অপেক্ষা আর মাসখানেকের। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে জুন মাসের গোড়াতেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 world Cup) আসর। ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। নতুন ফর্ম্যাটে, ২০ দল নিয়ে আয়োজিত হতে চলেছে এবারের টুর্নামেন্ট। খেতাব জেতার ব্যপারে অন্যতম ফেয়ারিট নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসরা ২০২১ সালে ফাইনাল থেকে ফিরেছিলো খালি হাতে, ২০২২-এর […]
গ্লেন ফিলিপস (Glenn Phillips)
গ্লেন ফিলিপস (Glenn Phillips)-
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এমনকি উইকেটকিপারের ভূমিকাতেও ক্রিকেটদুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)। ১৯৯৬ এর ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। পরে ফিলিপস পরিবার চলে আসে নিউজিল্যান্ডে। তাঁর বাবার নাম রোল্যান্ড ফিলিপ। পরিবারে ক্রিকেটের চর্চা ছিলোই। ভাই ডেল ফিলিপস’ও (Dale Phillips) ওটাগোর হয়ে নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলের স্কোয়াডেও (Glenn Phillips Family)। ২০১৬ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে কিউই দলের সদস্য ছিলেন গ্লেন ফিলিপস। তার ঠিক দুই বছর পর, অর্থাৎ ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড জার্সিতে অংশ নিয়েছিলেন ডেল। ২০১৬-১৭ মরসুমের সুপার স্ম্যাশ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নজর কেড়েছিলেন গ্লেন। পরের বছরই ডাক আসে জাতীয় টি-২০ দলের। ২০২০ সালে পড়শি দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন প্রথম টেস্ট ম্যাচ। এরপর ২০২২ সালে খেলেন ওডিআই। নিউজিল্যান্ডের হয়ে ২০২১,২০২২ ও ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ খেলেছেন তিনি। অংশ নিয়েছেন ২০২৩-এর ওডিআই বিশ্বকাপেও।
বাংলায় গ্লেন ফিলিপসের বায়োগ্রাফি (Glenn Phillips Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | গ্লেন ডোমিনিক ফিলিপস |
ডাকনাম | — |
জন্মস্থান | ইস্ট লন্ডন, দক্ষিণ আফ্রিকা |
জন্মতারিখ | ৬ ডিসেম্বর ১৯৯৬ |
উচ্চতা | ৬ ফিট ১ ইঞ্চি (১৮০ সেন্টিমিটার) |
চোখের মণির রং | নীল |
জাতীয় দল | নিউজিল্যান্ড |
আইপিএল দল | সানরাইজার্স হায়দ্রাবাদ |
জার্সি নম্বর | ২৩ |
ব্যাটিং-এর ধরণ | ডান হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | ডান হাতি অফব্রেক বোলার |
ক্রিকেটীয় ভূমিকা | উইকেটরক্ষক-ব্যাটার |
স্ত্রী -র নাম | কেট ভিক্টোরিয়া |
সন্তানের নাম | — |
রাশিচিহ্ন | ধনু |
শখ | ক্রিকেট |
পঠনপাঠন | স্যাক্রেড হার্ট কলেজ |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @glennphillips236 |
ফেসবুক প্রোফাইল | Glenn Phillips |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @glenndominic159 |
গ্লেন ফিলিপসের আন্তর্জাতিক অভিষেক (Glenn Phillips International Debut)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ০৩/০১/২০২০ | অস্ট্রেলিয়া | সিডনি |
ওয়ান ডে | ১০/০৭/২০২২ | আয়ারল্যান্ড | ম্যালাহাইড |
টি-২০ | ১৭/০২/২০১৭ | দক্ষিণ আফ্রিকা | অকল্যান্ডস |
গ্লেন ফিলিপসের কেরিয়ার পরিসংখ্যান (Glenn Phillips Career Stats in Bengali)-
ফর্ম্যাট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | শতরান | অর্ধশতক | উইকেট |
Test | ০৭ | ৩৬৬ | ৮৭ | ৩৩.২৭ | ৭২.৬১ | ০০ | ০৩ | ১৭ |
ODI | ৩০ | ৭৩৫ | ৭২ | ৩৫.০০ | ৯৭.৪৮ | ০০ | ০৪ | ১২ |
T20i | ৭৮ | ১৮৭৫ | ১০৮ | ৩২.৮৯ | ১৪২.১৫ | ০২ | ১০ | ০২ |
IPL | ০৮ | ৬৫ | ২৫ | ০৯.২৯ | ১১৮.১৮ | ০০ | ০০ | ০২ |
FC | ৫৫ | ৩৬০৯ | ১৪৭ | ৪১.০১ | ৬৬.২৮ | ০৮ | ২৩ | ৫৭ |
List-A | ৮১ | ২৪০৮ | ১৫৬ | ৩৪.৪০ | ৯০.৯৩ | ০৫ | ০৭ | ২৪ |
T20 | ২৩৪ | ৬১১৯ | ১১৬* | ৩২.৩৭ | ১৪০.৮৬ | ০৫ | ৪০ | ১৮ |
যে দলগুলির হয়ে খেলেছেন গ্লেন ফিলিপস (Glenn Phillips Teams in Bengali)-
নিউজিল্যান্ড, গ্লস্টারশায়ার, কলম্বো স্ট্রাইকার্স, ওটাগো ভোল্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ, অকল্যান্ড, বার্বাডোজ রয়্যালস, জামাইকা তালওয়াস, রাজস্থান রয়্যালস, ওয়াশিংটন ফ্রিডন, ওয়েলস ফায়ার (মেন)।
গ্লেন ফিলিপস রেকর্ড ও কৃতিত্বসমূহ (Glenn Phillips Records and Achievements)-
- টি-২০ ক্রিকেটে ৩বার সিরিজ সেরার পুরষ্কার পেয়েছেন গ্লেন ফিলিপস। রয়েছেন দশম স্থানে।
গ্লেন ফিলিপস নেট ওয়ার্থ (Glenn Phillips Net Worth in Bengali)-
- আইপিএল ২০২৪- ১.৫ কোটি টাকা
- মোট নেট ওয়ার্থ- ১২ কোটি টাকা (আনুমানিক ১.৫ মিলিয়ন মার্কিন ডলার)
গ্লেন ফিলিপস সম্পর্কীত তথ্যাবলী (Glenn Phillips FAQs)
গ্লেন ফিলিপস খেলেন নিউজিল্যান্ডের হয়ে।
গ্লেন ফিলিপস আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন।
গ্লেন ফিলিপসের স্ত্রী'র নাম কেট ভিক্টোরিয়া।
গ্লেন ফিলিপসের জন্ম হয়েছিলো দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে।
গ্লেন ফিলিপস ২০১৬ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খেলেন।