটি স্থানে থাকা দলগুলি সরাসরি যোগ্যতা অর্জন করেছে চ্যাম্পিয়নস ট্রফিতে।
  • শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি দুই বছর অন্তর আয়োজন করা হত। কিন্তু ২০০৮ সালে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করা যায় নি নিরাপত্তাজনিত সমস্যা থাকায়। ২০০৯ সালে তা আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি চার বছরে একবার আয়োজন করা হয়ে থাকে।

এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফল (ICC Champions Trophy Results so Far)-

বছর বিজয়ী দেশ রানার্স-আপ
১৯৯৮ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ
২০০০ নিউজিল্যান্ড ভারত
২০০২ ভারত, শ্রীলঙ্কা যুগ্মজয়ী
২০০৪ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
২০০৬ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ
২০০৯ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১৩ ভারত ইংল্যান্ড
২০১৭ পাকিস্তান ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড (ICC Champions Trophy Records in Bengali)-

  • চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশী সংখ্যক ম্যাচ জেতার নজির রয়েছে ভারতের। ২৯টি ম্যাচ খেলে তারা জিতে নিয়েছে ১৮টি। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (Icc champions trophy qualifier)। তারা ২৪ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে। দুই দলই ৮টি করে ম্যাচ হেরেছে।
  • খেতাব জয়ের নিরিখেও সবার উপরে ভারত ও অস্ট্রেলিয়াই। ২০০২ ও ২০১৩ সালে ট্রফি জেতে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ২০০৬ ও ২০০৯ সালে দুবার চ্যাম্পিয়ন হয়। টানা দুইবার ট্রফি জয়ের কৃতিত্ব অজিদের।
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। ক্যারিবিয়ান তারকা করেছেন ৭৯১ রান। সর্বোচ্চ ব্যাটিং গড় ভারতের বিরাট কোহলির (৮৮.১৬)
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ৩টি করে শতরান রয়েছে চার তারকারা। তাঁরা হলেন ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ান, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের কাইল মিলস। ২০০২ থেকে ২০১৩ সালের মধ্যে ২৮টি উইকেট নিয়েছেন তিনি।
  • এক ইনিংসে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৫ উইকেটের বিনিময়ে ৩৪৭ করেছিলো তারা।
  • এক ইনিংসে সর্বনিম্ন স্কোর মার্কিন যুক্তরাষ্ট্রের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা গুটিয়ে গিয়েছিলো ৬৫ রানে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা তারকারা (ICC Champions Trophy Stars’ Stats in Bengali)-

সেরা পাঁচ ব্যাটার-

নাম দেশ ম্যাচ মোট রান গড় শতক অর্ধশতক সর্বোচ্চ
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ১৭ ৭৯১ ৫২.৭৩ ০৩ ০১ ১৩৩*
মাহেলা জয়বর্ধনে শ্রীলঙ্কা ২২ ৭৪২ ৪১.২২ ০০ ০৫ ৮৪*
শিখর ধাওয়ান ভারত ১০ ৭০১ ৭৭.৮৮ ০৩ ০৩ ১২৫
কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ২২ ৬৮৩ ৩৭.৯৪ ০১ ০৪ ১৩৪*
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত ১৩ ৬৬৫ ৭৩.৮৮ ০৩ ০৩ ১৪১*

সেরা পাঁচ বোলার-

নাম দেশ ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
কাইল মিলস নিউজিল্যান্ড ১৫ ২৮ ১৭.২৫ ০০ ৪/৩০
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ১৬ ২৫ ৩০.৬৪ ০০ ৪/৩৪
মুথাইয়া মুরলীধরণ শ্রীলঙ্কা ১৭ ২৪ ২০.১৬ ০০ ৪/১৫
ব্রেট লি অস্ট্রেলিয়া ১৬ ২২ ২৬.৮৬ ০০ ৩/৩৮
গ্লেন ম্যাকগ্রা অস্ট্রেলিয়া ১২ ২১ ১৯.৬১ ০১ ৫/৩৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কীত প্রশ্নাবলী (ICC Champions Trophy FAQs)-

প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে আয়োজিত হয়?

প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় বাংলাদেশে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সফলতম দেশ কারা?

ভারত ও অস্ট্রেলিয়া দুইবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বের নাম কি?

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুটি সংস্করণের নাম ছিলো আইসিসি নক-আউট টুর্নামেন্ট।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে আয়োজিত হবে?

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফি কত বছর অন্তর আয়োজিত হয়?

প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই বছর অন্তর আয়োজিত হলেও বর্তমানে তা চার বছর অন্তর আয়োজিত হয়।